পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য ×8«ა বাহাদুরকৃত শেষ মুদ্রিত পুস্তক ইঙ্গরেজী ও হিন্দী ভাষাভাষিত মজময়ল লতায়েফ অর্থাৎ ইতিহাস সঙ্কলননামক স্বামুবাদিত গ্রন্থ..মুদ্রিত হইয়াছে । ( ১৪ নবেম্বর ১৮৩৫ । ২৯ কান্তিক ১২৪২ ) মহারাজা কালীকৃষ্ণ বাহাদুর —মহারাজা কালীকৃষ্ণ বাহাদুর পাতুরিয়া ছাপাখানায় গ্রহাদির ছবি প্রস্তুত করিয়া বঙ্গভাষাতে তাহার বিবরণ অর্পণ পূর্বক প্রকাশ করিয়াছেন তাহার কতিপয় পত্র আমরা প্রাপ্ত হইয়াছি । ইহাতে এতদেশীয় লোকেরদের তদ্বিষয়ক জ্ঞানেচ্ছা জন্মিতে পারে। কিন্তু ভাবনা হয় যে তাহার তাৎপৰ্য্য তাহারা তাদৃশ বুঝিতে পরিবেন না এবং তদ্বারা গ্ৰহাদির চলন ও যোগ বিলক্ষণরূপে অবগত হইতে সমর্থ হইবেন না । * ( ৮ অক্টোবর ১৮৩৬ । ২৪ আশ্বিন ১২৪৩ ) গে সাহেবের ইতিহাস গ্রন্থ শ্ৰীযুক্ত রাজা কালীকৃষ্ণ বাহাদুরকর্তৃক পয়ার ছন্দে [ বাংলা ও উর্দু ভাষায় ] অতুবাদিত হইয়া ঐ রাজযন্ত্রে মুদ্রাঙ্কিত হইয়াছে। এবং ঐ পুস্তকের একখান আমারদিগকে প্রদান করিয়াছেন.. I ( ২৫ জাঙ্গুয়ারি ১৮৪০ । ১৩ মাঘ ১২৪৬ ) আমরা শুনিলাম যে শ্ৰীযুত মহারাজ কালীকৃষ্ণ বাহাদুর আপন মিত্রদিগের বিশেষতঃ সংস্কৃত গবৰ্ণমেণ্ট কলেজের পূর্ব সম্পাদক এবং বর্তমান পারিস নগরস্থ শ্ৰীযুত কাপ্তান ট্রাএর সাহেব অনুরোধে বহুপরিশ্রামক ব্যাপারে অর্থাৎ হিন্দুদিগের আদি নাটক পুস্তক মহানাটক গ্রন্থের ইঙ্গরাজী ভাষায় রূপান্তর করণে প্ৰবৰ্ত্ত হইয়া ইহার মূল দেবনাগরাক্ষরে সত মুদ্রাঙ্কিত হওনে মানস করিয়াছেন । এই পুস্তকে হাস্য ও খেদ এবং বীর রসযুক্ত প্রায় ৭০০ শ্লোক রচিত আর পণ্ডিত সমাজে অতি আদৃত হেতু বোধ হয় যে তাবত কলেজ এবং পাঠশালার প্রধান শ্রেণীর যোগ্য । ( ২৮ আগষ্ট ১৮৩০ । ১৩ ভাদ্র ১২৩৭ ) বিজ্ঞাপন ।—সম্প্রতি উক্ত যন্ত্রে [ “মোকাম বহুবাজারে নেবুতলার লেনে অমর সিংহ চৌধুরির বাটতে উপেন্দ্রলাল যন্ত্ৰে” ] মরিস এবরূজমেন্ট [ গ্রামার ] গৌড়ীয় সাধু ভাষায় তাৎপৰ্য্যাৰ্থ সমূল মুদ্রিত হইবেক ও বিবিবিলাস ও ভর্তৃহরিত্রিশতক ঘন্ত্রিত হইবে এতদগ্রন্থ গ্ৰহণাভিলাষী যদি কেহ হন তবে মলঙ্গার শ্ৰীযুক্ত ব্ৰজমোহন সিংহ চৌধুরির নিকটে পত্রী প্রেরণ করিবেন গ্রামার মূল্য ও ভর্তুহরিত্রিশতক ২২ বিবিবিলাস ১২ ইতি।