পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংবাদ পত্রে মেকালেৰ কথা والاول الا . মানসিক ক্ষোভ সদা জন্মে তদোষ পরিহারার্থ বঙ্গভাষা সংক্রাস্ত সংস্কৃত শব্দ সকল সংকলনপূৰ্ব্বক ( বঙ্গাভিধান ) নামক এক পুস্তক সংগ্ৰহ করিয়া মুদ্রাঙ্কিত করিতে প্রবৃত্ত হইলাম । এই পুস্তকে অকারাদি প্রত্যেক বর্ণ স্বচক্রমে বিন্যস্ত করা গিয়াছে র্যাহার অক্ষর পরিচয় মাত্র আছে তিনিও এই গ্রন্থাবলোকনে বঙ্গভাষা প্রচলিত সংস্কৃত শব্দের শুদ্ধরূপে লিখনে ও উচ্চারণে অনায়াসে সমর্থ হইবেন ইহাতে যে২ শব্দ সংগৃহীত হইল এসকল শব্দ এতদ্দেশীয় সকলেই উচ্চারণ ও লিখন পঠন করিয়া থাকেন কিন্তু সংস্কৃত জ্ঞানাভাবপ্রযুক্ত শুদ্ধরূপ কহিতে ও লিখিতে পারেন না এবং সদা সন্দেহ হয় অতএব এই অভিধানে অবধান করিলে ও যে শব্দ যে প্রকার লিখা গেল সে শব্দ সেই রূপ লিখিলে ও উচ্চারণ করিলে হ্রস্ব দীর্ঘ ষত্ব ণত্বাদি সন্দেহ কিছু থাকিবে না । এবং এই গ্রন্থের বিশেষ সৌষ্ঠবার্থ এক দিকে তত্তদর্থক ইঙ্গলওঁীয় ভাষারও বিন্যাস করা গেল তাহাতে ইঙ্গলগু ভাষা ব্যবসায়ি লোকেরদের উভয় পক্ষেই মহোপকার সম্ভাবনা" আছে তন্নিমিত্ত ঐ পুস্তকের আদশ স্বরূপ কিঞ্চিৎ প্রকাশ করা গেল মহাশয়ের সুদৃষ্টিপাত করিবেন ইতি । শ্ৰীজয়গোপালশৰ্ম্মণ: | বঙ্গাভিধান ! ९* S. a share, a part. অংশী & , a partner. অকথ্য Q. unutlerable. অকথ্য কথা 8 . unutterable word অকৰ্ত্তব্য ČE. improper. অকৰ্ম্মণ্য {o, useless. অকল্যাণ R. misfortune. আকুল £1. boundless. অকৃত্রিম (1. inartificial. অক্ৰুর fե- open-hearted. অক্রোধ CE. dispassionate. ( ১৬ মার্চ ১৮৩৯ । ৪ চৈত্র ১২৪৫ ) শ্ৰীযুত হরিমোহন সেন এবং তাহার অন্ত ২ বন্ধু কতৃক এরেবিয়ান নাইট নামক গ্রন্থের সঙ্গে ভাষাতে তরজমা করিয়াছেন সেক্ট গ্রন্থ আমরা গত সপ্তাহে দর্শন করিয়া অতিশয় আহলাদিত হইলাম ।... [ জ্ঞানান্বেষণ ]