পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা ՖՀԳ বিদ্যাবাগীশ প্রভূতি পরীক্ষার নিয়মকৰ্ত্ত ধৰ্ম্মসভাধ্যক্ষদিগের প্রতি যথেষ্ট প্রশংসা উক্তি ধন্যবাদ করিয়া শেষে সভাপতিকে সাধুবাদ করিলেন তিনিও অনেক অমুনয় বিনয় বাক্যে সমাজকে সন্তুষ্ট করিয়া স্বস্থানে প্রস্থান করিলেন রাত্রি প্রায় আট ঘণ্টার সময়ে সভা ভঙ্গ হইল । এক্ষণে পাঠক বর্গকে অবগত করাইতেছি ন্যাক্ষরত্ব ভট্টাচার্য্যের প্রশংসা পত্রে কি লিখিত হয় এবং পারিতোষিক বা কি প্রদান করেন তাহা সভাধ্যক্ষ মহাশয়রা স্থির করিয়া লিখিলে আগামিতে প্রকাশ করিব এমত মানস রহিল –চঞ্জিকা । ( ২৪ সেপ্টেম্বর ১৮৩৬ । ১০ আশ্বিন ১২৪৩ ) বঙ্গ ভাষা আলোচনার সভা —আমরা আহলাদপূর্বক পাঠকবর্গকে জ্ঞাপন করিতেছি যে গত ২৯ সংখ্যক পূর্ণচন্দ্রোদয়োল্লেখিত বঙ্গভাষা উত্তমালোচনানিমিত্ত সংপ্রতি এতম্নগীয় -ঠনঠনিয়ার কালেজ স্ত্রীটে জ্ঞানচন্দ্রোদয়নামক এক সভা স্থাপিত হইয়াছে গত রবিবারে সন্ধ্যার পরে তৎসভার প্রথম বৈঠক হইয়া সভাস্থ সমস্ত মহাশয়দিগের অভিমতে বিজ্ঞবর শ্ৰীযুত হামচরণ শৰ্ম্মণ তৎসভার অধ্যক্ষতা পদে নিযুক্ত হইয়াছেন এবং শ্ৰীযুত রাধানাথ গঙ্গোপাধ্যায় উক্ত সভার কৰ্ম্ম সম্পাদনার্থ সম্পাদকতা ভার প্রাপ্ত হইয়াছেন আর অন্যান্য সভাসদ মহাশয়ের তৎসময়ে উপস্থিত থাকিয় প্রতি রবিবার সন্ধ্যার পর ৫ দণ্ড রাত্রিপর্য্যস্ত এক্ষণকার বৈঠকের নিয়ম নিৰ্দ্ধাৰ্য্য করিয়াছেন —পুং চং, ২০ সেপ্টেম্বর । ( ২৬ মে ১৮৩৮ । ১৪ জ্যৈষ্ঠ ১২৪৫ ) একপত্র সকল সমীপে যাহা প্রেরিত হইয়াছিল তদহুসারে গত বুধবারে (১৬ই মে হিন্দু কলেজে সৰ্ব্ব সাধারণের বিদ্যোপার্জনার্থ যে সভা সেই সভা হইয়াছিল। পাদরি শ্ৰীযুত কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় পুরাণ পাঠে যে লভ্য হয় তদ্বিষয়ে পাঠ করিয়াছিলেন । ঐ বন্দ্যোপাধ্যায় যাহা লিখিয়াছিলেন তাহাতে উত্তম ভাব আর উত্তম তক্ক ছিল । আমরা ঐ বন্দ্যোপাধ্যায় বাবুকে ধন্যবাদ করি কেন না তিনি যে বিষয় প্রস্তুত করিয়াছেন তাহ সফল হইয়াছে এবং তাহার দৃষ্টাস্তানুসারে জুন মাসে আর সকলে পত্র লিখিবেন এই পাঠানস্তর সভার উত্তম রীতির নিমিত্ত যাহা কমিটিতে আবেদিত হইয়াছিল তাহ সভাপতি সকলের অনুমতি লইবার নিমিত্ত পাঠ করিলেন । আর প্রথম সভার যাহ রীতি নিৰ্দ্ধাৰ্য্য হইয়াছিল যে সভা স্থাপনার্থ পূৰ্ব্বে মুদ্র সংস্থাপন ও মাসই যে নিবদ্ধ তাহ রহিত করিয়া যাহার যাহা ইচ্ছা তদনুসারে মুত্র দিবেন ইহাই নিৰ্দ্ধার্ঘ্য হইল। আমরা অতি আহলাদপূর্বক প্রকাশ করিতেছি যে এই সভায় পুষ্টিপূরক জুই জন বন্ধু ৫৫ টাকা প্রদান করিয়াছেন। তৎকালীন অতিশয় দুৰ্য্যোগ ও মেঘ গৰ্জন হওয়াতেও ঐ পাদরি বাবুর বক্তৃতা শ্রবণে শতাধিক মহন্ত আগমন করিয়াছিলেন আমরা ভরসা করি যে তাহারদিগের ক্রমে২ উৎসাহ প্রবৃদ্ধি হইবে ততোধিক