পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য չՆ-e ( ১২ নবেম্বর ১৮৩১ i ২৮ কাৰ্ত্তিক ১২৩৮ ) সম্বাদ সৌদামিনী । — . এই মহারাজধানী কলিকাতানগরে অনেক২ বিজ্ঞ মহাশয়ের। বহুবিধ সম্বাদ পত্র প্রকাশকরণক বিজ্ঞাবিজ্ঞ সাধারণ লোকের বিজ্ঞান প্রদানদ্বারা নানাবিধোপকার করিতেছেন এবং গ্রাহক মহাশয়েরদিগের আমুকুল্য তল্পিৰ্ব্বাহোপযুক্ত ব্যয়ে ক্লেশ প্রাপ্ত না হইয়াও তত্তস্বিযয় সম্পাদনস্বারা অনায়াসে পুণ্য যশোভাগী হইতেছেন আমিও তদৃষ্টে লোভাবিষ্ট হইয়া অভিষ্ট করিয়াছি যে সম্বাদ সৌদামিনীনামিকা সাপ্তাহিক পত্রিক সাধারণ ধারানুসারে প্রকাশ করিয়া তত্তন্মহামহিম মহাশয়েরদিগের মধ্যে গণ্য হই তাহ। মহাশয়েরদিগের কৃপা কটাক্ষপাতব্যতিরেকে সম্পন্ন হয় না । আমরা এমত মহতী প্রত্যাশা করি যে যদ্যপি মহাশয়েরা স্বীয়২ সহজ নানাগুণে ও বিবিধ সম্বাদপত্রাবলোকনে ও নানা কাব্যরসাস্বাদনে সতত তৃপ্তান্তঃকরণ থাকেন তথাপি আমার এই সম্বাদ সৌদামিনীতে কটাক্ষ নিক্ষেপ করিতে বিরক্ত হইবেন না । অতএব ভাবি ভবা ভাবনাতংপর মহামু ভব ব্যক্তি কত সাহায্যাবলম্বনে উক্ত সম্বাদ সৌদামিনীসংজ্ঞক অভিনবপত্র প্রকাশ করণে উদ্যোগানস্তর সম্পন্ন করিয়া প্রতি গুরুবাসরে স্বনাম ধামাঙ্ক কারিরদিগের সন্নিধানে সমর্পণ করা যাইবেক এতনির্বাহকরণানুকুল্যাৰ্থ মূল্য প্রতিমাসে ১ এক তস্ক নিরূপিত হইল ইতি । সম্পাদক শ্ৰীঈশ্বরচন্দ্র দত্ত –সং রং । ( ৩১ ডিসেম্বর ১৮৩১ । ১৭ পৌষ ১২৩৮) নূতন গ্রন্থোদয় –আমরা শুনিতেছি যে শ্ৰীযুত বাবু কৃষ্ণধন মিত্র মহাশয় জ্ঞানোদয়সংজ্ঞক এক অভিনব মাসিক গ্রন্থ প্রকাশ করিয়াছেন ইহাতে অত্যস্তাহলাদিত হইলাম. । ( ১০ মার্চ ১৮৩২ । ২৮ ফাঙ্কন ১২৩৮ ) বাঙ্গালি মাগজিন —শ্ৰীযুত রামচন্দ্র মিত্র ও শ্ৰীযুত কৃষ্ণধন মিত্র জ্ঞানোদয়নামক বাঙ্গালি মাগজিনের প্রথম সংখ্যক প্রাপ্ত হওয়া যায় কিন্তু কেবল তাহার নির্ঘণ্ট পাঠ করিতে প্রাপ্তাবকাশ হওয়া গেল । তাহাতে বোধ হয় যে এই গ্রন্থ অত্যুপকারক বটে এবং ঐ মহাশয়েরদের এ অতিপ্রশংসনীয় কৰ্ম্ম । অতএব তাহার অনেক গ্রাহক হইয়াছে তদুষ্টে অামারদের অত্যন্তাহসাদ । ( ৭ জানুয়ারি ১৮৩২ ৷ ২৪ পৌষ ১২৩৮) ১৮৩১ সালের বর্ষফল — ফেব্রুক্সারি, ৫। রিফাৰ্ম্মরনামক এক লিবরাল সম্বাদ পত্র ইঙ্গরেজী ভাষায় কলিকাতায় প্রকাশ হয় । . জুন, ১ । দেরাজু সাহেব ইষ্টিণ্ডিয়াননামক এক সম্বাদপত্রের প্রথম সংখ্যা প্রকাশ করেন ।