পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২০ HBBD KBB BBBD DB LLL গিয়াছে ঐ অট্টালিকা একতালা হইবেক এবং তাহ বারিকের নিজ সম্মুখে লাল দীঘির ধারে গ্রথিত হইবেক । ঐ বরাওদের ফর্দ এমন করিতে হইবেক ষে তাহাতে ১৫০ • • টাকার অধিক ব্যয় না হয় । ( ১৬ ফেব্রুয়ারি ১৮৩৯ । ৬ ফাল্গুন ১২৪৫ ) কলিকাতাস্থ পুস্তকালয়।—সম্বাদ পত্রদ্বারা অবগত হওয়া গেল ষে কলিকাতাস্থ কতিপয় বিশিষ্ট ধনি মহাশয়ের স্বদেশীয় লোকেরদের উপকারার্থ সাধারণ এক পুস্তকালয় স্থাপন করিতে নিশ্চয় করিয়াছেন তন্নিমিত্ত সহস্র গ্রন্থ সংগ্ৰহ হইয়াছে এইক্ষণে ঐ অভিপ্রেত বিষয় সম্পাদনার্থ ইমারত করণের উপযুক্ত স্থান মনোনীত করণের অপেক্ষা মাত্র আছে । ( ৯ মার্চ ১৮৩৯ । ২৭ ফাল্গুন ১২৪৫ ) $ কলিকাতা মহানগরী মধ্যে বঙ্গ দেশীয় জনপদ সন্নিধি এতদেশীয় মনুষ্যের উপকারার্থে ইতিমধ্যে এক সাধারণ পুস্তকালয় সংস্থাপন হইবেক এতৎ শ্রবণে পাঠকবর্গ সস্তোষযুক্ত হইবেন এইক্ষণে আমরা ঐ পুস্তকালয়ের পরসপেকটর প্রকাশ করিতেছি কেননা অামারদিগের দেশস্থ যে সমস্ত লোকেরা এবিষয়ের ব্যওরা জ্ঞাত নহেন তাহারদিগের জ্ঞাতকারণ লিখিতেছি । পরস্তু ঐ পুস্তকালয় সংস্থাপনের বন্ধু ও কৰ্ত্তাসকল তাহারা সদ্বিবেচনা নিমিত্ত এক সভা করেন আমরা তাহারদিগের নিকট এই প্রার্থনা করিতেছি তাহার কারণ ঐ যে কোন বিদ্যালয় অথবা পুস্তকালয় সাধারণের সাহাষ্য ব্যতিরেকে কদাপি চিরস্থায়ি হয় এমত বোধ নহে । [ জ্ঞানান্বেষণ ] ( ১৬ মার্চ ১৮৩৯ । ৪ চৈত্র ১২৪৫ ) গত সাপ্তাহিকে যে পবিলিক লাইবরি অর্থাৎ সাধারণ পুস্তকালয় সংস্থাপন বিষয় আমরা প্রকাশ করিয়াছি সেই পুস্তকালয় ৫ [ মার্চ ] তারিখে কালেজ গমন করিবার রাস্তার পার্থে স্থাপিত হইয়াছে এবং বহুতর পুস্তক ঐ লাইবরিতে প্রস্তুত দৃষ্ট করিতেছি এবং উত্তম২ ইংরাজী গ্রন্থ গ্রাহকদিগের গ্রহণ নিমিত্ত বিদ্যার্থ সমূহের পাঠজন্য প্রায়শে৷ ২• • • হাজার সঞ্চিত হইয়াছে । [ জ্ঞানান্বেষণ ] ( ২৯ জুন ১৮৩৯ । ১৬ আষাঢ় >२8७ ) আমারদিগের এতদেশীয় সাধারণের ব্যবহার করণার্থ যে এক পুস্তকালয় সংস্থাপিত হইয়াছে তাহ পাঠকবর্গর শ্রবণ করিয়া থাকিবেন কিন্তু আমরা তাহারদিগকে অবগত করণার্থ বাঞ্ছা করিয়া বলি য়ে এইক্ষণে ঐ পুস্তকালয়ের উত্তরোত্তর শ্ৰীবৃদ্ধি হইতেছে এবং তদ্বিষয়ে অনেক চাদ হইয়া অনেক আপাতত দান ও বার্ষিক মাসে২ দান করণে প্রবৃত্ত হইয়াছেন এই