পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSw" BBB KBY CBBBBBDD BB LL দ্বিতীয় । নিশ্চয় করা গেল ষে প্রথমে কমিটিকতৃক উপযুক্ত বেতনেতে এক জন নায়েব পুস্তকরক্ষক নিযুক্ত হন এবং আবশ্বক হইলে আরো এক জনকে নিযুক্ত করণের ক্ষমতা র্তাহারদের থাকে । তৃতীয়। প্রবিসনল কমিটির রিপোর্টের যে সকল পরামর্শ এইক্ষণে পাঠ হইল তাহ এবং উক্ত সংশোধিত নিয়ম এই বৈঠকে গ্রাহ হয় । চতুর্থ। এই পুস্তকালয়ের কার্ধ্য সকল ৭ জন কিউরেটর অর্থাৎ অধ্যক্ষেরদের হস্তে অর্পণ করা যায় এবং তাহারা অংশিরদের এবং যে প্রথম শ্রেণির স্বাক্ষরকারিরা এক বৎসর অবধি স্বাক্ষর করিয়াছেন তাহারদের দ্বারা প্রতি বৎসরে ফেব্রুঅারি মাসের বার্ষিক বৈঠকে মনোনীত হইবেন । এবং র্যাহারা অধ্যক্ষ হইবেন তাহারা ইশতেহারের দ্বারা বৈঠকে আংশিদিগকে আগমনার্থ আহবান করিবেন। # পঞ্চম। ঐ অধ্যক্ষ সাহেবেরা যেমত উচিত বুঝেন সেইমত পুস্তক সংগ্রহ ও বিতরণ করিতে এবং পুস্তকালয়ের রক্ষণাবেক্ষণ কাৰ্য্যবিষয়ে নিয়ম করিবেন এবং এই বৈঠকে যে মূল বিধান স্থির হইয়াছে তদনুসারে ঐ পুস্তকালয় সংস্থাপন করিবেন। এবং আগামি ফেব্রুআরি মাসের সাধারণ বৈঠকের পূৰ্ব্বে সৰ্ব্বসাধারণ লোকের বিজ্ঞাপনার্থ ঐ বিধান প্রকাশ করিবেন। এবং তাহারা গ্রন্থরক্ষক এক জন নিযুক্ত করিবেন ওঁ যাহাতে ঐ পুস্তকালয়ের কার্য্য আগামি ১ দিসেম্বর তারিখে আরম্ভ হয় এমত উচিত ব্যক্তিরদিগকে কাৰ্য্যে নিযুক্ত করিবেন। ষষ্ঠ । ঐ পুস্তকালয়ের অধ্যক্ষেরা এক কালে এই সোসৈটির হাজার টাকার অধিক ব্যয় করিতে চাহিলে তাহার বিবরণ এক সপ্তাহপর্য্যস্ত মেজের উপরি রাখণের পর তাহা ব্যয় করিতে পারেন । সপ্তম । অধ্যক্ষেরদের কার্য্যসকল এক গ্রন্থের মধ্যে লেখা যাইবে এবং ঐ গ্রন্থ অংশি ও স্বাক্ষরকারিরদের দর্শনার্থ মেজের উপরি নিত্যই থাকিবে । 率 অষ্টম। এইক্ষণে যে নিয়ম প্রকাশ হইল তাহা এই সমাজের মূলবিধানের ন্যায় গণ্য হইবে এবং কেবল বার্ষিক সাধারণ বৈঠকে তাহার মতাস্তর হইতে পরিবে অথবা তাহা মতান্তরকরণার্থ সাত দিন পূৰ্ব্বে কলিকাতার এক বা তদধিক দৈনিক সম্বাদপত্রের দ্বারা ইশতেহার দেওয়া গেলে এবং ঐ ইশতেহারে প্রস্তাবিত মতান্তরের ভাব প্রকাশ হইলে পর কোন মতান্তরকরণ সিদ্ধ হইতে পরিবে । নবম। অধ্যক্ষ সাহেবেরা উচিত যে কোন সময়ে অষ্টম ধারাতে যে বিজ্ঞাপনের বিষয় লিখিত আছে সেইমত বিজ্ঞাপনকরণের পর এক বিশেষ বৈঠক করিতে পারেন এবং যদ্যপি কোন পাচ জন অংশী অথবা কোন দশ জন অংশী এবং এক বৎসরূপৰ্য্যস্ত প্রথম সংপ্রদায়ের স্বাক্ষরকারিরদের মধ্যে দশ জন আজ্ঞা করিলে এক মাসের মধ্যে ঐ অধ্যক্ষ সাহেবেরা এক বিশেষ বৈঠক করিবেন এবং ঐ আজ্ঞাপত্রের দ্বারা ঐ বৈঠককরণের তাৎপৰ্য্য ح؟ লিখিতে হইবে এবং ঐ আজ্ঞা প্রাপণের পর যদ্যপি দুই সপ্তাহের মধ্যে অধ্যক্ষের