পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০২ মাংশুবাদ শত্রে লেৰকালের কথা বিহিত নানাবিধ আছে তজ্জন্য আমারদিগের দেশস্থ লোকেরা ঐ সংবাদ কাগজে সাহায্য করিবেন —জ্ঞানাম্বেষণ । ( ১৮ জানুয়ারি ১৮৪০ । ৬ মাঘ ১২৪৬ ) রাজা রাজনারায়ণের অত্যাশ্চর্য্য কীৰ্ত্তি –ভাস্করসম্পাদকের প্রতি রাজা রাজনারায়ণ রায় যে আইন বিরুদ্ধ ও আশ্চৰ্য্য ব্যাপার করিয়াছেন তাহাতে সৰ্ব্বসাধারণ লোকেরই দৃকপাত হইয়াছে এবং বোধ হয় যে ঐ মোকদ্দমা অতি শীঘ্ৰ আদালতে আনীত হইবেক । দুষ্ট হইতেছে যে ভাস্কর সম্পাদকের নিকটে এক পত্র প্রেরিত হইয়াছিল তাহাতে এই লেখে ষে উক্ত রাজা দুই জন ব্রাহ্মণকে ধৰ্ম্ম সভ্য হইতে বহিষ্কৃত করিয়াছেন এবং আব্দুল নিবাসি এক জন ব্রাহ্মণের বৈষ্ণবের কন্যার সহিত বিবাহ দেওনোপলক্ষে অন্যান্য ব্রাহ্মণের প্রতি বল প্রকাশ করিয়াছেন ঐ পত্রের মধ্যে আরো রাজবংশীয়েরদের কুকৰ্ম্মের বিষয় উল্লিখিত ছিল তাহ প্রায় সকল লোকেরই সুবিদিত আছে কিন্তু ঐ সম্পাদক মহাশয় ঐ পত্র প্রকাশ না করিয়া কেবল এই মাত্র প্রকাশ করিয়াছিলেন যে রাজার এই রূপ কৰ্ম্ম করা অনুচিত কিন্তু রাজা ইহাতেই উষ্মান্বিত হইয়া, দিবাভাগে কলিকাতা শহরের রাস্তার মধ্যেই ঐ সম্পাদক মহাশয়কে প্রহার পূর্বক ধৃত করণার্থে কএক জন অস্ত্রধারি লোক পাঠাইলেন তাহাতে ঐ সকল লোক অতি নির্দয়ত রূপে র্তাহাকে মারিপিট করিয়া লইয়া যায় কথিত আছে যে আব্দুল পৰ্য্যন্ত লইয়া গিয়াছে। এবং তৎপরে শুনা গেল যে র্তাহাকে ঐ স্থান হইতে দুই ক্রোশ অস্তরিত এক গ্রামের মধ্যে বদ্ধ রাখিয়াছে । ইত্যাদি বিষয়ে শপথ পূর্বক সুপ্রিম কোর্টে এক বিজ্ঞাপন করা গেল এবং রাজার উপরে এমত পরওয়ান জারী হয় যে তিনি আগেীণে ঐ সম্পাদককে কলিকাতার আদালতের মধ্যে উপস্থিত করেন । আমারদের ভরসা হয় যে এই বিষয়ে অতিসূক্ষ্ম তজবীজ হইবেক এবং যদ্যপি এই সকল উক্তি সত্য হয় তবে রাজার এই ঘোরতর অপরাধের যথোচিত দগু হইবে । কোন ব্যক্তি রাজা বাহাদুর খ্যাতি ধারণ করিয়া এইরূপে কোন পত্র সম্পাদককে ধুত করণ পূর্বক আপন বাটতে লইয়া যন্ত্রণা দেন ইহা নিতান্ত অসহ ব্যাপার । , এই রূপ ব্যাপার করাতে রাজা কেবল বেআইনী কৰ্ম্ম করিয়াছেন এমত নহে কিন্তু নিতান্ত পাগলামি করা হইয়াছে যদ্যপি এই বিষয় রাজা তুচ্ছ করিয়া কিছু মনোযোগ না করিতেন তবে তাহার বংশের গ্লানি স্থচক উক্তিসকল প্রায় কেহ স্মরণ করিতেন না কিন্তু তিনি যে অন্যায়াচরণ করিয়াছেন তৎপ্রযুক্ত ঐ গ্লানি সৰ্ব্বত্র রাষ্ট্র হইবেক । র্যাহার পত্র দ্বারা তাহার মনোমধ্যে এমত রাগোদয় হইয়াছে সেই পত্র পাঠ করিতে কাহার বাসনা না জন্মিবে । এই বিষয়ের নীচে লিখিত বিবরণ আমরা কুরিয়র সম্বাদ পত্র হইতে প্রাপ্ত হইলাম।