পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংবাদ পত্রে মোকালেৰ কথা وی اخذخ কিঞ্চিয়ত্তর প্রদান করিতেছি । সম্পাদক মহাশয় লেখেন যে অন্মদাদির এতৎপত্র খবরের কাগজ জ্ঞান করিবেন না যেহেতুক ইহাতে নানাপ্রকার উপকারক বিষয়সকল অর্থাৎ শ্ৰীদুৰ্গ মাহাত্ম্য ও ঐগুরু মাহাত্ম্য ও পদার্থ প্রবোধন্ত হিতোপদেশ ও নানাবিধ ইতিহাসপ্রভৃতি প্রকাশ হইয়া থাকে । সম্পাদক মহাশয় আমরা ইহার এই উত্তর করি যদ্যপি ঐ সমাচার পত্রে সাধারণে খবরের কাগজ জ্ঞান না করেন এমত মানস ছিল তবে সম্বাদ পূর্ণচন্দ্রোদয় নাম না দিয়া কেবল পূর্ণচন্দ্রোদয় নাম দেওয়াই উচিত ছিল কেন না সঙ্গাদ শব্দ উহাতে যদ্যপি সংযোগ না থাকিত তবে অধিক সম্বাদ লিখনের বিষয়ে কস্মিনকালেও কেহই লেখনী ধারণ করিতেন না। এবঞ্চ সম্বাদ পত্র নাম দিয়া অত্যর সঙ্গাদ লিখিয়া ইতিহাসপ্রভৃতি আলাতপালাত কথায় পত্র পরিপূর্ণ করিয়া প্রকাশ করেন ইহাও সদ্ব্যক্তির স্বযুক্তির অতিরিক্তভিন্ন অন্য কি উপলব্ধি হইতে পারে । আর দর্পণসম্পাদক মহাশয় বিবেচনা করুন পূর্ণচন্দ্রোদয়সম্পাদক মঙ্গশয়ের মানস যে স্বীয় পূর্ণচন্দ্রোদরেী কেহ খবরের কাগজ জ্ঞান না করেন । সম্পাদক মহাশয়ই ইহার বিচার করুন যে যে পত্র প্রেরিত পত্র ও দেশবিদেশীয় কিঞ্চিৎ২ সম্বাদ সাহিত্যে প্রকাশ পায় তৎপত্র খবরের BBBBB BB B BBS BBBB BBBS BB BBBB BBB BB TTBB BBB শ্ৰীগুরু মাহাত্ম্য ও চোর ধরা ও মণিপুর ইত্যাদি, আলাতপালাত ইতিহাস লেখা ইহাও কোন যুক্তি সিদ্ধ হইতে পারে । আর সম্পাদক মহাশয় শ্ৰীদুৰ্গ মাহাত্ম্য ও শ্ৰীগুরু মাহাত্ম্য ও পদার্থ প্রবোধ ও হিতোপদেশ ও ইতিহাসপ্রভৃতি এসকল প্রায় তাবৎ গ্রন্থেই আছে সস্বাদ পত্রে লিখিবার আবশ্বক কি । আর যদি সমাচার কাগজে এ সকল লেখার রীতি থাকিত তবে তদ্ভিন্ন অন্যান্য সস্বাদপত্রে অবশ্যই অবলোকন হইত। সে যাহা হউক এই ক্ষণে অন্মদাদির মানস এই যে যদ্যপি তৎসম্পাদক মহাশয় অল্প গ্রহপূর্বক উক্ত পত্রে কিঞ্চিৎ২ রাজকৰ্ম্মে নিয়োগ ও অন্যান্য ভিন্ন দেশীয় ও নগরীয় নানাবিধ সম্বাদ ও স্বীয় বক্তৃতা ও প্রেরিতপত্রপ্রভৃতিদ্বারা পরিপূর্ণ পূর্বক যথার্থ সম্বাদপত্র করিয়া প্রকাশ করেন তবেই অনেকানেক বিচক্ষণ পাঠকগণের বিলক্ষণ মনোরম্য হইতে পারে। ..ইতি চৈত্রস্তাষ্টমদিনজা । কেষাঞ্চিৎ হুগলিনিবাসিনাং পূর্ণচন্দ্রোদয় গ্রাহিণাঞ্চ । ( ১৮ জুন ১৮৩৬ । ৬ আষাঢ় ১২৪৩ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয়বরাবরেষু। বিনয়পূৰ্ব্বকাবেদনমেতৎ । গত ২০ কাৰ্ত্তিকীয় পূর্ণচন্দ্রোদয়ে উল্লেখিত মহাশয়ের ২৯ রোজের দর্পণে অনুষ্ঠান পত্র বিস্তারিতরূপে প্রতিবিম্বিত সত্যবাদীনামক যে এক নূতন সপ্তাহিক সম্বাদ পত্র ইঙ্গলওঁীয় ও গৌড়ীয় ভাষায় অনুবাদিত হইয়া এক তস্ক মূল্যে প্রতি সোমবারে সমাচার দর্পণের ন্যায় দুই তক্ত কাগজ প্রকাশিত হইবেক এমত কল্পনা ছিল। কিন্তু এপর্য্যস্ত তাহার কিছুই উদযোগ দেখিতেছি না এবং তৎপত্রের সম্পাদক কে তাহাও বিশেষরূপে জ্ঞাত নহি যদিস্যাৎ মহাশয় এবিষয়ের কিছু