পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(to HBBD CYBB BBBBBB BeTL ( ৪ সেপ্টেম্বর ১৮৩৩ । ২০ ভাদ্র ১২৩৭ ) অবোধ বৈদ্যবোধোদয় ।—কাচনা পাড়ানিবাসি বৈদ্য শ্ৰীযুত গুরুপ্রসাদ রায়ের আদেশে শ্ৰীযুত নন্দকুমার কবিরত্নবিরচিত যে বৈস্তোৎপত্তি গ্রন্থ প্রকাশ হইয়াছে তাহা অনেকেই অবগত হইয়াছেন সংপ্ৰতি কলিকাতানিবাসি শ্ৰীযুত বাবু রাজনারায়ণ মুন্সী ঐ প্রকাশিত গ্রন্থের দোষ প্রদর্শনপূর্বক অবোধ বৈদ্যবোধোদয় নামক গ্রন্থ প্রস্তুত করিয়াছেন এই গ্রন্থের প্রতিপাদ্য এই যে রায় কৃত গ্রন্থের অপ্রামাণ্যহেতুক দোষকথন এবং মহারাজ রাজবল্লভ সংগৃহীত ব্যবস্থাসম্মত ও মনু যাজ্ঞবল্ক্যপ্রভৃতি প্রমাণান্বিত পণ্ডিতগণস্বাক্ষরিত ব্যবস্থাপত্রাঙ্গুসারে যথার্থ অস্বষ্ঠোৎপত্তিকথন এবং ব্রাহ্মণগণের যথার্থ স্তুতি কীৰ্ত্তনাদি প্রকাশ করিয়াছেন অপর এতদগ্রন্থে বহুতর বৈদ্যকতৃক স্বাক্ষর হইয়াছে এক্ষণে ঐ পুস্তক চন্দ্রিকণযন্ত্রে মুদ্রিত হইতেছে সম্পূর্ণ মুদ্রিত হইলে শীঘ্র প্রকাশ পাইবেক –সং চং । ( ৬ নবেম্বর ১৮৩০ । ২২ কাৰ্ত্তিক ১২৩৭ ) “অতিবিজ্ঞ শ্ৰীযুত বাবু রামমোহন রায় এতদ্বিষয়ক এক অত্যুত্তম পুস্তক প্রকাশ করিয়াছেন যে দায়ভাগ এতদ্দেশে বহুকালাবধি প্রচলিত অতএব তৎসম্মত ব্যবস্থার বৈপরীত্য করা অনুচিত এবং এতদ্বিষয়ে ঐ বাৰু যে মহাপরিশ্রম করিয়াছেন তাহাতে এতদেশীয় লোকেরা যে অত্যন্ত বাধ্যতা স্বীকার করিবেন তাহাতে সন্দেহ নাই । ( ৫ ফেব্রুয়ারি ১৮৩১ । ২৪ মাঘ ১২৩৭ ) মহাভারত।—আমরা সকলকে সম্বাদ দিতেছি যে কলিকাতানিবাসি শ্ৰীযুত লক্ষ্মীনারায়ণ ন্যায়ালঙ্কার নিজ মুদ্রণযন্ত্রে কাশীরাজকতৃক সংগৃহীত হিন্দী ভাষায় নানাবিধ ছন্দপ্রবন্ধে মহাভারত দর্পণ মুদ্রিত করিয়াছেন শ্রীরামপুরের কাগজ ও বিলায়তি মসীতে উত্তম দেবনাগর অক্ষরেতে কাটর পেজের ২৩৫০ তেইশ শত পঞ্চাশ ৮ অষ্ট বালম ইহার মূল্য ১০০ এক শত টাকা স্থির করা গিয়াছে শ্ৰীযুত জেনবল কমিটির অধ্যক্ষ সাহেবেরা এবং অন্য২ পাঠশালার সাহেবের গ্রহণ করিয়াছেন অপরঞ্চ ঐ পণ্ডিত পূৰ্ব্ব সংস্কৃত ও ইঙ্গরেজী ও বাঙ্গলা এই তিন ভাষায় সংগৃহীত যে হিতোপদেশ ছাপা করিয়াছেন পূৰ্ব্বে২ ১২ বার টাকায় বিক্রীত হইয়াছে এইক্ষণে দশ টাকা তন্মুল্য স্থির করিয়াছেন যাহার প্রয়োজন হয় তিনি পটলডাঙ্গার সংস্কৃত পাঠশালাতে তত্ত্ব করিলে পাইবেন ইতি । ( ২৮ মে ১৮৩১ । ১৬ জ্যৈষ্ঠ ১২৩৮) মনুসংহিতার গৌড়ীয় ও ইঙ্গরেজী ভাষার বিবরণ —মনুসংহিতানামে প্রসিদ্ধ গ্রন্থের ভগবান কুন্ত্রকভট্টসম্মত যে অর্থ তাহাকে গৌড়ীয় ভাষায় মূলসংহিতার সহিত ও শ্ৰীযুক্ত সর উইলিয়ম জোন্স সাহেবের কৃত ঐ গ্রন্থের ইঙ্গরেজী ভাষাবিবরণের সহিত কলিকাতার