পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য ১৬৭ ( ৩০ মার্চ ১৮৩৯ ৷ ১৮ চৈত্র ১২৪৫ ) পূৰ্ব্বদেশীয় লোকের মুখচ্ছবি।—পূৰ্ব্ব দেশীয় লোকের মুখচ্ছবি লিখিত চতুর্থ ংখ্যক গ্রন্থ শ্ৰীযুত গ্রান্ট সাহেব কতৃক সম্প্রতি প্রকাশ হইয়াছে ঐ গ্রন্থের মধ্যে অতি বদান্ত পরহিতৈষি পারসীয় মহাজন শ্ৰীযুত রষ্টমজী কওয়াসঙ্গী এবং বঙ্গ ভাষায় গ্রন্থকর্তা শ্ৰীযুত তারাচাদ চক্রবর্তী ও কলিকাতাস্থ টাকশালের জমাদার শ্ৰীযুত রামপ্রসাদ দোবে ও শ্ৰীযুত মহেশচন্দ্র তর্কপঞ্চানন এই সকল মহাশয়ের ছবি অবিকল চিত্রিত হইয়াছে এবং তন্দ্বারা শ্ৰীযুত গ্রান্টসাহেব অতি প্রশংস্ত হইয়াছেন । ( و s sلا 27 ه اهت بود که مواد ) অন্যান্য সম্বাদ পত্র দ্বারা অবগত হওয়া গেল যে কলিকাতাস্থ শ্ৰীযুত স্বরূপচন্দ্র দাস নামক ব্যক্তি বঙ্গ ভাষায় ভারতবর্ষীয় এক ইতিহাস গ্রন্থ প্রস্তুত করিতে প্ৰবৰ্ত্ত হইয়াছেন । এবং স্কুলবুক সোসাইটি তদ্বিষয়ে আমুকুল্য করিয়াছেন । ( ২২ জুন ১৮৩৯ , ৯ আষাঢ় ১২৪৬ ) ভারতবর্ষের ইতিহাস —শুনিয়া অত্যন্তাপ্যায়িত হইলাম যে বাবু শিবচন্দ্র বঙ্গ ভাষাতে ভারতবর্ষের ইতিহাস গ্রন্থের ভূমিকা প্রকাশ করিয়াছেন । এই গ্রন্থ প্রস্তুত হইলে বঙ্গ ভাষা ভ্যাসার্থ যে নূতন পাঠশালা স্থাপিত হওনের কল্প হইয়াছে তাহাতে অনেক উপকার দশিবে । ( ১২ অক্টোবর ১৮৩৯ । ২৭ আশ্বিন ১২৪৬ ) বিজ্ঞাপন —উপদেশ কৌমুদী গ্রন্থ তথা কালীমোহন বন্দ্যোপাধ্যায় এবং প্রভাকর সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত । কালীমোহন বন্দ্যোপাধ্যায় নামক এক জন ব্রাহ্মণ সং প্রতি উপদেশ কৌমুদী আখ্যা প্রদান পুরঃসর এক ক্ষুদ্র গ্রন্থ প্রকাশ করেন ঐ গ্রন্থে যে২ বিষয় লিখিত হইয়াছে তৎসমুদ্রয়ের প্রতি আমার কোন আপত্তি নাই কিন্তু আমি স্বল্প সাধ্য দ্বারা বিশেষ পরিশ্রমে গণপতি দিনপতি পশুপুতি এবং ভগবদ গুণবর্ণনা পূৰ্ব্বক যে সকল কবিতা রচনা করিয়াছিলাম তাহা তেঁহ প্রচ্ছন্ন ভাবে হরণকরত আমার অনভিমতে নিজে বিরচিত বলিয়া স্থানে২ দুই একটা শব্দান্তর করিয়। উক্ত পুস্তকের প্রথমাংশেই প্রকাশ করিয়াছেন স্বধীবর মহাশয়েরা কালীমোহনের আশ্চর্ষ্য বিদ্যা পাণ্ডিত্য ও ব্যবহার এবং সাহসের ব্যাপার বিবেচনা করুন আমি এক অভিনব গ্রন্থ প্রকটন কুরুণের মানসে অনেক কবিতা রচনা করি তন্মধ্যে উল্লেখিত কবিতা কদম্ব নবীন গ্রন্থকার বন্দ্যোপাধ্যায় কতৃক অপহৃত হইল ঐ কবিতার প্রতি আমার বিলক্ষণ স্নেহ আছে তন্মধ্যে কিয়দংশ পরিবর্ত ও সংযোগ করণের অভিপ্রায়ও