পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8ર BBB KBB BDBBD BaL তদৰ্থক অনেকে উৎসাহমুক্ত হইবেন তন্দেশস্থ লোক সকল এতদ্রুপ ইচ্ছা করিবেন যে এই বিষয়ে উত্তম বিজ্ঞ ব্যক্তি একজন নিযুক্ত করেন এতদ্বিষয়ে যাহাতে পক্ষপাত না হয়। আমরা শ্রুত হইতেছি যে গবর্ণরমেণ্ট কতৃক এই কৰ্ম্মে হুগলির এক জন সিবিল সারজনকে অর্পণ করিবেন আমরা বোধ করিতেছি যে অত্যন্ত মন্দ প্রথমত ঐ কৰ্ম্মের রীতি পরিবর্তের যে সমস্ত সম্ভাবনা তাহা নিবারণ হয় আমরা এই প্রকার জ্ঞাত আছি যে সৰ্ব্বদাপরিবর্তন বিষয় ভালো নহে কারণ যে ব্যক্তি নুতন অধ্যক্ষ হইবেন তিনি সৰ্ব্বপ্রকারে র্তাহার স্বীয় বাঞ্ছিত রীতি সংস্থাপন করিবেন সিবিল সারজনকে নিযুক্ত করিলে শতবার রীতিপরিবর্তের সম্ভাবনা হয় বালকদিগের উপদেশ বিষয়ে যে প্রকার স্বরীতি অাছে তৎ পরিবর্ভের অভদ্র উপস্থিত হইতে পারে কিন্তু সকল বিদ্যালয়ে ধারাবাহিক রীতি থাকিলে স্বমঙ্গল হয় এতদ্বিষয়ে অপর এক বিবেচনা আছে যে দুই কৰ্ম্ম একব্যক্তির নির্বাহ করা অতি স্থ কঠিন এবং কোন সময়ে এক কৰ্ম্ম অন্য কৰ্ম্মের সহিত সংযোগ হইতে পারে না ঐ সারজন । স্থির করিতে পারিবেন না যে তাহার চিকিৎসার বিষয় কোন সময় প্রয়োজন যে স্থানে অত্যন্ত পীড়িত ব্যক্তি আছেন সেই স্থানে তাহার গমন করিতে হইবেক অতএব বালকদিগের শিক্ষা সময়ে পাঠের বৈপরীত্য হইবেক অপর বোধ করি এই দেশের ঘটনা নিবারণ হইবেক যদ্যপি ডাক্তর ওয়াইজ দৃষ্টাস্তে বক্তব্য করা যায় যে তিনি উভয় কৰ্ম্ম নিম্পন্ন করিতেন কিন্তু অন্য২ কৰ্ম্ম সুভদ্র রূপে নিম্পন্ন হয় নাই । আমরা জিজ্ঞাসা করি এই কালেজের কৰ্ম্মের ব্যাঘাত জন্মাইবার যে সম্ভাবনা হয় তাহা নিবারণ করিলে ভাল হইতে পারে না অস্মদাদি জ্ঞাত আছি যে এতদ্বিষয় করিলে ভাল হইতে পারে আমারদিগের এই ইচ্ছা যে গবর্ণরমেন্ট এই বিষয়ে মধ্যস্থ না হয়েন ঐ প্রতিজ্ঞাছসারে আজ্ঞা প্রকাশকরতঃ বহুতর মন্দ হইতে পারে কারণ ঐ পাঠশালাতে নানাবিধ রীতি উপস্থিত হইতে পারে কেননা নূতন অধ্যক্ষ ঐ প্রকার আত্মসম্মত আজ্ঞা প্রকাশ করিবেন। উক্ত কৰ্ম্মব্যতিরেক এডুকেসন কমিটির অধীনে ঐ কৰ্ম্ম খালি হইয়াছে শ্ৰীযুত বাৰু রামকমল সেন মুজাপুর গমন করাতে সংস্কৃত কলেজের সেক্রেটরি কৰ্ম্ম প্রস্তুত আছে ঐ কৰ্ম্ম পূৰ্ব্বেতে ইঙ্গলওঁীয়দিগের হইতে নিম্পন্ন হইত তাহাদিগের স্বরাতিপ্রযুক্ত ঐ কৰ্ম্ম বিষয়ে । উত্তম বিবেচনা হষ্টত আমরা শুনিতে পাই যে পণ্ডিতদিগের এই স্বেচ্ছ যে ঐ কৰ্ম্মে পুনৰ্ব্বার ইঙ্গলতীয় ব্যক্তি প্ৰবৰ্ত্ত হইলে ভাল হইতে পারে তাহার এই প্রকার ব্যক্ত করেন যে ঐ কৰ্ম্ম ইঙ্গলওঁীয় ব্যক্তি নিযুক্ত হইলে গবৰ্ণমেণ্টের বিদ্যালয়ের প্রতি মনোযোগ প্রকাশ হয় এবং উক্ত বিষয়ের সপ্রমাণ তদৰ্থক উলিসেন প্রাইশ ট্রয়র সাহেবদিগের নাম সৰ্ব্বদা- করেন এডুকেসন কমিটি নিরূপণ করিতেছেন যে এতদ্দেশীয় এক ব্যক্তিকে দিবেন কিন্তু যদ্যপি ইঙ্গলওঁীয় নিযুক্ত করিলে ইহারদিগের আহলাদজনক হয় তজ্জন্য এবিষয়ে নিবৰ্ত্ত হইবেন না। . . . এইক্ষণে অন্মদাদি নিশ্চয় রূপে বোধ করি যে সভার এতক্রপ করা কর্তব্য যাহাতে সাধারণ ব্যক্তিদিগের সন্তোষজনক হয় এবং পাঠশালা সংস্থাপিত থাকে। [ জ্ঞানান্বেষণ"]