পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᎽo চনংবাদপত্রে মেকালের কথা নাম পরিবর্তনের কারণ এই যে জানবুল এই নাম অত্যন্ত দুর্গন্ধ অর্থাৎ ঐ নাম করিলে তাবৎ অশুভবিষয় স্মরণে আইসে এবং এই কারণ যথার্থ ও প্রবল বটে। ( ১৮ ডিসেম্বর ১৮৩৩ । ৫ পৌষ ১২৪০ ) ইণ্ডিয়ান রেজিষ্টর —আমরা খেদপূৰ্ব্বক জ্ঞাপন করিতেছি যে ইণ্ডিয়ান রেজিষ্টরের সম্পাদকেরদের প্রতি তাদৃশ পৌষ্টিকতা না করাতে তাহারদের এ পত্র রহিত করিতে হইয়াছে । ( ২২ জানুয়ারি ১৮৩৪ । ১০ মাঘ ১৯ ৪০ ) রিফাৰ্ম্মর সম্বাদপত্রের দ্বারা অবগত হওয়া গেল যে কলিকাতার সন্নিহিত ভবানীপুরে বৃত্তাস্তবাহকনামক এক সম্বাদপত্র সপ্তাহে দুইবার প্রকাশ হইবে । সমাচার দর্পণের ন্যায়" ঐ পত্র ইঙ্গরেজী ও বাঙ্গলা ভাষায় দুই শ্রেণীতে মুদ্রাঙ্কিত হইবে। তাহার মূল্য অত্যন্ত্র মাসে ১ টাকা স্থির হইয়াছে । ( ২২ জানুয়ারি ১৮৩৪ । ১০ মাঘ ১২৪০ ) রিপোর্টরনামক মাসিক বহী —আমরা শুনিয়া আহলাদিত হইলাম যে শ্ৰীযুত সদলণ্ড সাহেব আইন সম্পৰ্কীয় এক ব্যবস্থার গ্রন্থ প্রকাশ করিতে মানস করিয়াছেন ঐ গ্রন্থের নাম রিপোর্টর হইবে । গ্রস্থের অভিপ্রায় এই যে সদর দেওয়ানী ও নিজামত আদালতে ও সাধারণ জজ কালেক্টরের আদালতে যে সকল মোকদম নিষ্পত্তি এবং যে রুবকারী হইবে তাহার রিপোর্ট তন্মধ্যে প্রকাশিত থাকিবে ।. ( ২১ জুন ১৮৩৪ । ৮ আষাঢ় ১২৪১ ) নূতন সম্বাদ পত্র।—অন্যান্য সম্বাদ পত্রের দ্বারা অবগত হওয়া গেল যে প্রজামিত্র এই নামধারি এক সম্বাদ পত্র ইঙ্গরেজী ও হিন্দুস্থানীয় ভাষাতে অতিশীঘ্র প্রকাশ পাইবে । তাহার মূল্য মাসে ২ টাকা অথবা বার্ষিক ২০ টাকা এবং সপ্তাহে একবার প্রকাশিত : হইবে । ( ১৭ সেপ্টেম্বর ১৮৩৪ ৷ ২ আশ্বিন ১২৪১ ) ইণ্ডিয়া গেজেট বিক্রয় —ইণ্ডিয়া গেজেটে প্রকাশিত এক বিজ্ঞাপনদ্বারা অবগত হওয়া গেল যে ঐ গেজেটের ব্যাপার যে চারি ভাগে বিভক্ত আছে তন্মধ্যে তিন ভাগ ইনশালবেণ্টের ইষ্টেটের নিমিত্ত আগামি ২৭ তারিখে বিক্রয় হইবে । কোন২ ব্যক্তি শুারপ্রতি ৫,০০০ টাকা প্রস্তাব করিয়াছেন সে অতিনূ্যন মূল্য কিন্তু যদি ইহাঅপেক্ষা