পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৬ মgবাদ শত্রে মেকালের কথা বেতনে এবং সামান্ত কেরাণিরদের সহিত তুল্য পদ গ্রহণ করিয়াছেন। ঐ সকল কেরাণির কেবল কএক মাস লেখার অভ্যাস করিয়াছে মাত্র দপ্তর মনিবেরা অনায়াসে ইহা জ্ঞাত হইতে পারেন যদ্যপি কিঞ্চিৎ পরিশ্রম লইয়া তাহারদের পরীক্ষণ করেন তবে তাহারদিগকে কোন কৰ্ম্মে উপযুক্ত দেখিবেন না বরং হিংসাদি দ্বেষ করিতেই দীনহীন কলেজের ছাত্রসব স্বভাবের প্রয়োজনাভাবে এই নীচ কৰ্ম্ম স্বীকার করিয়াছেন । হায় তাহারদের মধ্যে অনেকও কৰ্ম্মচু্যত আছেন। এতন্নিমিত্ত আমি মহাশয়ের নিৰ্ম্মল দর্পণ দ্বারা শ্ৰীলশ্ৰীযুত গবর্নর জেনরল বাহাদুরের কর্ণগোচর করিতে প্রার্থনা করি যে ঐ সকল ছাত্রেরা বহুকালাবধি কলেজে অধ্যয়ন করিয়া ইঙ্গরেজী বাঙ্গল এবং পারস্য ভাষাতে নিপুণ হইয়াও ন্যায় পারিতোষিক না পাইয়া সামান্য কেরাণির সমপদী হইলেন। জুদিসিয়াল ও রেবিনিউসম্পৰ্কীয় যে সকল উচ্চ পদ প্রকাশ পাইয়াছে তত্ৰাপি ঐ সকল ছাত্রের অর্থ ও বন্ধু বিরহজন্য ঐ সকল পদখুন্ত হইয়াছেন । যদ্যপি শ্ৰীলশ্ৰীযুত গবর্নর জেনরল বাহাদুর কলেজের ছাত্রেরদের পক্ষে সহকারিতা করিয়া ঐ পদাভিষিক্ত করেন যেহেতু র্তাহার সহকারিতা ব্যতিরেকে এই পদ পাওনের তাহারদের কোন সম্ভাবনা নাই তবেই তাহারদের পরিশ্রম ও গুণের যথার্থ পুরস্কার হয় । আমি মনে করি তাহার এই সকল কৰ্ম্মে হস্তাপণ করিলে প্রজাদের কিছু অসুখ না হইয়া বরং মুখ জনক হইবেক কেননা তাহারদের স্থখ বিবেচনা ও স্মরণ ও যথার্থতা আছে । --- ইতি ৬ বৈশাখ । কলিকাতা ১৮ আপ্রিল ১৮৩৫ ৷ কলেজিনাং মঙ্গলাকাজিহ্মণ: | ( ৯ মে ১৮৩৫ । ২৭ বৈশাখ ১২৪২ ) পাঠক মহাশয়েরা শুনিয়া পরমাপ্যায়িত হইবেন যে কলিকাতাস্থ বিদ্যাধ্যাপনের সাধারণ কমিটির সাহেবেরা ইঙ্গরেজী ভাষা শিক্ষাবিষয়ে লোকসকলের উদ্যোগদূষ্টে তাহার পৌষ্টিকতা করিতে ইচ্ছুক হইয়া ইঙ্গরেজী ও দেশীয় ভাষাতে বিদ্যা প্রদানের নিমিত্ত পাটনা ঢাকা হাজারিবাগ গুয়াহাটি এবং অন্যান্য যে স্থানে বিদ্যা শিক্ষার কোন উপায় নাই সেই সকল । স্থানে পাঠশালা স্থাপন করিতে স্থির করিয়াছেন । ( ৯ জাঙ্গুয়ারি ১৮৩৬ । ২৬ পৌষ ১২৪২ ) রাজা বিজয়গোবিন্দ সিংহ —জ্ঞানান্বেষণ সম্বাদপত্রের দ্বারা অবগত হওয়া গেল সৰ্ব্বসাধারণের বিস্ত শিক্ষার্থ কমিটিতে দশ সহস্ৰ মুদ্র প্রদান কর্তা ত্রযুত রাজা বেথুয়ারিলাল নহেন কিন্তু পুরণিয়ার শ্ৰীযুক্ত মহারাজ বিজয়গোবিন্দ সিংহ । সংপ্ৰতি ঐ রাজা অনেক টাকার এক মোকদ্দমা বিলাতে শ্ৰীলশ্ৰীযুক্ত বাদশাহের হজুর কৌন্সেলে আপীল করাতে अप्रैौ ह्हेग्रांदल्लन ।