পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য · SS4 অর্থাৎ মন্ত্র অত্ৰি বিষ্ণু হারাত যাজ্ঞবল্ক্য উশনা: অঙ্গিরাঃ যম আপস্তম্ব সম্বর্ত কাত্যায়ন বৃহস্পতি পরাশর ব্যাস শঙ্খ লিখিত দক্ষ গোতম শীতাতপ বশিষ্ঠ ইত্যাদি মুনিগণের সংহিতা অপর ঐ সকল সংহিতা হইতে উখিত করিয়া, দায়ভাগ ও মিতাক্ষরা এবং দায়তত্ব ও বিবাদরত্নাকর ও বিবাদচিস্তামণি এবং জৈনশাস্ত্রপ্রভৃতি সংগ্ৰহ গ্রন্থসমূহ এতাবৎ তর্জমা করা সুদূর পরাহত এবং ভাষাস্তর না হইলেও ফল হুইবেক না । যদ্যপি ইহার কিয়ং গ্রন্থ ভাষা হয় তাহা দৃষ্টে মোকদ্দমা নিষ্পত্তিকালে ঘোরতর বিবাদ উপস্থিত হইতে পারে যেহেতুক প্রতিবাদী অন্যান্য গ্রন্থের প্রমাণ দশাইবেক । এই নিমিত্ত পণ্ডিতেরা যে সকল ব্যবস্থা লেখেন তাহাতে নানা গ্রন্থের বচন তুলিয়া যুক্তি সিদ্ধকরণপূর্বক মীমাংসা করিয়া ব্যবস্থা দেন ইহা কি ভাষা গ্রন্থদ্বারা সম্পন্ন হইতে পারে । তাহা হইলে সর উলিয়ম জুন ও কোলক্ৰক সাহেবপ্রভৃতির দ্বারা যে সকল গ্রন্থ তর্জমা হইয়াছে এবং ইদানীং গৌড়ীয় ভাষায় দায়প্রকরণের অনেক গ্রন্থ প্রকাশ হইয়াছে তন্দ্রার কৰ্ম্ম সম্পন্ন হইত। বিশেষতঃ সংস্কৃত শাস্ত্র সুকঠিন ইহা লোকের অনায়াসে বোধগম্য হয় না এজন্য পূর্বের পণ্ডিতেরা উক্ত গ্রন্থ সকলের টীকা করিয়া গিয়াছেন তথাচ সকল পণ্ডিতে সেই টীকা দেখিয়া ও অর্থ করিতে পারেন মা অতএব ইহা ভাষা হইলেই পণ্ডিতব্যতিরেকে কৰ্ম্ম নির্বাহ হইবেক এমত কদাচ নহে । অপর ইংলিস লা যে সকল গ্রন্থ তাহা ইঙ্গরেজী ভাষায় লিখিত বটে তাহ পাঠ করিয়া কেন তাবৎ ইঙ্গরাজ লা বুঝিতে না পারেন কৌন্সেলির নিকট হইতে অপিনিয়ন লইতে হয় তাহারদের মধ্যে কাহারও ভ্রম জন্মে তৎপ্রমাণ মহাশয়ই সং প্রতি প্রকাশ করিয়াছেন অতএব এতদ্বিষয়ে আর বাহুল্য লিখিবার আবশ্যক বুঝিতে পারি না কিন্তু কতকগুলিন গ্রন্থ ভাষা হইলে ছাপাখানার উপকার আছে ।–চন্দ্রিক ।

( ৫ ফেব্রুয়ারি ১৮৩৪ ৷ ২৪ মাঘ ১২৪০ ) এতদেশীয় ভাষায় গ্রন্থ —ইহার বিংশতি বৎসর পূৰ্ব্বে ১৮১৩ সালে যখন কোম্পানিবাহাদুরের প্রতি ভারতবর্ষের চার্টর প্রদত্ত হইয়াছিল তখন পালিমেণ্ট অতিবদান্যতা ও বুদ্ধিবিবেচনা পূর্বক এমত হুকুম করিলেন যে এতদ্দেশীয় লোকেরদের বিদ্যাধ্যয়নার্থ ও র্তাহারদের সৌষ্ঠবকরণার্থ প্রতি বৎসরে লক্ষ টাকা করিয়া ব্যয় হইবে । এবং যদ্যপি এতদ্দেশীয় লোকেরদের স্থানহইতে করম্বরূপ সংগৃহীত যত টাকা তাহার সঙ্গে খতিয়া দেখা গেল যে ঐ লক্ষ টাকা অত্যন্ত্র এবং যে লোকেরদের উপকারার্থ ঐ লক্ষ টাকা ব্যয়করণ নির্দিষ্ট হইল ঐ লোকসংখ্যা ও ঐ টাকার সংখ্যার ঐক্য করিয়া দেখা গেল ঐ লক্ষ টাকা ঐ লোকসিন্ধু অপেক্ষা বিন্দু বোধ হইল তথাপি তাবৎ হিতৈষি ব্যক্তিরা তাহা শুনিয়া পরম সন্তুষ্ট হইলেন এবং সকলের এমত ভরসা জন্মিল যে এতদ্দেশীয় লোকেরা যাহাতে অন্ধকারাচ্ছন্ন কুপহইতে উদ্ধার পাইয়া তাহারদের বিদ্যাবুদ্ধি বৃদ্ধি হয় এমত কোন নিয়ম স্বজন হইয়া ফলোপধান হইবে । কিন্তু পার্লিমেন্টের ঐ পরমহিতৈষিতাবিষয়ক কিছু মানস সফলকরণার্থ ,