পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য ›ጫጫ ইচ্ছুক নহি সে সকল পূৰ্ব্ববং শনিবারের পত্রেই প্রকাশিত হইবে । বুধবারের দর্পণে আমারদিগের স্বকপোলরচিত বিষয়মাত্র থাকিবে তন্মধ্যে দুই পৃষ্ঠায় প্রাচীন সৰ্ব্বসাধারণ সস্বাদ অপর পৃষ্ঠস্বয়ে টাটুকাই সস্বাদ প্রকাশ পাইবে ।-- অতএব প্রতিসপ্তাহে দর্পণ দুইবার প্রকাশ করণের আবখ্যক হওয়াতে দেড় টাকা করিয়া মূল্য স্থির করা গেল. । অতিরিক্ত দর্পণের প্রথম সংখ্যা আগামি ১১ জানুআরি বুধবার প্রকাশ পাইবে । ( ১১ জানুয়ারি ১৮৩২ । ২৮ পৌষ ১২৩৮ ) এইক্ষণে আমরা অতিশয় আহলাদপূৰ্ব্বক দর্পণের অতিরিক্ত প্রথম ফর্দ পাঠক মহাশয়েরদের নিকটে প্রেরণ করিতেছি উত্তর কালে তাহ প্রতি বুধবার পূর্বাহ্নে প্রকাশ হইবে । ( ৫ নবেম্বর ১৮৩৪ ৷ ২১ কাৰ্ত্তিক ১২৪১ ) পাঠক মহাশয়েরদিগকে অতিখেদপূর্বক আমরা জ্ঞাপন করিতেছি যে ইহার পূর্বে এতদ্দেশীয় সঙ্গাদপত্রে যে মা মূল নির্দিষ্ট ছিল তাহ সংপ্রতি গবৰ্ণমেণ্টের হুকুমত্রুমে দ্বিগুণ হওয়াতে ইহার পরঅবধিই আমারদের বুধবাসরীয় দর্পণ প্রকাশ রহিত করিতে হইল। এই মাস্থল বৃদ্ধি হওয়াতে মফঃসলনিবাসি এত গ্রাহক মহাশয়েরা দর্পণ ত্যাগ করিয়াছেন এবং এই বংসরের শেষেই তাহ। তাহারদের নিকটে প্রেরণ করিতে বারণ করিয়াছেন যে দর্পণের মূল্য যদি কিছু না কমান যায় তবে বোধ হয় যে আমারদের মফসলের গ্রাহক আর থাকেন ন। অতএব এইক্ষণে আমরা পূৰ্ববত সপ্তাহের মধ্যে কেবল একবার অর্থাৎ শনিবাসরীয় দর্পণ প্রকাশ করিব এবং তাহার মূল্যও পূর্ববং ১ টাকা স্থির করিব । আমরা দর্পণ বৃদ্ধিকরণে যেমন অগ্রসর হইয়াছিলাম তেমনি পুনৰ্ব্বার অমুসর হইতে অত্যন্ত খেদ হইতেছে লাচার অগত্য গবর্ণমেণ্টের এই নিয়মের প্রতিকারক অন্য কোন উপায় দৃষ্ট হয় না । যদ্যপি মফসলের গ্রাহকেরা এতদ্রুপ দর্পণের মূল্যের নূ্যনত দেখিয়া পূর্ববং আমারদের সাহাষ্য করেন তবে বড়ই আহলাদের বিষয় যদ্যপি না করেন তবে অম্মদাদির দুর্ভাগ্যক্রমে এতদেশীয় লোকেরদের সঙ্গে দর্পণদর্শক তা সম্পর্ক রহিত করিতে হইবে তাহা হইলে এতদেশীয় মহাশয়েরদের নিকটে আমারদের একেবারে নিঃসম্পর্ক হইতেই হইল । ( ১৫ নবেম্বর ১৮৩৪ । ১ আগ্রহায়ণ ১২৪১ ) সমাচার দর্পণ রহিতের কল্পবিষয়ক —আমরা অবশুই স্বীকার করি সমাচার দর্পণ উপকfরক কাগজ এবং এতদ্দেশীয় ভাষায় যে কএক কাগজের স্বষ্টি হইয়াছে এসকলের অগ্রজ অম্লমান হয় ইহার পূর্বে বাঙ্গাল গেজেটনামক এক সমাচার পত্র সর্জন হইয়াছিল বটে কিন্তু a ○