পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১৬ সংৱাদ পত্রে মেকালের কথা অনেককালপর্য্যস্তও কিছু উদ্যোগ দৃষ্ট হইল না । পরে নৃমাধিক দশ বৎসর হইল এক এডুকেসন বোর্ড সংস্থাপিত হইয়া ঐ লক্ষ টাকা তাহারদের হস্তে অপিত হইল কিন্তু ঐ বোর্ডের অগ্রগণ্য সাহেবের বিশেষ ভাবও অনুরাগ দৃষ্টে এই বোধ হইল যে ঐ সকল টাকা যদ্যপিও অতিযথার্থরূপে ব্যয় হইবে তথাপি এতদেশীয় লোকেরদের যাহাতে মঙ্গল ও বিদ্যাবৃদ্ধি হয় এমত কার্য্যে ব্যয় হইবে না ফলতঃ র্তাহার এমত বোধ ছিল যে দেশীয় ভাষায় উত্তম২ গ্রন্থ অনুবাদ ও মুদ্রাঙ্কিতকরণপেক্ষ ভূরি২ সংস্কৃত গ্রন্থ মুদ্রিতকরণের অধিক আবশ্বক ফলতঃ তাহাই সম্পন্ন হইল। এবং তাহার ঐ কল্প সিদ্ধ হওয়াতে এইক্ষণে এই ফলোদয় হইয়াছে যে ঐ লক্ষ টাকা নিযুক্ত হওনের পূর্বে যেমন পাঠশালায় দেশীয় লোকেরদের ভাষার উপযুক্ত বহীর অভাব ছিল তেমন এইক্ষণে বিংশতি বৎসরের পরেও তত্ত ল্য অভাব আছে । গত অক্তোবর মাসে আমরা ইউরোপীয় ও এতদ্দেশীয় পাঠক মহাশয়েরদের নিকটে প্রার্থনাপূর্বক নিবেদন করিয়াছিলাম যে এতদ্বিষয়ে দেশীয় লোকেরদের উপকারার্থ অত্যন্ত্র' মাত্র উদ্যোগ হইয়াছে এবং ঐ বৈার্ডের প্রধান২ সাহেবেরদের যে ভাষার বিষয়ে অনুরাগ তম্ভাষার গ্রন্থ অন্তবাদের নিমিত্ত ঐ তাবৎ টাকাই প্রায় ব্যয় হইয়াছে এবং এক সময়ে ঐ বোর্ড কেবল সংস্কৃত গ্রন্থবিষয়ে মনোযোগী কোন সময়ে আরবীয় গ্রন্থ মুদ্রিতবিষয়ে মনোযোগী এবং যখন মহাবিজ্ঞবিচক্ষণ শ্ৰীযুত ডাক্তর উইলসন সাহেব ভারতবর্ষ ছাড়িয়া গেলেন তখন কোরাণের ভাষা একেবারে প্রবল হইয়া উঠিল কিন্তু কখনই ঐ বোর্ডের সাহেবেরদের বঙ্গ ভাসা অর্থাৎ তিন কোটি লোকের ভাষার প্রতি অনুরাগ জন্মিল না । n অপর শ্ৰীযুত ত্ৰিবিলিয়ন সাহেব স্কুল বুক সোসৈটির নিকটে যে বিজ্ঞাপন প্রস্তাব করিলেন তাহা গত বুধবাসরীয় ইণ্ডিয়াগেজেটে প্রকাশ পাইয়াছে তাহাতে আমারদের ঐ উক্তি বিলক্ষণ সপ্রমাণ হইতেছে । এবং ঐ বোর্ডের সাহেবেরদের আরবীয় ও সংস্কৃত ভাষার গ্রন্থ মুদ্রাঙ্কিতের প্রতি যে অতিশয় মনোযোগ আছে ইহা তিনি স্পষ্টষ্ট জ্ঞাপন করিয়াছেন । র্তাহার ঐ বিজ্ঞাপনের দ্বারা আমরা এই আশ্চৰ্য্য বিষয় অবগত হইলাম যে এতদেশীয় লোকেরদের উপকারার্থ পার্লিমেণ্ট ষে লক্ষ টাকা বৎসরে প্রদান করিয়াছিলেন তন্মধ্যে যদ্যপি এই রাজধানীর অধীন অৰ্দ্ধেক প্রজারদের ভাষা অর্থাৎ বাঙ্গাল ভাষাতে কোন এক গ্রন্থ মুদ্রাঙ্কিত হয় নাই তথাপি সংস্কৃত ভাষায় ১৩,০০০ গ্রন্থ আরবীয় ভাষায় ৫,৬০০ পারস্ত ভাষায় ২৫০০ হিন্দী ভাষায় ২,০০০ সৰ্ব্বস্থদ্ধ ২৩,১০০ গ্রন্থ মুদ্রাঙ্কিত হইয়াছে কিন্তু ইহার কোন এক গ্রন্থের দ্বারাও বঙ্গদেশনিবাসিরদের উপকারের লেশও হইতে পারে না । আরো অবগত হইলাম যে ঐ বোর্ডের সাহেবের গত নয় বৎসরের মধ্যে উক্ত প্রকার গ্রন্থসকল মুদ্রাঙ্কিতকরণে এক লক্ষ পাচ হাজার টাকার নূ্যন নহে ব্যয় করিয়াছেন অথচ ঐ টাকা যদি বিবেচনাপূৰ্ব্বক ব্যয় হইত তবে সমুদায় প্রদেশই সত্য জ্ঞানোদয়ের আলোকেতে দেদীপ্যমান হইতে পারিত । এতদ্বিষয়ক বাহুল্য লিখনের অামারদের স্থানাভাব অতএব সংক্ষেপে দুই এক উক্তিমাত্র