পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tাহিত্য ృty) প্রকাশে কোন জনের আহলাদের বিরতি হইবেক না যেহেতু ইনফৰ্ম্মেরের অধ্যক্ষেরদের সঙ্কল্প এই যে কোন বিষয় বিবরণে কাহারো মনে পীড়া দিবেন না বিশেষতঃ যিনি সম্পাদকতা করিতেছেন তিনি অত্র বিষয়ে বিচক্ষণ ও পারগ তথাচ আমরা কিছু দিন পত্র দৃষ্টি না করিলে কোন পক্ষে আশ্রয় করিব না নিবেদন মিতি । কস্যচিৎ নিয়ত পাঠকস্ত — সং কেীং । ( ৩ সেপ্টেম্বর ১৮৩১ । ১৯ ভাদ্র ১২৩৮ ) নুতন সম্বাদপত্র –দর্পণের অপর এক পাশ্বে এক নূতন সম্বাদপত্র [ সারসংগ্রহ ] ংস্থাপনের উপক্রমিক পত্র প্রকাশিত হইয়াছে । তৎপত্রকারকের অভিপ্রায় এই যে এতদেশীয় তাবৎ সম্বাদপত্রের মৰ্ম্ম প্রকাশ করিয়া স্বীয় পত্রের মূল্য ২ টাকা করেন । তাহার এই প্রস্তাব শ্রবণে আমরা আহলাদিত হইলাম যেহেতুক এতদেশীয় সম্বাদপত্রের কিপর্য্যস্ত বাহুল্য হইয়াছে তাহা ইহাতে দৃষ্ট হইতেছে কিন্তু আমারদের ভয় হয় যে র্তাহার তাদৃশ গ্রাহক প্রাপ্তি হইবে না । ইহার পূৰ্ব্বে যে সকল সম্বাদপত্র মাসিক দুই টাকা মূল্যে প্রস্তাবিত হইয়াছিল তাহা সকলই বিফল হইয়াছে । ইহার দশ বৎসর পরে পাঠকের সংখ্যা যখন দশ গুণ বৃদ্ধি হইবে তখন ঈদৃশ প্রস্তাব সম্ভাবতে পারে । ( ২২ অক্টোবর ১৮৩১ । ৭ কাৰ্ত্তিক ১২৩৮ ) সম্বাদ সারসংগ্ৰহ –গত ১৪ আশ্বিন বৃহস্পতিবার সম্বাদ সারসংগ্ৰহনামক এক নূতন সমাচার পত্র প্রচার হইয়াছে ঐ পত্র ইঙ্গরেজী ও বাঙ্গল উভয় ভাষায় প্রকাশিত হয় তাহার প্রথম ও দ্বিতীয় সংখ্যা আমরা দৃষ্টি করিয়াছি এইক্ষণে তাহার দোষ গুণ বর্ণনে ক্ষান্ত রহিলাম। যেহেতু উভয় ভাষায় ভাষিত কোন কাগজ বাঙ্গালিদিগের ছিল না এইক্ষণে সারসংগ্রহপ্রকাশক সাহস করিয়া প্রবৃত্ত হইয়াছেন ইহাতেই আমরা তুষ্ট হইয়াছি. — সং চং । ( ২৪ সেপ্টেম্বর ১৮৩১ । ৯ আশ্বিন ১২৩৮ ) দলবৃত্তাস্ত –এতন্নগরে এক্ষণে নানাভাষায় সমাচার পত্র প্রচার হইতেছে। তন্মধ্যে বাঙ্গলা ভাষায় পত্রের অত্যন্ত বাহুল্য দেখিয়া কোন মহানুভব মহাশয় বিবেচনা করিয়াছেন যে দলবৃত্তাস্তনামে এক সমাচারপত্র প্রকাশ হইলে ভাল হয় যেহেতুক উক্ত পত্রাদিতে দলাদলির সম্বাদ সৰ্ব্বদা প্রায় প্রচার হয় না । অতএব তাহার অভিপ্রায় দলবৃত্তাস্ত পত্রে কেবল দলাদলির সম্বাদ সৰ্ব্বদাই প্রকাশ হইবে তাহার অনুষ্ঠানপত্রের পাণ্ডুলেখ্য অস্মদাদির নয়নগোচর হইয়াছে। প্রস্তুত হইলে তাবতেরি স্বগোচর হইতে পারিবেক । তাহার অল্পমতি ভিন্ন