পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38e মংবাদ পত্রে মেকাল্ডেনৰ কথা মধ্যবীত লোকেরা যাহারদের অনটন নাই তাহারা অল্প ব্যয়ে প্রাপ্তব্য অভিজ্ঞ ডাক্তর থাকাতেও যদ্যপি মুখ কপিরাজেরদের হস্তে আপনারদিগের নিজ পরিবারের জীবন সমর্পণ করেন তবে তাহারদের দোষের কোন মার্জন নাই যাবৎ ইহঁরা মূর্থ কপিরাজের আদর করেন তাবৎ বিদ্যার পক্ষে অনেক হানি হইতেছে স্থতরাং মন্থয্যেরদের অনিষ্ট হইতেছে এবং যদ্যপি ধনীরা যাহা কৰ্ত্তব্য তাহ করেন তবে দরিদ্রেরও ভাল হইবেক কেন না যখন তাহারা বারম্বার ডাক্তরের আদর করিবেন তখন ইহারা বিনা বেতনে দরিদ্রের প্রতি মনোযোগ করিতে পরিবেন । t; কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় । ( ৫ আগষ্ট ১৮৩৭ । ২২ শ্রাবণ ১২৪৪ ) নাবালগ জমিদারের বিদ্যাভ্যাস ।--জমিদারের অপ্রাপ্ত ব্যবহার যে পুত্রের পিতার অবর্তমানতায় গবর্ণমেণ্টের অধীন হন তাহারদের বিদ্যাভ্যাস বিষয়ে বহুকালাবধি শ্ৰীলক্রযুত্ব গবর্নর জেনরল বাহাদুরের মনোযোগ হইয়াছে। গবর্ণমেণ্ট তাহারদের ভূম্যধিকার রক্ষণাবেক্ষণ করিতেছেন বটে কিন্তু তাহারদিগকে বিদ্যাদানাভাবে কুটুম্বের অধীনে মুখ করিয়া রাখিতেছেন এবং যে ভূরি২ পারিষদ ব্যক্তির দ্বারা তাহারা বাল্যাবধি বেষ্টিত থাকেন তাহারা ঐ বালকেরদের অন্ত:করণ কুপ্রবৃত্তিতে পরিপূর্ণ করিয়া রাখেন পরে যখন তাহারা আপনারদের জমিদারীতে স্বাধীন হন তখন লাম্পট্যাদি অপকার্ষ্যে আসক্ত হইয়া পুত্রতুল্য দরিদ্র প্রজারদিগকে দস্থ্য আমলারদের হস্তে পতিত করেন। শ্ৰীযুত লার্ড উলিয়ম বেন্টাঙ্ক সাহেব এই অনিষ্ট বিষয়ের প্রতিকারার্থ অত্যন্ত চেষ্টিত ছিলেন এবং যে বিদ্যার দ্বারা এতাদৃশ জমিদারের স্বীয় অধিকারের মঙ্গল করিতে পারিতেন এমত বিদ্যা তাহারদিগকে প্রদানেচ্ছু ছিলেন । এবং এক সময়ে এমত বিবেচনা করিয়াছিলেন যে র্তাহারদিগকে কলিকাতায় আনাইয়া হিন্দুকালেজহইতে শিক্ষা দেওয়া যায় কিন্তু পরে দেখিলেন যে র্তাহারদের আত্মীয় স্বজনেরা এমত কল্পে নিতান্ত অসম্মত যেহেতুক তাহারা কহিলেন যে সামান্যতঃ কলিকাতা শহর অস্বাস্থ্যজনক স্থান অধিকন্তু যাহারা কলিকাতার হিন্দু কলেজে বিদ্যাধ্যয়ন করিয়াছে তাহারদের প্রায়ই হিন্দু ধৰ্ম্মে শৈথিল্য হইয়াছে অতএব শ্ৰীলশ্ৰীযুক্ত লার্ড উলিয়ম বেটাঙ্ক সাহেবের ঐ কল্প পরিত্যাগ করিতে হইল এইক্ষণে বর্তমান গবর্ণমেণ্ট ঐ বিষয় পুনরুত্থাপন করিয়াছেন এবং বোর্ড রেবিনিউ সাহেবেরাও শ্ৰীলশ্ৰীযুক্ত লার্ড অকলও সাহেবকে এমত নিয়ম স্থাপন করিতে পরামর্শ দিয়াছেন যে গবর্ণমেণ্ট মফসল স্থানে২ যে সকল পাঠশালা স্থাপন করিয়াছেন তাহাতে নাবালগ জমিদারেরদিগকে বিদ্যা শিক্ষণ করাণ যায় এবং যদ্যপি এই বিষয়ে তাহারদের কুটুম্বের সম্মত না হন তবে ঐ বিদ্যাভ্যাসাৰ্থ এক২ জন বিজ্ঞ শিক্ষক নিযুক্ত করেন. ( ২ সেপ্টেম্বর ১৮৩৭ ৷ ১৮ ভাদ্র ১২৪৪ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয়বরাবরেষু —আপনি অনুগ্রহপূর্বক নীচে লিখিত কএক ংক্তি দপণৈকপাশ্বে স্থানদান করিয়া বাধিত করিবেন।