পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭২ মংবাদ পত্রে মোকালের কথা ( ২৬ মার্চ ১৮৩১ । ১৪ চৈত্র ১২৩৭ ) শ্ৰীযুত লক্ষ্মীনারায়ণ ন্যায়ালঙ্কার ভট্টাচাৰ্য্যকতৃক শাস্ত্রপ্রকাশনামক এক পত্র প্রকাশ হইতেছে তাহার তৃতীয় দর্শন অস্মদাদির দর্শনগোচর হইয়াছে ইহাতে বোধ হইল ষে এই পত্র জনপদের উপকারক বটে যেহেতুক বিষয়িলোক প্রায় অনেকেই বেদ পুরাণ স্মৃত্যাদি শাস্ত্রের তাবৎ অর্থ জ্ঞাতহওয়া দূরে থাকুক সকল নামও জ্ঞাত নহেন শাস্ত্রপ্রকাশপত্রে তাবৎ শাস্ত্রের তাৎপৰ্য্য গৌড়ীয় সাধুভাষায় প্রকাশ পাইবেক স্বতরাং অবশ্যই লোকসকল তদবলো কনে উপকার স্বীকার করিবেন – সং চং । ( ২৮ আগষ্ট ১৮৩০ । ১৩ ভান্দ্র ১২৩৭ ) সম্বাদ সম্পাদকের উক্তি ।.গত জ্যৈষ্ঠের দর্পণে সস্বাদ রত্নাকরনামক সস্বাদপত্র প্রকাশবিষয়ক পত্র প্রচার হইয়াছিল তদকুষ্ঠানপত্রিকা প্রস্তুত হইতেছে উক্ত সম্বাদপত্রী নিৰ্ব্বাহক যন্ত্রের উপেন্দ্রলাল অভিধেয় হইল । ( ২৮ জানুয়ারি ১৮৩২ । ১৬ মাঘ ১২৩৮ ) সম্বাদ রত্নাকরের গো লোকপ্রাপ্তি – সম্বাদ রত্নাকরনামক যে এক কটুকাটব্য রচিত পত্র এই মহানগরে প্রকাশ হইতেছিল সংপ্রতি গত সোমবাসরাবধি তৎ পত্র প্রকাশ রহিত অর্থাৎ কোন অধৰ্ম্ম রোগে প্রলাপ দেখিয়া তাহার গো লোকপ্রাপ্তি হইয়াছে.। ( “বাঙ্গল সমাচারপত্রের মৰ্ম্ম” ) ~ ( ১২ ফেব্রুয়ারি ১৮৩১ । ২ ফাল্গুন ১২৩৭ ) বাঙ্গল সমাচার পত্রের মৰ্ম্ম । —পাঠকবর্গের স্মরণে থাকিবেক সম্বাদ প্রভাকরনামক সমাচারপত্র এতন্নগরে প্রকাশ পাইবার কল্পনা জল্পনা হইয়াছিল সংপ্রতি গত ১৬ মাঘ শুক্রবার তাহার প্রথম সংখ্যা প্রচার হইয়াছে তদবলোকনে বোধ হইতেছে যে তৎপ্রকাশক হিন্দুর ধৰ্ম্ম নাশেজুকদিগের বিরুদ্ধে যুদ্ধে প্রবৃত্ত হইতে পারেন যেহেতুক প্রভাকর প্রকাশকের যুক্তি উক্তিদ্বারা শক্তি ভক্তি ব্যক্ত হইয়াছে সাধু মহাশয়ের এ সম্বাদপত্রের সম্বাদ শুনিলে ঔদাস্য · না করিয়া অবশু সন্তুষ্ট হইবেন । - ( ১৯ ফেব্রুয়ারি ১৮৩১ । ৯ ফাল্গুন ১২৩৭ ) বিজ্ঞাপন —যদ্যপি নানাদেশীয় বিবিধ বৃত্তান্ত বোধক বহুবিধ সংবাদপত্রিকা প্রকাশদ্বারা নানা দিগন্তৰাসি বিশিষ্ট বদ্ধিষ্ণু গ্রামিক নাগরিকপ্রভৃতি বিদগ্ধব্যক্তিদের মানসাবাসে বিবিধবিষয়বিষয়ক প্রবোধ প্রকাশ প্রযুক্ত সংশয়বস্থানের সংশয় হইতেছে তথাপি অন্মং প্রয়াসের বিফলতাবোধে অনুগ্রাহক মহাশয়েরদের অবশুই অনুগ্রহ হইতে পারে এবং