পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పిళ8 BBD KBBB BBBDD BTL নিশ্চয় না হওয়াতে তৎস্থানে কেবল প্রতিমা স্থাপন করিয়া দেবালয় করিলেন কিন্তু অৰ্ব্বাচীন শূদ্র কতৃক স্থাপিত প্রতিমা বলিয়া অনেকেই মান্য করে না। অতএব যে সকল দেবালয় প্রধান ও প্রসিদ্ধ এবং মহুষের গম্যস্থানে আছেন তাহারি অনুক্রম লেখা যাইবে । ৩ । পুস্তকের প্রথমেই যাত্রার নিয়ম ও নান্দীমুখাৰ্ভু্যদায়িক শ্রাদ্ধাদির কিছু চুম্বক লিখিয়া প্রত্যেক২ পীঠের পৃথকৃ২ যাত্রাবিধি ও যে২ স্থানে শ্রাদ্ধাদি কৰ্ত্তব্য তাহ লেখা যাইবে । ৪ । প্রত্যেক দেবতার ধ্যানপূজা সংক্ষেপ লেখা আবশুক কিন্তু তাহাতে আপত্তি হইতে পারে। পরন্তু পীঠস্থ দেবতার ধ্যানপূজা মন্ত্রাদি যাত্রাঙ্গাতুরূপে প্রচার করা যায় অতএব তদ্বিষয়ে আন্দোলিত চিত্ত থাকিলাম সকলের মত হয় লেখা যাইবে নতুবা দর্শন স্পর্শন বন্দন প্রশংসা মাত্র লিখিয়া সমাপন করা যাইবে । ৫ । যদ্যপিও ধ্যানমন্ত্র লেখায় সকলের মত স্থির হয় তথাচ মহাবিদ্যারি পূজাবিষয়ে তন্ত্রসার ও অন্ত২ তন্ত্রবিদ্যাবিষয়ক গ্রন্থে বরাত দেওয়া যাইবে । ৬ । প্রথমতঃ কএক প্রকরণ স্থির করা গেল ইহাতে ধাৰ্ম্মিক মহাশয়েরদের মতান্তরকরুণাভি প্রায় যদি জানা যায় এবং আত্ম বিবেচনা দ্বারাতেও কোন প্রকরণ পরিত্যাগ কিম্বা নূতন বসান আবশ্বক বুঝা যায় তাহ করা যাইতে পারিবে এক্ষণে কেবল স্থলাভিপ্রায় লেখা গেল নিবেদনমিতি ১০ জ্যৈষ্ঠ শকাব্দাঃ ১৭৫৩। শ্ৰীহলিরাম ঢেকিয়াল ফুকন । মুলুক আসাম । ( ৩ ডিসেম্বর ১৮৩১ ৷ ১৯ অগ্রহায়ণ ১২৩৮ ) তাড়িত [ The Persecuted ] নামক এক নাটক —ঐ গ্রন্থকর্তা বাৰু কৃষ্ণমোহন বন্দ্যের স্থানে আমরা তাড়িতনামক এক নাটক গ্রন্থ প্রাপ্ত হইলাম ঐ গ্রন্থ তিনি অতিনৈপুণ্যরূপে রচনা করিয়াছেন । ইঙ্গরেজী ভাষা ঐ বাবুর দেশীয় ভাষা নহে অতএব ইহা বিবেচনা করিলে তাহার ঐ ভাষাতে লিখন অত্যুত্তম জ্ঞান হয় কিন্তু কলিকাতাস্থ লোকেরা এইক্ষণে যে প্রকার দলাদলে বিভক্ত আছেন তদৃষ্টে ঐ পুস্তকের মৰ্ম্ম প্রকাশ করা আমারদের স্বকঠিন। তাহাতে লেখেন যে ব্রাহ্মণের। আপন শিষ্যেরদিগকে ফাকি দিয়াও ঐ শিষ্যেরদের ভ্রান্ততাপ্রযুক্ত ধনোপার্জনে প্রাণধারণ করেন। অপর লেখেন যে হিন্দুরদের ভাগ্যবান লোকের ধৰ্ম্মবিষয়ক বিধি পরিত্যাগ করিয়া লাম্পট্যাদিতে আসক্ত আছেন যদ্যপি তাহার এতদ্রুপ দোষ অপর্ণকর কঠিন বোধ হয় তথাপি তাহ যে অযথার্থ নহে ইহা কহিতে আমারদের সঙ্কোচ নাই । রাজধানীনিবাসি লোকেরদের আচার ব্যবহারসকল শিথিল হইয়া গিয়াছে। এবং র্যাহারা নাস্তিক বলিয়া সংপ্ৰতি হিন্দুধৰ্ম্ম ত্যক্ত ব্যক্তিরদিগকে তিরস্কার করেন তাহারা যদি আপনারদের পরমমান্য ধৰ্ম্মশাস্ত্রের দ্বারা বিচারিত হন তবে তাহারাই পরমদোষী হইতে পারেন । -