পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য ১৬৩ ( ১৮ জুন ১৮৩৬ । ৬ আষাঢ় ১২৪৩ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয়বরাবরেষু।–কিয়দিবস পূর্বে এতদেশীয় বৈদ্যক পাঠশালায় যে উপদেশ শ্ৰীযুত ডাক্তর ব্রেমলি সাহেব কর্তৃক বক্তৃত হইয়াছিল.ঐ উপদেশ ত্রযুত উদয়চন্দ্ৰ আঢ্যকর্তৃক বাঙ্গলা ভাষায় অনুবাদিত হইয়া পূর্ণচন্দ্রোদয় যন্ত্রে মুদ্রাঙ্কিত হওনান্তর বিতরণার্থ এবং শ্ৰীযুত ষ্টকিউলর সাহেবের আচকুল্যে মুদ্রিত হইয়াছে।. ( २ कुलांझे st७७ । २० ञांयांछ s२8७) মহাভারত —অনেক কালের পর আমরা পরমানন্দপূর্বক অস্মদীয় এতদেশীয় বন্ধুবৰ্গকে জ্ঞাপন করিতেছি যে যে মহা ভারত সংশোধিত হইয় প্রায় দুই বৎসরেরও অধিক হইল মুদ্রাঙ্কিত হইতেছিল তাহ! এইক্ষণে স্বসম্পন্ন হইয়াছে ঐ মহা গ্রন্থ পঞ্চম বেদ নানা লিখিত গ্রন্থ পৰ্য্যালোচনায় শ্ৰীযুক্ত জয়গোপাল তর্কালঙ্কারকতৃক সংশোধিত হইয়াছে। ঐ কবিবর পূৰ্ব্বে অনেক কালাবধি দর্পণ সম্পাদনানুকূল্যে নিযুক্ত ছিলেন এইক্ষণে দশবৎসর হইল কলিকাতার গবর্ণমেণ্টের প্রধান সংস্কৃত বিদ্যামন্দিরে কাব্যাধ্যাপকতায় নিযুক্ত আছেন। কাশীদাসকতৃক বঙ্গ ভাষায় পদ্যে অনুবাদিত ঐ গ্রন্থ এই প্রথমবার সমগ্র মুদ্রাঙ্কিত হইল । পরস্তু বিজ্ঞের বিবেচনায় বোধ হইতে পারে ষে সামান্ত অজ্ঞ লোকের লিখন ও পঠনেতে ঐ প্রাচীন গ্রন্থ অতিপ্রসিদ্ধ হইলেও বিজ্ঞের অনাদরপ্রযুক্ত মুমূর্ষপ্রায় হইয়াছিল এইক্ষণে স্থপণ্ডিতের সংশোধনরূপ মহৌষধসেবনেতে পুনর্ষেীবন প্রাপ্ত হইল । ( ২১ অক্টোবর ১৮৩৭ ৬ কাৰ্ত্তিক ১২৪৪ ) কলিকাতার মেডিকেল টোপগ্রাফি —এই বিষয় ডাক্তর মার্টিন সাহেব বিরচিত পুস্তক আমরা অত্যন্ত আহলাদপূর্বক পাঠ করিয়াছি টোন ইমপ্রবমেণ্ট কমিটিহইতে যে লিপির অপেক্ষা আছে তাহার অভাবে এই পুস্তকে অনেক উপকার হইবেক কলিকাতার পীড়ার হ্রাস বৃদ্ধিজনক অবস্থাসম্বন্ধীয় জ্ঞান এই গ্রন্থহইতে প্রাপ্ত হইলে পর সম্পূর্ণতররূপে অন্য কোন সামান্ত গ্রন্থ রচিত হইতে পারিবেক...। ইনি [ ডাঃ মার্টিন ] কলিকাতার বর্ণনা সংক্ষেপরুপে করিয়াছেন পূর্বকালের বন জঙ্গলাবস্থার বাৰ্ত্তা প্রথমে লেখেন এ সময়ে জাব চারণক সাহেব এক পূৰ্ব্বপিতৃবং ছায়াবিশিষ্ট বৃক্ষমূলে বসিয়া এক মহারাজা স্থাপনের উপরে স্থির করেন ইহার পরে গবর্নর ফ্রিক বারওএল হলওএল ক্লাইব হেষ্টিংস ওএলেসলি কর্ণওয়ালিস ময়রা ইত্যাদি সাহেবের রাজত্ব করেন পরে আমারদিগের সময়ের নিয়ম স্থির হয়—যে২ শোধন হইয়াছে তাহাসকল এ পুস্তকে লিখিত আছে আর ইউরোপের এক ক্ষুদ্র নগরের স্তায় এ স্থানের সম্পত্তি নহে ইহাতেই যে২ শোধন এখন আবশ্যক আছে তাহণ বোধ হইবেক এই পুস্তক মেডিকাল বোর্ডে অপিত হইয়াছে ইহা না দেখিলে আমরা জ্ঞান করিতাম যে বিখ্যাত ব্যয়বিষয়ে ইহার অধিক অংশ ডাং সাহেবের বিবেচনাতে অর্পণ