পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নৈতিক অবস্থা ( ৬ নবেম্বর ১৮৩০ । ২২ কাৰ্ত্তিক ১২৩৭ ) শ্ৰীযুত চন্দ্রিকাম্প্রকাশক মহাশয়েষ্ণু । আমি বিদেশী মকুন্তু এই শহরে বিষয় কৰ্ম্ম করি শুনিলাম হিন্দুকালেজনামক পাঠশালায় বড় বিদ্যfচর্চা ছেলে পড়াইলেই বড় বিদ্বান হয় আর বড়২ সাহেবের আসিয়া তাহার পরীক্ষা লয়েন কৃতবিদ্যা হইলে পরে রাজসরকারে বড় কৰ্ম্ম হইতে পারে ইহাতে লোভাকৃষ্ট হইয়া অতিক্লেশে মাসিক বেতন দিতে স্বীকার করিয়া আপন বালককে দেশহইতে আনিয়া ঐ কলেজে নিযুক্ত করিলাম তাহাতে যে উৎপাতগ্রস্ত হইয়াছি তাহা কিঞ্চিং লিখি আপনি দেশের মঙ্গলাকাজক্ষী ধৰ্ম্ম প্রতিপালনচেষ্টক যদি এই লিপি প্রকাশ করেন তবে ইহাতে আমার যেপৰ্য্যস্ত উপকার হইয়াছে সেই আর কিছু নাই কিন্তু আমার মত লো ভাস্কৃষ্ট অনেক ছেলের পরিবারের উপকার হইতে পারে । আপন বিষয়ানুসারে পুত্রকে উত্তম পোষাক দিলাম প্রতি দিন প্রাতে আহার করাইয়া পাঠশালায় পাঠাই সন্তানটি শান্ত ও বশীভূত ছিল চন্দ্রিকাগ্রকাশক মহাশয় বলিতে কি আমি নিৰ্দ্ধন মনুষ্য পুত্রটি ঘরের কৰ্ম্ম কখনই দেখিত ও ডাকিলেই নিকটে আসিত কোন কথা জিজ্ঞাসা করিলেই উত্তর দিত কিন্তু কিছু কালের মধ্যে বিপরীত রীতি হইতে লাগিল পরে দেশের রীত্যনুসারে আচার ব্যবহার ও পোষাক ত্যাগ করিলেক অর্থাৎ চুল কাটা সাপাতু জুতাধারি মালাহীন স্নানবিহীন প্রাপ্তমাত্রই ভোজন করে শুচি অশুচি দুই সমান জ্ঞান জা ভীর বিষয় অভিমানত্যাগী উপদেশ কথা হইলেই Nonsence কহে ইত্যাদি ব্যবহারদ্বষ্টে মনে২ ভাবিলাম যে পুত্রের পুত্ৰত্ব হইবার লক্ষণ বটে ভাল বিদ্যাবিষয়ে কি হইয়াছে জানিব এজন্যে পাঠশালার অন্য পড়ুয়ার এবং মাষ্টরের নিকট জিজ্ঞাসা করাতে জানিলাম যে ছেলে ইঙ্গরেজী অঙ্ক গণিত শাস্ত্র ক্ষেত্রপরিমাণবিদ্যা বিলাতের পুরাতন রাজারদিগের উপাখ্যান ভূগোল খগোল ইতিহাসইত্যাদি পড়ে সপ্তাহে তিন দিন লেকচর শুণেন অর্থাৎ আগুণকে জল করে জলকে বাতাস করে চন্দ্র স্বর্ঘ্যের গ্রহণ দেখায় পাঠান্তে কোন দিন ধৰ্ম্মশাস্ত্র ও জ্ঞান শাস্ত্র পড়ে আর বার রাত্রিতে সভা করিয়া বিচার করে চড়২ করিয়া টানাকলমে ইঙ্গরেজী লেখে মধ্যে২ তরজমাও করে ইহাতে বলি ভাল ছেলেটি অবশীভূত অদম্য হইল কিন্তু অনেক শাস্ত্র জানিতেছে পরে লেখার তজবীজ করিলাম অতি কদক্ষর লেখে এবং অধিক লিখিতে পারে না যে তরজমা করে তাহার বাঙ্গল বুঝা যায় না পাচটা অঙ্ক ঠিক দিতে পারে না কসামাজ জানে না নিমন্ত্রণপত্র কিম্বা বাজারের চিঠিীখানা লিখিতে অক্ষম জিজ্ঞাসা করিলে উত্তর করে Nonsence ইত্যাদি অর্থাৎ লিখন কাৰ্য্য Drudgery নীচ লোকের কৰ্ম্ম স্বন্দর অক্ষর লেখ৷ Painting অর্থাৎ চিত্রকরা তাহাতে আবশ্বক নাই পণ্ডিত হইলে কদৰ্য্যঅক্ষরই লেখে