পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংবাদপত্রে মেকালের কথা ساسانی গ্রস্থসকলের প্রত্যেক সংখ্যায় পঞ্চাশ২ পৃষ্ঠা ভাষান্তরিতকরণপূর্বক প্রকাশ করিবেন। এই ব্যাপার শ্ৰীযুক্ত ডাক্তর উইলসন সাহেবের আমুকুল্যে হইতেছে তাহাতে গ্রন্থকৰ্ত্তারদের যথোচিত যশস্বিতা প্রকাশ হইতেছে- , - । ( ১ জুন ১৮৩৩ । ২০ জ্যৈষ্ঠ ১২৪০ ) কএক মাসাবধি শুনিতেছি যে বিজ্ঞান সেবধি যাহা কেবল বাঙ্গালা ভাষায় অল্পবাদ হইয়া প্রকাশ হইতেছিল তাহা ইঙ্গলওঁীয় ও এতদেশীয় উভয় ভাষায় ভাষিত হইয়া উদিত হইবেক কিন্তু ইহার সাফল্য বিষয়ের বিলম্ব কি নিমিত্তে হইতেছে তাহার বিশেষাবগত নহি সে যাহা হউক উক্ত পুস্তক প্রকাশকের তৎপর হইয়া প্রচার করুন মনে করি র্যাহারা উভয় ভাষাজ্ঞ তাহারদিগের অনেকেরি উপকারি হইবেক ইহাতে সন্দেহ নাই । ...সুধাকর । * ( ৪ আগষ্ট ১৮৩২ । ২১ শ্রাবণ ১২৩৯ ) রত্নাবলি —রত্নাবলিনামক নূতন সম্বাদ পত্রের যে ১ সংখ্যা সম্পাদককতৃক আমারদিগের নিকটে প্রেরিত হইয়াছিল তাহ আমারদের কতৃক প্রকাশ হওনের কিঞ্চিদ্বিলম্ব হওয়াতে যে ক্রটি হইয়াছে সম্পাদক মহাশয় তাহ মার্জন করিয়া আমারদিগের প্রতি কৃপাদৃষ্টি রাথিবেন । ঐ রত্নাবলি পত্র অতিপারিপাট্যরূপে প্রস্তুত হইয়াছে কথিত আছে যে শ্ৰীযুত বাবু জগন্নাথপ্রসাদ মল্লিক মহাশয়ের আমুকুল্যে ঐ রত্নাবলির কিরণাবলিতে দিগ দেদীপ্যমান। হইতেছে । ( ৫ ডিসেম্বর ১৮৩২ । ২১ অগ্রহায়ণ ১২৩৯ ) মফঃসল আকবার –আগরাহইতে মফঃসল আকবরনামে ইঙ্গরেজী ভাষায় ১ সংখ্যক এক সম্বাদপত্র আমরা প্রাপ্ত হইয়াছি । ঐ পত্রের উত্তরোত্তর সর্বপ্রকারে সৌষ্ঠব হইতে পারে তাহা কাযে২ সময়ক্রমে হইয়াই উঠিবে। মফঃসল স্থানসকলে এমত মৃতন২ সস্বাদপত্র প্রকাশ দেখিয়া আমরা আহিলাদিত হইতেছি••• । ( ১৫ ডিসেম্বর ১৮৩২ । ২ পৌষ ১২৩৯ ) সৰ্ব্বজনকে বিজ্ঞপ্তি দেওয়া যাইতেছে যে পূৰ্ব্বে কৌমুদীর লেখক ও সাহায্যকারী যিনি ছিলেন তেঁহ কোন আবশ্বকতাতে বাধিত হইয়। ঐ কৰ্ম্মহইতে অবসর প্রাপ্ত হইয়াছেন এক্ষণে র্তাহার পরিবর্তে নবীন লেখক ও সাহায্যকারী এই দিসেম্বর মাসের প্রথমহইতে হইলেন ।•••কৌমুদী ।