পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য »8ግ ( ২৪ সেপ্টেম্বর ১৮৩১ । ৯ আশ্বিন ১২৩৮ ) যুত মহারাজ কালীকৃষ্ণ বাহাদুর.সংপ্ৰতি নীতিসংকলননামক এক অপূৰ্ব্ব গ্রন্থ প্রকাশ করিয়াছেন অর্থাৎ চাণক্য পণ্ডিতের সংগ্রহ ১০৮ শ্লোক পঞ্চরত্বের ৫ শ্লোক নবরত্বের ৯ শ্লোক বানর্ধ্যষ্টক বানরাষ্টক মোহমুদগরের ১৩ শ্লোক শান্তিশতকের ১০৭ শ্লোক সৰ্ব্বস্থদ্ধা ২৫৮ শ্লোক সংগ্রহপূর্বক তল্লিমে ঐ সকল শ্লোকের মৰ্ম্মার্থ ইঙ্গরেজী ভাষায় অনুবাদ করিয়াছেন ইহাতে যদ্যপিও কোন২ ইঙ্গলওঁীয় মহাশয় এবং তাহার পিতৃস্বস্বপুত্ৰ শ্ৰীযুত বাবু কৃষ্ণচন্দ্র ঘোষ অনুবাদ বিষয়ে যে কিঞ্চিং সাহায্য করিয়াছেন তাহা উক্ত গ্রন্থে ব্যক্ত আছে তথাপি র্তাহার বিদ্যা ভদ্রসমাজে অবশ্যই গৌরবীয়া বটে । ( ১৫ ফেব্রুয়ারি ১৮৩২ I ৪ ফাৰ্জ্জুন ১২৩৮ ) শ্ৰীযুত মহারাজ কালীকৃষ্ণ বাহাদুর সংপ্রতি হিন্দুরদিগের দর্শনশাস্ত্রের মতঘটিত বিদ্বন্মোদতরঙ্গিণীনামক এক পুস্তক মুদ্রাঙ্কিত করিয়াছেন। তাহাতে ইঙ্গরেজী অনুবাদের সঙ্গে২ আসল সংস্কৃত শ্লোক অপিত হইয়াছে । ঐ গ্রন্থ অল্পমান বৎসর ষাইট সত্তর হইল গুপ্তিপল্লিনিবাসি চিরঞ্জীব ভট্টাচাৰ্য্যকতৃক রচিত হয় এবং তাহা পণ্ডিতেরদের কতৃক অতিমান্ত তাহার ঐ অনুবাদ অতিউত্তম নৈপুণ্যরূপে প্রস্তুত হইয়াছে এবং পূর্ব২ অনুবাদাপেক্ষ তাহ অত্যুৎকৃষ্ট । ( ২৫ ফেব্রুয়ারি ১৮৩২ । ১৪ ফাল্গুন ১২৩৮ ) .. শোভাবাজারের শ্ৰীযুত মহারাজ কালীকৃষ্ণ বাহাদুর.এইক্ষণে লোকেরদের অতি শুশষণীয় যে বেতাল পচিশে ও মহানাটকের অনুবাদ করিতে প্রবৃত্ত হইয়াছেন । অপর নায়ক নায়িকার রস বিস্তারঘটিত যে অতিপ্রসিদ্ধ বিদ্যাসুন্দর পুস্তক শোভাবাজারের শ্ৰীযুত বাৰু কৃষ্ণচন্দ্র ঘোষ ইঙ্গরেজীতে অনুবাদ করিতে আরম্ভ করিয়াছেন। এতদ্দেশীয় বিজ্ঞব্যক্তিরদের মধ্যে এই গ্রন্থ অতিশুশ্রীষণীয়। এবং যাহারা ঐ নায়ক নায়িকা বিষয়ক রসানভিজ্ঞ তাহারদের অতিক্ষশ্রাব্য । ( ১৪ জুলাই ১৮৩২ ৷ ৩২ আষাঢ় ১২৩৯ ) সম্বাদ তিমিরনাশকহইতে নীত । নূতন পুস্তক —অম্মদাদির গোচর হইল যে শোভাবাজারস্থ শ্ৰীশ্ৰীমন্মহারাজ কালীকৃষ্ণ বাহাদুর কৃত প্রশ্নোত্তর সংগৃহীত ইঙ্গরেজী প্লোইট লিটেরিটিউর (অর্থাৎ উত্তম বিদ্যাচয় ) নামৈক পুস্তক বঙ্গভাষায় যাহা সংপ্রতি প্রস্তুত হইয়াছিল তাহ রাজার দয়ালু স্বভাবপ্রযুক্ত মেষ্টর হেনরী মেনসেল সাহেবের প্রার্থনাকরণ তৎপাণ্ডুলেখ্য প্রদান করিয়াছেন। ইহা ঐ সাহেব অবিলম্বে কোন ইঙ্গরেজী মুদ্রাযন্ত্রালয়ে উভয়বাণীসম্পৃক্তসহিত যতিপূর্বক প্রত্যেক গ্রন্থ ২ তক্ষামূল্যে বিক্রয়জন্য স্থির করিয়াছেন