পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মeবাদ পত্রে মেকালের কথা ساخS স্থাপন নিমিত্ত গত বৎসরে প্রথমে বঙ্গদেশীয় ডেপুটি গবরনর শ্ৰীযুক্ত রস সাহেব এক হুকুম প্রকাশ করিয়াছিলেন তৎ সময়ে তিনি এই আজ্ঞা করেন যে ১৮৩৮ সালের জুলাই মাসের ১ তারিখ ও ১৮৩৯ সালের জানুআরি মাসের ১ তারিখে উক্ত আজ্ঞা প্রতিপালন করণেতে কি পৰ্য্যন্ত সাফল্য হয় তদ্বিষয়ক রিপোর্ট করা যায় । অতএব ঐ রিপোর্ট প্রাপ্ত হইলে তদনুসারে এই বিজ্ঞাপন বঙ্গদেশীয় শ্ৰীযুক্ত গবৰ্ণমেণ্ট কর্তৃক প্রকাশিত হইয়াছে। গতবৎসরের পরীক্ষা এমত সফল হইয়াছে যে গবর্ণমেণ্ট এই বিষয়ে আর কিছু সন্দেহ না করিয়া নিশ্চয় করিয়াছেন যে আদালতের তাবৎ কৰ্ম্ম নিৰ্বাহ করণেতে লোকেরা আপনারদের মাভাষা ব্যবহার করিতে পাইবে ইহাতে এতদেশীয় মঙ্গলাকশক্তিক্ষ প্রত্যেক ব্যক্তি নিতান্ত আহলাদিত হইবেন । যে২ জিলাতে বঙ্গ ভাষা অধিক চলে সেই সকল জিলায় ঐ ভাষা ও , অক্ষর এই অধিক বরাবর চলিত হইবেক । অপর বঙ্গ রাজধানীর উত্তর পশ্চিম জিলা সকলে পারস্য অক্ষরে উজু ভাষাতে ব্যবহার হইবেক কিন্তু নাগরী অক্ষর প্রায় অধিকাংশ ব্যক্তি জ্ঞাত থাকাতে গবৰ্ণমেণ্টের মানস আছে যে পারস্য অক্ষরের পরিবর্তে ক্রমশ নাগরী অক্ষর ব্যবহার করা যাইবে । সদর দেওয়ানী আদালতে পারস্য ভাষার পরিবর্তে হিন্দুস্থানীয় ভাষার ব্যবহার হইবে । ইহা বিবেচনা সিদ্ধও বটে যেহেতুক উত্তর পশ্চিম প্রদেশ ও বঙ্গদেশ উভয় স্থান হইতে আপীলী মোকদ্দমা সদর দেওয়ানী আদালতে বিচারিত হয় এবং পূৰ্ব্বোক্ত প্রদেশে হিন্দু স্থানীয় ভাষা দেশীয় ভাষা বটে বঙ্গ ভাষা সেই প্রদেশের ব্যক্তিমাত্র জ্ঞাত নহে কিন্তু বঙ্গ দেশীয় লোকেরদের বঙ্গ ভাষা নিজ ভাষা হক্টলেও তাহারা প্রায় হিন্দু স্থানীয় ভাষা জানেন কহিতেও পারেন । যে সময় অর্থাৎ ৬০০ বৎসরাবধি জবনেরা এতদেশ অধিকার করেন লোকেরদের প্রতি এই অন্যায় হইতেছে যে তাহারদের অজ্ঞাত ভাষা দ্বারা কর গ্রহণ বিচারাদি ব্যাপার নিম্পন্ন হইতেছিল। তন্নিমিত্তে আদালতের আমলারা স্বেচ্ছামতে লোকেরদের কৰ্ম্ম নিৰ্ব্বাহে ভ্রাস্তি জন্মাইয়া অশেষ অপকার করিতেছিলেন । অতএব উৎকোচ গ্ৰহণাদি . নানা প্রকার অত্যাচার অত্যন্ত প্রবল হইয়া উঠিয়াছিল । এইক্ষণে ঐ সকল ক্লেশ হইতে লোকেরা মুক্ত হইলেন অতএব ভরসা করি যে র্তাহার এইক্ষণে কিঞ্চিৎ মনোযোগী হইয়া জ্ঞান পূর্বক ব্যবহার করিলে স্কনিয়মের ফল ভোগ করিতে পারিবেন। ( ১৪ সেপ্টেম্বর ১৮৩৯ । ৩০ ভাদ্র ১২৪৬ ) বঙ্গভাষাভ্যাস ।—আমরা অবগত হইয়া আহলাদিত হইলাম যে পারস্য ভাষা রহিত হওয়াতে কলিকাতাস্থ হাই স্কুলের অধ্যক্ষ সাহেবের ছাত্রেরদিগকে বঙ্গ ও হিন্দী ভাষা শিক্ষা দেওণের নিশ্চয় করিয়াছেন । এইরূপ শিক্ষার নিয়ম পারন্টেল আকাডিমি ও মার্টিনীয়র নামক বিদ্যালয়ে অনেক দিবসাবধি স্থাপিত হইয়াছে।