পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}(ty* চনeবাদ পত্রে মেনকালের কথা ( ०० ८भ s४७8 । २० ६ब*ांथं >२8> ) ...বঙ্গদেশীয় বালকগণ আমার অতিপ্রিয় এইজন্যে তাহারা যেন ইঙ্গরেজ বালকের সদৃশ জ্ঞানবান ও স্বর্থী হয় এই আশয়ে শ্ৰীযুক্ত ডব সাহেবদ্বারা যে ক্ষুদ্র পুস্তক ইঙ্গরেজীতে প্রস্তুত ছিল এবং প্রযুক্ত এলিস সাহেবদ্বারা বঙ্গভাষাতে প্রস্তুত হইল তাহা আমি তোমারদের হিতার্থে মুদ্রাঙ্কিত করিয়াছি । তোমরা যদি তাবৎ জ্ঞানবিশিষ্ট ইঙ্গরেজী ভাষা অভ্যাস কর তবে তদ্বারা তোমারদের যথেষ্ট উপকার হইবে ।.সি ই ত্ৰিবিলিয়ন । ( ১৭ মে ১৮৩৪ । ৫ জ্যৈষ্ঠ ১২৪১ ) সটীক মচুঃ – সৰ্ব্বজনের জ্ঞাত কারণ এই বিজ্ঞাপনপত্র প্রকাশ করা যাইতেছে । শ্ৰীবামপুরের ছাপাখানাতে কুল্পকভট্টটীকাসহিত মনুসংহিতা । শ্রীরামপুরের উত্তম কাগজে ও উত্তম বাঙ্গলা অক্ষরে মুদ্রাঙ্কিতোত্তর জেলদবন্দি হইয়া অদ্য প্রকাশ হইল মূল্য ৪ চারি টাকা । স্থির করা গিয়াছে।... শ্রীরামপুর ১৭ মাই ১৮৩৪ । ( ১৭ মে ১৮৩৪ । ৫ জ্যৈষ্ঠ ১২৪১ ) On the 19th May will be published from the Serampore Press, An English and Oordoo SCHOOL DICTIONARY, In Roman characters, with the accentuation of the Oordoo words, calculated to facilitate their pronunciation by Europeans. By J. T. Thompson, of Delhi. Price, at Calcutta, 3 Sicca Rupees ; and at Delhi, 4 Sonat Rupees. ( ৪ জুন ১৮৩৪ ৷ ২৩ জ্যৈষ্ঠ ১২৪১ ) তত্ত্ব —অর্থাৎ অতিবিখ্যাত শ্রীরঘুনন্দন ভট্টাচাৰ্য্যবিরচিত হিন্দু ধৰ্ম্মের বিধায়ক যে : গ্রন্থ তাহার প্রথম ভাগ এইক্ষণে শ্রীরামপুরের মুদ্রণযন্ত্রে মুদ্রিত হইয়া প্রকাশ হইয়াছে অতএব সংস্কৃত গ্রন্থ কিনিমিত্ত বঙ্গশক্ষরে প্রকাশ করা গেল তাহ আমারদের অতিশীঘ্র ব্যক্তকরণ আবশ্বক বোধ হইল। যে ইউরোপীয় লোকেরা ভারতবর্ষে বিদ্যানিপুণ হইয়াছেন তাহারা প্রায় সকলই সংস্কৃত গ্রন্থমাত্র দেবনাগর অক্ষর ব্যতিরেকে মুদ্রাঙ্কিতকরণে অত্যন্ত আপত্তি করেন এবং বঙ্গক্ষেরে সংস্কৃত গ্রন্থ মুদ্রিত করাও অত্যন্ত ঘৃণা বোধ করেন যাহার এতদ্রুপ বিবেচনা করেন তাহারদের মধ্যে অনেকেই অন্মদাদির অতিমান্য এবং উপযুক্ত কারণ দৃষ্ট না হইলে তাহারা যে পথ অবলম্বন করেন সে পথ ত্যাগ করিতে আমরা ইচ্ছুক নহি ।