পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ડે૭૨ মংবাদ পত্রে মোকাভেনৱ কথা যে অত্য ও অনুরাগ মাছে তাহ। ইহাতেই দৃষ্ট হইতেছে যে ঐ নিয়ম তিনি শ্ৰীযুত ত্ৰিবিলয়ন সাহেবের নামের উপরিই খাটাইয়াছেন এবং ঐ আধুনিক নিয়মক্রমে র্তাহার নাম Trivilian লিথিয়াছেন । এই গ্রন্থের মধ্যে অনেক ছবির ছবি প্রকাশ পাইয়াছে এবং শোভাবাজারের মহারাজের রাজবাটীর এক প্রতিবিম্ব প্রকাশিত আছে কিন্তু কোন ব্যক্তিকতৃক তাহা খোদিত বা ছবি হইয়াছে তাহ ব্যক্ত নাই শ্ৰীযুত সর চার্লস ডাইলি সাহেবও ঐ ইতিহাস গ্রন্থের মধ্যে কতিপয় ছবি প্রকাশার্থ প্রদান করিয়াছেন , , , । ( ২৮ মার্চ ১৮৩৫ । ১৬ চৈত্র ১২৪১ ) কল্পিত নূতন গ্রন্থ প্রকাশমান।—শ্ৰীযুত পি এস দিরোজারিয় সাহেব ইঙ্গরেজী ও বাঙ্গলা ও হিন্দুস্থানীয় ভাষাতে এক অভিধান প্রস্তুত করিতেছেন । ঐ গ্রন্থ নূতন রোমানজিং নিয়মানুসারে ইঙ্গরেজী অক্ষরে প্রকাশ হইবে। ঐ গ্রন্থ আকৃটবো ৫০০ পৃষ্ঠ সংখ্যক হইবে so তাহার মূল্য ৬০ টাকা স্থির হুইয়াছে । শ্ৰীযুত সিক্সপিয়র সাহেবের সংগৃহীত ডিক্সানরা ইঙ্গরেজী অক্ষরে পুনৰ্ব্বার মুদ্রাঙ্কিত হইবে । তাহা এইক্ষণে কলিকাতার বাপ টিষ্ট মিসন প্রেসে মুদ্রিত হইতেছে । তাহার প্রত্যেক পুস্তকের মূল্য ২০ টাকা । 究 ( ২৯ আগষ্ট ১৮৩৫ । ১৪ ভাদ্র ১২৪২ ) বিজ্ঞাপন —সকলকে জানান যাইতেছে ভগবদগীতা গ্রন্থ পূৰ্ব্বে স্থানে২ বঙ্গ ভাষাতে অনুবাদ হইয় প্রকাশ হইয়াছে কিন্তু তাঙ্গতে শ্লোকের সম্পূর্ণভাব এমত সুস্পষ্টরূপে প্রকাশ পায় নাই যে তাঙ্গতে অল্পবুদ্ধি জনের বোধগম্য হয় । তজ্জন্যে শ্ৰীযুত গৌরীশঙ্কর তর্কবাগীশ মূলের নীচে অঙ্কসহিত স্বামিকৃত টীকা ও বঙ্গভাষানুবাদের নীচেও অঙ্কসহিত স্বামিকৃত টীকা দিয়া মুদ্রাঙ্কিত করিয়াছেন ইহা দেখিবামাত্রই সকল সন্দেহ দূর হয়। এই গ্রন্থ কলিকাতার জ্ঞানান্বেষণ মুদ্রাযন্ত্রালয়ে অথবা ষোড়াসাকোর শ্ৰীযুত বাবু রাজকৃষ্ণ সিংহের পুষ্পোপ্তানে অন্বেষণ করিলে পাইতে পারিবেন । ( 8 खून >*>७७ ॥ २७ ६छा छै २२8७) ভূবন প্রকাশ —পুরাণাদি নানা শাস্ত্রের বচন ও বচনার্থ বঙ্গভাষাতে রচিত ভূবনপ্রকাশ গ্রন্থ দৰ্পণ যন্ত্রে মুদ্রিত হইয়াছে ঐ গ্রন্থে ভগবস্তুক্তি প্রকাশক অনেক ইতিহাস আছে এবং ব্রহ্মাণ্ড ও তন্মধ্যবৰ্ত্তি চতুর্দশভুবন বিস্তারিতরূপে বর্ণিত আছে ও ঐ গ্রন্থ দুই খণ্ডে প্রায় দুই শত পৃষ্ঠাতে সম্পূর্ণ হয়। তাহা গ্ৰহণার্থ দুই শত মহাশয়ের স্বাক্ষর করিয়াছেন এবং যাহার গ্রহণেচ্ছা হয় ত্ররামপুরের ছাপাখানায় আইলেই পাইবেন । প্রত্যেক খণ্ডের মূল্য ১ টাকা ।