পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংবাচ্চ গাত্রে মোকালের কথা سیاهدلا তাহারদিগের ক্ষেহের আধিক্য হইবে । আমরা এই সভার সাফল্য হয় ইহাতে অতিশয় ইচ্ছাম্বিত আর ইহাতে সাহায্যকারির মধ্যে কেহ পশ্চাদগামি হইবেন না।—[ জ্ঞানাম্বেষণ ] ( ৩০ জুন ১৮৩৮ । ১৭ আষাঢ় ১২৪৫ ) তিমির নাশক সভা —আমারদের এতদ্দেশীয় সহযোগি পূর্ণচন্দ্রোদয় সম্পাদক মহাশয় ঢাকনিবাসি কোন পত্র প্রেরকের পত্রপ্রমাণে প্রকাশ করেন যে বঙ্গ ভাষা শুদ্ধ করণার্থ ঢাকানগরে এক সভা স্থাপিত হইয়াছে। তাহাতে ঐ নগরস্থ পাঠশালার বহুতর বিদ্যার্থি ব্যক্তিরা সভ্য এবং শ্ৰীযুত বাবু স্যামাচরণ বস্থ সভাধিপত্যে নিযুক্ত হইয়াছেন । [ হরকরা ] ( ৭ সেপ্টেম্বর ১৮৩৯ । ২৩ ভান্দ্র ১২৪৬ ) f গত বুধবার মেকানিকস ইনিষ্টিটিউসনের ষান্মাসিক সভা হইয়াছিল। ঐ সভার - রিপোর্ট ও কার্য্য সকল পাঠ হওনানন্তর সভ্যদিগের আকাজক্ষমত উত্তমরূপে গ্রাহ ट्झेल । - ইস্কুল য়াবারটের [ স্কুল অফ আর্টস ] নামক বিদ্যালয়ে শিক্ষা প্রদানার্থ উক্ত সভাধ্যক্ষগণ এক জন উপযুক্ত শিক্ষক নিযুক্ত করণে মনস্থ করিয়াছেন তচ্ছ বণে আমরা অতিশয় আহলাদিত হইলাম । উক্তকার্ষ্যার্থ অনেক সুশিক্ষিত মকুন্তু দরখাস্ত করিয়াছেন । মেকানিকস ইনিষ্টিটিউসনের যে তাৎপৰ্য্য প্রথমত হইয়াছে তাহা উত্তম এবং আমরা আশা করিয়াছিলাম যে এই বিদ্যালয় দ্বারা এতদ্দেশীয়ের উপকৃত হইবেন কিন্তু ঐ সভায় নানা বিষয়ে নানা প্রকার বক্তৃত হইয়াছিল তাহাতে ভাবান্তর হওয়াতে এতদ্দেশীয়দিগের ভাবাস্তর হইয়া উপকার বৃত্তিকে বিনষ্ট করিয়াছে কিন্তু ঐ সভাধ ক্ষগণের এইক্ষণে ভ্ৰমদর্শনার্থ উদ্বোধ হইয়াছে অতএব বেতন প্রদান পূর্বক একজন বক্তৃত। কারক নিযুক্ত করণে মানস করিয়াছেন । আমরা পুনর্বার আশা করিতে পারিব যে আমারদিগের এতদেশীয় জনগণ স্বীয়২ ব্যবসায় দ্বারা উত্তমতা পাইতেছেন । এবং যদ্বারা সুখের হানি জন্মে এমত যে অধীনতা তাহাকে পরিত্যাগ করিতেছেন। যবনাধিকার সময়ে আমারদিগের এতদেশীয় । মচুন্যগণ নানা ব্যবসায়ে যুক্ত ছিলেন এবং ধনোপার্জনের নানা উপায় ও কাৰ্য্য করিতেন তাহাতে তাহারা স্বাধীন ও স্বর্থী ছিলেন কিন্তু এইক্ষণে ইহারা পূৰ্ব্বাবস্থা হারাইয়া সরকারগিরি ও কেরাণির কার্য্য করিতেছেন । কেবল যে সেই সকল উপায় হারাইয়াছেন এমত নহে শরীরের যে স্বাধীনতা তাহাও হারাইতেছেন। সম্প্রতি মনুষেরদিগের বিখ্যার কিঞ্চিৎ উদ্রেক হইয়াছে বটে কিন্তু তাহা কেবল মনে উদিত হইয়াছে কার্ধ্যে কিছুই হয় নাই এমতরূপ অশুভ জনক সময়ে আমরা উক্ত সভার নিয়মকে উত্তম জ্ঞান করি কেন না তদ্বারা এতদ্দেশীয় মমুষের ত্বরায় স্থধারা হইবে ।—জ্ঞাং নাং ।