পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য ›ጫ© বর্ণার্থগত দোষে দুষ্ট হইলেও সজ্জনসন্নিধানে গুণবৎ হইয়া প্রকাশিত হইতে পারে অতএব এতাদৃশালোচনাস্বারা নিশ্চিতাস্ত:করণ হইয়া সংবাদ প্রভাকরনামক সংবাদপত্র প্রকাশে সাহসী হইলাম। এই সংবাদ প্রভাকর পত্রে কলিকাতা রাজধানীস্থ গবরনর কৌন্সেল ও সুপ্রিম কোর্ট ও পোল্পীস ও সদর দেওয়ানি ও নিজামং আদালতের ও বোর্ডের সমাচার ও ইঙ্গলগু ফ্রান্স প্রভৃতি দেশের ও ভারতবর্ষস্থ মান্দ্রাজ বোম্বে চীনাদি অন্যান্য দেশের এবং স্থবে বাঙ্গালা ও বেহার উড়িষ্যা ও বারাণস্যাদি কোম্পানির স্বাধীন রাজ্যের ও অন্যাধিকারের নানাপ্রকার সংবাদ অর্থাৎ রাজকৰ্ম্মে নিয়োগাদি রাজনীতি বিষয় ও যুদ্ধবিষয় ও বিদ্যাবিষয় ও সওদাগরী বাণিজ্য ব্যবসায়ের বিষয় ও দৈবঘটনা বিষয় ও রহস্য বিষয়ইত্যাদি যখন যেরূপ আশ্চৰ্য্য বিষয় উপস্থিত হইবে তাহ প্রতি শুক্রবারে ছাপা হইয়া সপ্তাহানস্তর পাঠক মহাশয়েরদের নিকটে প্রেরণ করা যাইবেক পাঠকবর্গের অবকাশে পরিশ্রম স্বীকার করিয়াও যদ্যপি এই পত্র অবলোকন করেন তবে অনায়াসে এক স্থানে অবস্থান করিয়াও নানাদেশীয় বৃত্তান্তাবগত ও বহুদশা হইতে পারেন জ্ঞানপ্রাখৰ্য্য স্থতরাং সিদ্ধ ইতি । সং প্রং এ “ ( ২ জুন ১৮৩২ । ২১ জ্যৈষ্ঠ ১২৩৯ ) প্রভাকরের অস্তাচল চুড়াবলম্বন —আমরা খেদপূর্বক প্রকাশ করিতেছি এতন্নগরে সস্বাদ প্রভাকরনামক এক সমাচার পত্র গত ১২৩৭ সালের ১৬ মাঘে সর্জন হইয়া প্রখরতর কর প্রকাশপূৰ্ব্বক সৰ্ব্বত্র ব্যাপক হইয়াছিল শ্ৰীযুত বাবু নন্দকুমার ঠাকুরের পুত্ৰ শ্ৰীযুত বাৰু যোগেন্দ্রমোহন ঠাকুর তাহার বিধাতা শ্ৰীযুত ঈশ্বরচন্দ্র গুপ্ত তাহার প্রকাশক ছিলেন প্রভাকর উদয়াবধি গত মাঘ মাসপর্য্যস্ত বিলক্ষণরূপে ধৰ্ম্ম পক্ষ ছিলেন তৎপরে গুপ্ত মহাশয় ঐ পত্রবর পরিত্যাগ করিলে প্রভাকরের খর করের কিঞ্চিৎ হ্রাস হইয়াছিল ফলত: তৎকালেই ধৰ্ম্মসভাধ্যক্ষদিগকে কিঞ্চিৎ কটাক্ষ করিয়াছেন । যাহা হউক তথাচ প্রভাকর একেবারে পৰ্ম্মদ্বেষী হন নাই কেননা ধৰ্ম্মাপ্রয় করিয়া জন্ম গ্রহণ করিয়াছিলেন । এইক্ষণে ঐ প্রভাকর প্রায় এক বৎসর চারি মাস বয়স্ক হইয়া, ৬৯ সংখ্যক কিরণ প্রকাশ করিয়া গত ১৩ জ্যৈষ্ঠ শুক্রবার অস্তাচলচুড়াবলম্বন করিয়াছেন আর র্তাহার দর্শন হওয়া ভার।---সং চং । - ( ২৯ আগষ্ট ১৮৩৬ । ৬ ভাদ্র ১২৪৩ ) আহলাদপূর্বক পাঠক মহাশয়েরদিগকে জ্ঞাপন করিতেছি যে বঙ্গভাষাতে প্রভাকর নামক সম্বাদপত্র পুনৰ্ব্বার উদিত হইয়াছে তাহার প্রথম ও দ্বিতীয় সংখ্যক পত্র আমরা প্রাপ্ত হইয়াছি তাহ অত্যুত্তম সাধুভাষার গদ্য পদ্যে রচিত হইয়াছে আমারদের পরমবাঞ্ছা যে ঐ পত্র প্রকাশে সম্পাদক মহাশয় বিলক্ষণ কৃতকাৰ্য্য হউন । ৮