পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংবাদ পত্রে মোকালের কথt مساويان রহিয়াছে অতএব স্থপণ্ডিত জন সমূহ পূৰ্ব্বোক্ত কবিতা সমূহ কালীমোহনের নিজ বিরচিত বোধ করিবেন না আমি অন্যান্য কবিতার সহিত সেই কবিতা সমুদায় যোগ করিয়া অবিলম্বে এক গ্রন্থ প্রকাশ করিব এবং কালীমোহন বন্দ্যোপাধ্যায় মহোদয় নূতন গ্রন্থ প্রকাশে যে চৌৰ্য্যবিদ্যা প্রকাশ করিয়াছেন তজ্জন্ত অবশ্যই কোন উপায় করা যাইবেক ইতি । শ্ৰীঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর সম্পাদক । ( ১৬ নবেম্বর ১৮৩৯ ৷ ২ অগ্রহায়ণ ১২৪৬ ) অম্মদীয় সংবাদ পত্রের অপর ভাগে শিক্ষক শ্ৰীযুত বাৰু নবীন মাধব দে কতৃক ভাস্বরী কুত নূতন ইতিহাসের ভূমিকার তর্জমা জ্ঞাপন করা যাইবেক এই বিষয়ের উপযুক্ত মহাশয়বর্গকে এই মাত্র জ্ঞাপন করিবার প্রয়োজন হইল যে যুবা ব্যক্তিরদের এমত এক প্রতীতি আছে যে ইঙ্গলণ্ডীয় ও বঙ্গদেশীয় এতদুভয় ভাষাতে রচিত অতিউত্তম ইতিহাস কিন্তু : তাহার মধ্যে ব্যাপ্ত ভ্ৰম সুচনা কাহারও হয় না আমরা স্পষ্ট পুরঃসর কহিতে পারি যে উক্ত গ্রন্থকর্তা জানেন ইঙ্গরেজি ভাষার বঙ্গ ভাষায় ভাবার্থ ভাষান্তর হইলে পাঠকগণের কোন লভ্য হয় না সেইহেতুক আমরা আকাংক্ষা করি উক্ত বাবু স্বীয় গ্রন্থের ভাষান্তর সাধু স্থললিত ভাষায় অনায়াসে করিতে পারেন । or অনুষ্ঠান পত্রিক । ...কিন্তু পৃথিবী মধ্যে ভ্রমণ নামক ইতিহাস স্বরূপ বাঙ্গলা ভাষায় এক গ্রন্থ প্রস্তুত করিতে তাহার মধ্যে কোন ব্যক্তিকে দর্শন করিতে পাই না । এমত গ্রন্থ স্কুললিত বাঙ্গলা ভাষার সহিত একদিকে ইঙ্গরেজী অপরদিকে বাঙ্গলায় মুদ্রাঙ্কিত হইলে বর্তমান ইতিহাস গ্রন্থ সকলকে পরাজিত করিয়া ইঙ্গলওঁীয় ও বঙ্গদেশীয় সৰ্ব্বসাধারণের প্রবোধ জনক হয়.. । [ জ্ঞানান্বেষণ ] ( ৩০ নবেম্বর ১৮৩৯ । ১৬ অগ্রহায়ণ ১২৪৬ ) বঙ্গাভিধানের ভূমিকা —স্বস্তি সকল কলা কুলাগার মহামহিমাধার মহাশয়েরদিগের প্রতি মদীয় নিবেদন মিদং । অস্মদীয় বঙ্গভাষাতে বহুকালাবধি ভিন্নদেশীয় যে সকল ভাষা অর্থাং পারসীয় ও আরবীয় ভাষা অভেদরূপে মিলিত হইয়া আছে সেই সকল ভাষা পরিশ্রম : পূর্বক পৃথক করিয়া পারসীকাভিধান নামে এক পুস্তক সংগৃহীত হইয়া মুদ্রাঙ্কিত হইয়াছে তাহাতে বিজ্ঞ মহাশয়ের অনায়াসে জানিতে পারেন যে বঙ্গ ভাষার মধ্যে কত বিদেশীয় ভাষা প্রবিষ্ট হইয়াছে এতদ্বিষয়ে বিশেষ বোধ অনেকের নাই । সংপ্রতি এই বঙ্গভাষার অন্তর্গত যে সকল সংস্কৃতভাষা সৰ্ব্বত্র চলিতেছে তাহা ও পৃথক করিয়া বিজ্ঞ মহাশয়েরদিগকে জানান উচিত হয় তন্নিমিত্ত আমার এই উদ্যোগ । 啤 এই বঙ্গভাষা সংক্রাস্ত যে সকল সংস্কৃত ভাষার প্রচার আছে সেই সকল প্রসিদ্ধ শব এই বঙ্গভূমির তাবৎ লোকের বোধগম্য অথচ সৰ্ব্বদা ব্যবহারোপযুক্ত কিন্তু ঐ সকল শব্দ