পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

णिक ¥\®¢ গণিতবিদ্যা ও ভূগোলীয় বিদ্যা ও ক্ষেত্রমাপক বিদ্যা ও পদার্থের গুণাগুণনির্ণায়ক বিদ্যাইত্যাদির যে পৰ্য্যন্ত শিক্ষাদেওনেতে আপনারদিগকে ক্ষম বোধ করেন তাহা দরখাস্তে লিথিবেন । যাহারা দেশীয় ভাষাজ্ঞ এমত নহেন যে এতদ্দেশীয় ছাত্রেরদের সঙ্গে স্বচ্ছন্দে কথোপকথন করিতে পারেন র্তাহারা ঐরুপ দরখাস্ত করিলেও বিফল হইবে । প্রত্যেক ব্যক্তির আপন২ দরখাস্তের সঙ্গে স্বীয় সচ্চরিত্রবিষয়ের সর্টিফিকট দিতে হইবে । ই রৈয়ন । জে গ্রান্ট । আর বর্চ । সি ত্ৰিবিলয়ন । কলিকাত ১৩ আপ্রিল ১৮৩৫ ৷ (২৫ এপ্রিল ১৮৩৫ । ১৩ বৈশাখ ১২৪২ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় বরাবরেষু।—.যুবারদের উপদেশ থাকিলে পরিবারের ও রাজ্যের মধ্যে যেমন উপশাস্তি ও সুখের সম্ভাবনা করা যায় এই প্রযুক্ত এতদ্দেশে ইঙ্গলগুধিপতির অধিকার হওয়াতে প্রজারদের স্থখ জন্য নানা চতুষ্পাঠ্যাদি স্থাপন করিয়া তাহারদের বিদ্যাদান করিতেছেন ভূরি২ সিবিলসম্পৰ্কীয় মহাশয়ের নিয়ত অনুগ্রহপূর্বক ঐ সকল বিদ্যালয়ে সাহায্য করিতে মনোযোগ করিতেছেন এবং নিয়মানিয়ম এমন স্বজন করিতেছেন যাহাতে করিয়া ত্বরায় প্রচুর বিদ্যা হয় এবং কল্পনা করিতেছেন কি প্রকারে তাহারদের শীঘ্ৰ অভীষ্টলাভ হয় এই অনুভব করিয়া বিদ্যালয়ে ভিন্ন২ পাঠস্থান করিয়াছেন এবং সময়ে২ ছাত্রেরদের গুণানুযায়ি পাঠের বৃদ্ধি ও হ্রাস করিতেছেন এবং পরীক্ষা লইয়া বৎসরে২ পুরস্কার করিতেছেন। ইহাতে করিয়া যুবারদের মনে এমন ঈর্ষা জন্মিয়াছে যে র্তাহারা পরস্পর বড় হইবার চেষ্টা সৰ্ব্বদা করিতেছেন । এবং বার্ষিক পুরস্কার গ্রন্থ পাইবার জন্যে অন্তঃকরণের সহিত উদ্যোগ করিতেছেন । কেন না তাহারা তাহা মৰ্য্যাদা স্বরূপ জ্ঞান করেন । এই সকল মহাশয়েরদের মানস প্রায় পূর্ণ হইয়াছে কেননা ঐ সকল ছাত্রেরা অতুল্য অধ্যয়ন করিয়াছেন তাহারা শিল্প বিদ্যাতেও নিপুণ এবং গদ্য ও কবিতা এমত লেখেন বোধ হয় যে র্তাহারদের স্বদেশীয় ভাষাতে র্তাহারদের হস্তহইতে যে সকল গ্রন্থ প্রকাশ পাইতেছে । তাহা দৃষ্টি করিলে বোধ হইতে পারিবেক তত্ৰাপি গবর্ণমেণ্টহইতে কৃপণীয় মনোনীত হইয়া তাহারদের গুণাগুণের পুরস্কার হয় না । কালেজ আরম্ভাবধি অদ্যপৰ্য্যন্ত অনেক ধীর যুবা প্রশংসা পত্রের সহিত কালেজহইতে বহিষ্কৃত হইয়াছেন । এবং অন্য২ ভারি২ ক্লাশহইতে বহির্গত হইয়াছেন । তাহারদের মধ্যে অত্যন্ত্র উচ্চপদ ধারণ করিয়া উচ্চবেতন গ্রহণ করিয়া শ্রমের ফল প্রাপ্ত হইতেছেন আমি জ্ঞাত আছি যে কলেজের ছাত্রের মধ্যে কেবল তিন জন যোগ্য পদ ধারণ করিতেছেন । গবর্ণমেণ্ট এতদ্বিষয়ে কিছু সহকারিত করেন নাই কেবল র্তাহারদের পিতা ও বন্ধুগণের দ্বারা হইয়াছে যাহাহউক আমি তাহারদের নাম ও পদ লিখিতে বাস্থা করি বিশেষতঃ বাবু হরিমোহন সেন মিন্টের বুলিয়ন রক্ষক বাবু হরচন্দ্র ঘোষ জঙ্গল মহলের সদর আমীন এবং বাবু নীলমণি মতিলাল সরিফ আপীসের দেওয়ান এতদ্ভিন্ন অনেকে কোং আপীসে অত্যর