পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬০ মংবাদ গাত্রে লোকালের কথা ( 8 ત્રિ ડાન્ડ8 ની ર૭ દેશ છે ૨8> ) আমরা শুনিয়া পরমাপ্যায়িত হইলাম যে শ্ৰীযুত সর গ্রেব স হোঁটন সাহেব লগুন নগরে সংস্কৃত ও বাঙ্গলা ও ইঙ্গবেজীতে নূতন এক ডিক্স্যনরি মুদ্রাঙ্কিত করিয়াছেন এবং ঐ গ্রন্থের শেষে এতদ্রুপ নির্ঘণ্ট করিয়াছেন যে তাহা উন্ট করিয়া পড়িলে ইঙ্গরেজী ভাষার ংস্কৃত ও বাঙ্গলা অর্থ লভ্য হয় তাহার মূল্য এইক্ষণে ৮০ টাকার ও অধিক । ( ১৯ জুলাই ১৮৩৪ । ৫ শ্রাবণ ১২৪১ ) Just published, at the Serampore Press ; Part I. of An Interlinear Translation of Esop's Fables. In Bengalee and English Price 4 Annas Specimen of the work Rabio XV. The Man and his Goose. মানুষ ও তাহার রাজহংস । ( ১৯ জুলাই ১৮৩৪ । ৫ শ্রাবণ ১২৪১ ) বঙ্গ ভাষায় রচিত ক্ষুদ্র এক গ্রন্থ অর্থাৎ নবদ্বীপাধিপতি রাজা ৬/ কৃষ্ণচন্দ্র রায়ের চরিত্র বিবরণ এই সপ্তাহে এখানে প্রকাশ হইয়াছে । ঐ গ্রন্থ ফোর্ট উলিয়ম কলেজের ছাত্রেরদের নিমিত্ত / প্রাপ্ত ডাক্তর কেরি সাহেবের অনুমতিক্রমে রচিত হইয়া ৩২ বৎসর পূৰ্ব্বে প্রথম । মুদ্রাঙ্কিত হইয়াছিল। বহু দিবস হইল ঐ পুস্তক উঠিয়া গিয়াছে অতএব ইদানীং ঐ পুস্তকের প্রতি গ্রাহকের কিঞ্চিৎ অনুরাগ দেখিয়া স্থমূল্যেতে তাহ পুনর্বার মুদ্রাঙ্কিত করা গিয়াছে। প্রথম ঐ গ্রন্থের মূল্য ৫ টাকা করিয়া স্থির হইয়াছিল কিন্তু তৎকালে ঐ মূল্যেও মুদ্রাঙ্কিত করণের ব্যয় পোষাইয়া ছিল না এইক্ষণকার মুদ্রাঙ্কিত ঐ গ্রন্থের মূল্য ॥• মাত্র স্থির করা গিয়াছে। যে রাজা বঙ্গদেশে ইউরোপীয়েরদের রাজ্য সংস্থাপন কার্ষ্যে অতিনিপুণ প্রয়োজক ছিলেন । এবং যে রাজা তৎসময়ে অন্যান্য রাজাপেক্ষ ব্রাহ্মণেরদিগকে অধিক বৃত্তি প্রদান করেন এই গ্রন্থে তাহার রীতি চরিত্রবিষযক অশেষ বিশেষ রূপ বর্ণন আছে এইপ্রযুক্ত বোধ