পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য ృ(ts ত্ৰিবিধ ভেদেতে রাজকর নিরূপণ থাকাতে অনেকেই জ্ঞাত আছেন কিন্তু কামরূপ যাত্রার বিষয় কেহ জ্ঞাত নহেন পূৰ্ব্বেতে কামরূপদেশ কোন দিগে কিরূপ ইহাও অনেকের পরিগ্রহ ছিল না কিন্তু অস্মৎকৃত বুরঞ্জি পুস্তকদ্বারা তাহ নিবৃত্তি হইয়াছে । অপর ঐ পুস্তকের তৃতীয় ভাগে শ্ৰীশ্ৰীঈশ্বরী কামাখ্যাবিষয়ক কিঞ্চিৎ চুম্বকমাত্র লিখিয় তাহাতে এমত উল্লেখ করা গিয়াছে যে ইহঁার ধ্যান পূজা মন্ত্রাদি যোগিনীতন্ত্র ও কালিকা পুরাণাদিতে অনুসন্ধান করিলে পাওয়া যাইবে তন্দ্বারা যাত্রাকারির কোন উপকার নাই কেবল জ্ঞাত হওয়া যায় এতাবন্মাত্র কামরূপপীঠের যাত্রাবিষয় মৃগম গ্রন্থ অদ্যপৰ্য্যস্ত কুত্ৰাপি দৃষ্ট হয় নাই । যোগিনীতন্ত্রের কামরূপাধিকারে ও কালিকাপুরাণে ও মৃত্যুঞ্জয়সংহিতাপ্রভৃতি মূল গ্রস্থেতে যদ্যপিও কামরূপষাত্রা লিখিত আছে কিন্তু সে এমত বাহুল্য যে তন্দ্বারা যাত্রিকের কৰ্ম্ম করা স্থদূরপরাহত পাঠ করিয়া সমাপন করা কঠিন যেহেতুক ঐ সকল গ্রন্থে প্রত্যেক দেবতায়তনের নাম পরিমাণ ও তদুপলক্ষে নানেতিহাস লেখাতে এমত হইয়াছে ষে পাঠ করিতে ২ এলিয়া যায় আরো দেখুন কাশীখণ্ড দেখিয়া কি কেহ কাশীযাত্ৰা করিতে পারে বিশেষতঃ ঐ সকল পুস্তক ভাগ্যবান লোকের ঘরেতেই থাকে সচরাচর পাওয়া যায় এমত নহে পরন্তু দেবালয়ের ব্রাহ্মণেরদের সাহস পাণ্ডিত্য তাহা কালীঘাট জগন্নাথের পাণ্ডাদ্ধারা সৰ্ব্বত্র বিদিত আছে অতএব তাহারদের দ্বারা যে যাত্রাঙ্গুক্রম যাত্রা হয় তাহা কে বুঝিতে না পারেন অতএব নানা দূরদেশহইতে আগত নানা ধাৰ্ম্মিক যাত্রিক মহাশয়ের হঠাৎ অনভিজ্ঞতাপ্রযুক্ত সম্পূর্ণ যাত্রীকরণে অক্ষম হইয়া মনোদুঃখী হন । একারণ ধাৰ্ম্মিক যাত্রিক ও অন্যান্য মহাহুভব মহাশয়দিগের উপকারার্থে ( কামরূপযাত্রাপদ্ধতিনামক ) এক ক্ষুদ্র গ্রন্থ করিতে মানস করি তাহা যদ্রপ করিতে মনস্থ করিয়াছি তাহার আভাষ লিখিতেছি...। ১। ঐ পুস্তক ষোগিনীতন্ত্র ও কালিকাপুরাণ প্রভৃতি গ্রন্থহইতে সঙ্কলন করা যাইবে তাহ কোমল সংস্কৃত শব্দেতে শ্রাদ্ধাদির পদ্ধতির ন্যায় লেখা যাইবে । ২ । উক্ত গ্রন্থেতে তাবৎ পীঠের নাম ও পরিমাণ লিখিত আছে কিন্তু কালবশতো নানা রাজার অধিকার পরিবর্তহওয়াতে কোন ২ স্থান এমত লুপ্ত হইয়াছে যে তাহা নির্ণয় করা অতিজুঃসাধ্য । মধ্যকালে এতদ্দেশে স্লেচ্ছাধিকারহওয়াতে এককালে লুপ্তপ্রায় হইয়াছিল পরে মহারাজা নরনারায়ণ অনেক প্রচার করেন তংপর ইন্দ্রবংশীয় রাজাধিকার হওয়াতে শিবসিংহ স্বৰ্গদেব অনেকশনেক স্থপণ্ডিত দ্বারা বিচার করিয়া অনেক দেবালয় উদ্দীপ্ত করিয়া সেবাপূজার নিরূপণ করিলেন এতাদৃশ মহামহিম মহাশয়েরা যে বিষয় নিরূপণ করিতে অসমর্থ হইয়াছেন তাহা এক্ষণে স্থির করা কঠিন তাহার প্রমাণ । যোগিনী তন্ত্রে লেখে । তারাদেব্যাঃ শতধনে মঙ্গল নাম চণ্ডিকা। ঐ মঙ্গল চণ্ডিকা পীঠের পূর্বনিশ্চয় না হওয়াতে কমলেশ্বর সিংহ স্বৰ্গদেবের অধিকারে অন্বেষণ করিতে আজ্ঞা করিলেন তাহাতে অনেক পরিশ্রমস্বার 을 하