পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

 সাহিত্য ১৬৯ শুদ্ধরূপে লিখনে ও উচ্চারণে সংস্কৃতানভিজ্ঞ বিশিষ্ট বিষয়ি লোকের মনে সদা সন্দেহ জন্মে তদোষ পরিহারার্থ বঙ্গভাষাসংক্রান্ত সংস্কৃত শব্দসকল সংকলন পূর্বক বঙ্গাভিধান নামক পুস্তক সংগ্ৰহ করিয়া মুদ্রাঙ্কিত করা যাইতেছে । এই পুস্তকে ছয় হাজার দুই শত চৌষট্টি শব্দ অাছে এবং অকারাদি প্রতিবর্ণ সূচিক্রমে শব্দ বিন্যাস করা গিয়াছে ইহাতে প্রায় এক শত পৃষ্ঠ আছে । এবং র্যাহার অক্ষর পরিচয় মাত্র আছে তিনিও এই অভিধানে অবধান করিলে ও যে শব্দ যেরূপ লেখা গেল সেই শব্দ সেই রূপ লিখিলে ও উচ্চারণ করিলে হ্রস্ব দীর্ঘ ষত্ব ণত্বাদি বিষয়ে কোনহ সন্দেহ থাকিবেক না এবং ইহাতে সংস্কৃত ব্যবসায়িরদিগের ও উপকার আছে বিশেষতে বর্গীয় বকার ও অস্ত্য বকার ঘটিত শব্দ সকল ভিন্ন২ করিয়া বিন্যস্ত হইয়াছে । অপিচ । অন্য২ অভিধানের রীতি মত ইহাতে শব্দের অর্থ লেখা গেল না আমার এই ক্রটি বিজ্ঞ মহাশয়েরা গ্রাহ করিবেন না যেহেতুক ইহাতে যে২ শব্দ লিখা গেল সেই২ শব্দের অর্থবোধ এতদেশীয় সমস্ত বিশিষ্ট লোকেরি আছে তবে ইহার অর্থ লিখনে কেবল পুস্তক বৃদ্ধিমাত্র হয় তবে এই পুস্তকের এই মুখ্য প্রয়োজন যিনি শুদ্ধভাষা লিখিতে ও কহিতে চেষ্টা করেন তাহার উত্তম উপকার এবং বালকেরদের শিক্ষাবিষয়ে অত্যস্ত উপকার হয় ইতি । শ্রীহলধর ন্যায়রত্নস্ত । - বঙ্গাভিধান । বঙ্গাভিধান গ্রন্থ শ্রীরামপুরস্থ মুদ্রণযন্ত্রে উত্তম কাগজে উত্তম বাঙ্গলা অক্ষরে মুদ্রাঙ্কিত হষ্টয়াছে পুস্তকের পত্র পৃষ্ঠ সংখ্যা একশত চারি হইয়াছে স্বতরাং মুল্য ১ টাকার নূ্যন করিতে পার গেল না । গ্রন্থ প্রস্তুত হইয়াছে গ্রাহক মহাশয়ের শ্রীরামপুরের ছাপাখানাতে অথবা · সংস্কৃত কলেজের পণ্ডিত শ্ৰীযুত জয়গোপাল তর্কালঙ্কারের পটল ডাঙ্গার বাসা বাটতে উপস্থিত মতে প্রাপ্ত হইবেন । ( ২৮ ডিসেম্বর ১৮৩৯ । ১৪ পৌষ ১২৪৬ ) বঙ্গ ভাষাতে গণিত গ্রন্থ —কলিকাতাস্থ শ্ৰীযুক্ত বাবু হলধর সেন বঙ্গভাষাতে যে এক গণিত গ্রন্থ প্রকাশ করিয়াছেন তাহ কিয়ৎকালাবধি আমারদের নিকটে বৰ্ত্তমান আছে । ফলতঃ পাঠশালার মধ্যে ইঙ্গরেজী ভাষাতে যে অঙ্ক শাস্ত্র শিক্ষা দেওয়া যায় তাহাই অকুবাদ করিয়া এতদ্দেশীয় ভাষাতে পারিপাট্য করণ পূৰ্ব্বক প্রকাশ করিয়াছেন এবং ঐ গ্রন্থে অনেক টেবল আছে তদ্বারা মহোপকার হওণের সম্ভাবনা আমরা তাহা অতি মনোযোগ পূর্বক পাঠ করিয়াছি অতএব আমরা পরম সস্তোষ পূর্বক কহিতে পারি যে ঐ গ্রন্থ যাহারা কেবল বালকেরদিগকে শিক্ষণ দিতেছেন তাহারদেরই উপকারজনক এমত নহে কিন্তু এতদেশীয় সৰ্ব্বসাধারণ ব্যবসায়ি ব্যক্তিরদের মহোপকারক হক্টবে । এই গ্রন্থের অনুবাদক মহাশয় যে, १२