পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য S&g ( ১৫ ফেব্রুয়ারি ১৮৩২ । ৪ ফাল্গুন ১২৩৮ ) অপর আসল সংস্কৃত এক অমরকোষ সংপ্রতি শ্রীরামপুরের মুদ্রাযন্ত্ৰালয়হইতে প্রকাশিত হইয়াছে । তাহ ক্ষুদ্রপরিমাণে ১১৫ পৃষ্ঠামাত্র । - এতদ্দেশে ইঙ্গলওঁীয়েরদের আগমনাবধি লার্ড হেষ্টিংস সাহেবের আমলপৰ্য্যস্ত ভারতবর্ষের তাবৎ ইতিহাস গত ১ জানুআরিতে শ্রীরামপুরের যন্ত্রালয়ে শ্ৰীযুত দর্পণপ্রকাশক কর্তৃক সংগৃহীত হইয়া প্রকাশিত হয় তাহা দুই বালমে প্রস্তুত হয় প্রত্যেক বালম ৪০০ পৃষ্ঠ পরিমিত । ( ১৫ ফেব্রুয়ারি ১৮৩২ । ৪ ফাল্গুন ১২৩৮ ) শ্ৰীযুত বাবু জগন্নাথপ্রসাদ মল্লীক সংপ্রতি সংস্কৃত অমরকোষ গ্রন্থ মুদ্রাঙ্কিত করিয়াছেন । তাহাতে প্রত্যেক সংস্কৃতের অর্থ বাঙ্গালাতে প্রস্তুত হইয়াছে তাহা প্রায় ৪০০ পৃষ্ঠপরিমিত হইবে । এই মূলগ্রন্থে র্যাহারদের আবখ্যক তাহারদের ইহাতে মহোপকার হইবে। ঐ গ্রন্থ উক্ত বাবুর অনুমতিতে শ্ৰীযুত রামোদয় বিদ্যালঙ্কারকতৃক সংগৃহীত হইয়াছে । অপর শ্রত হওয়া গেল যে ঐ বাৰু অতি সুকঠিন কএক বৈদ্যকগ্রন্থ বাঙ্গালাতে ভাষান্তরিত করিতেছেন তাহ প্রস্তুত হইলেই মুদ্রাঙ্কিত করিবেন। ( ১৬ মে ১৮৩২ । ৪ জ্যৈষ্ঠ ১২৩৯ ) নূতন হিন্দুস্থানী গ্রামার অর্থাৎ ব্যাকরণ —শ্ৰীযুত বকিংহেম সাহেবের পরে শ্ৰীযুত আনটিনামক যে সাহেব কলিকাতার জনল সম্বাদপত্রের সম্পাদক হইয়াছিলেন র্তাহাকর্তৃক ইঙ্গলগু দেশে এক নূতন হিন্দুস্থানী গ্রামার প্রকাশ হইয়াছে। ( ৮ সেপ্টেম্বর ১৮৩২ । ২৫ ভান্দ্র ১২৩৯ ) বিপ্রভক্তি চন্দ্রিক –বিপ্রভক্তি চল্লিকানামক এক নূতন গ্রন্থ প্রকাশ হইয়াছে তদ্বিশেষ শ্ৰীযুত বাৰু মতিলাল শীল ধৰ্ম্মসভায় যে প্রশ্ন করিয়াছিলেন তদুত্তর যে ব্যবস্থাপত্র প্রাপ্ত হন তাহা ভাষার্থসহিত মুদ্রাঙ্কিত করাইয়া স্বজন সজ্জনগণকে প্রদান করিতেছেন। ঐ গ্রন্থের তাৎপৰ্য্য শূদ্র বৈষ্ণবসকল বিপ্ৰ ভক্তি বিপ্র সেবাই করিবেন নচেৎ ব্রাহ্মণ যে র্তাহাকে প্রণাম করিবেন অথবা তাহার প্রসাদ ভোজন করিবেন এমত শাস্ত্র নাই এবং যুক্তিসিদ্ধও নহে এই বিষয়ে নানা শাস্ত্র প্রমাণদ্বারা ব্যবস্থা লিখিত হইয়াছে। ( ৮ ডিসেম্বর ১৮৩২ ৷ ২৪ অগ্রহায়ণ ১২৩৯ ) বিজ্ঞাপন।—সকলকে জ্ঞাত করা যাইতেছে যে মোকাম কলিকাতার বড়বাজারে পঞ্চাননতলাতে শ্ৰীগোবিন্দচন্দ্র ধরের নূতন বাটীর পশ্চিমে শ্ৰীযুত লালা বাৰু ক্ষত্রিয়ের