পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه الممر لا চামরবৎ ঝাড়র বাতাস করিতে লাগিল । পরে ঢেড়রাওয়ালা এক জন তাহারদের সম্মুখে২ জয়বাদ্যের ন্যায় ঢেড়রা পিটিতে লাগিল এবং যে ভুরি ২ লোক ঐ তামাস দেখিতে আসিয়াছিলেন র্তাহারদের নিকটে ঐ দস্থ্যরদের কুকৰ্ম্মবিবরণ বর্ণন হইতে থাকিল...। ১৮৩৫ সনে সার চালর্স মেটকাফের অস্থায়ী বড়লাট থাকার সময়ে মুদ্রাষন্ত্রের স্বাধীনতা বিষয়ক একটি আইন হয় । এই আইন ও মুদ্রণযন্ত্রের স্বাধীনতা সম্বন্ধে আলোচনা ৩৮৬-৯২ পৃষ্ঠায় উদ্ধৃত হইল। শাসন-সংক্রান্ত সংবাদের মধ্যে এইগুলি ছাড়া আরও অনেক তথ্য আছে । ইহার পর কলিকাতার কয়েকটি সভা-সমিতির বিবরণ উদ্ধত হইয়াছে । ইহাদের মধ্যে বৈদ্যসমাজ, বঙ্গভাষা প্রকাশিক সভা, ও জমিদারদিগের সভা উল্লেখষোগ্য । বৈদ্যসমাজ কবিরাজদিগের সভ ছিল । সংস্কৃত কলেজের বৈদ্যক-শ্রেণীর ভূতপূৰ্ব্বক শিক্ষক খুদিরাম বিশারদ উহার সম্পাদক ছিলেন । বৈদ্য জাতীয় চিকিৎসকেরা যাহাতে অন্য কোন জাতির চিকিৎসক যেখানে চিকিৎসা করেন সেখানে না যান, ও বৈদ্য-জাতীয় ভিন্ন অন্য কাহাকেও ঔষধ বিক্রয় না করেন তাহ দেখিবার জন্য এবং বৈদ্য জাতীয় চিকিৎসকদিগের স্বার্থরক্ষার জন্য বৈদ্যসমাজ স্থাপিত হয় । বঙ্গভাষা প্রকাশিক সভার প্রতিষ্ঠা হয় রাজকীয় বিষয় আলোচনার জন্য । এই ধরণের সভা-সমিতির মধ্যে বঙ্গভাষা প্রকাশিক সভাকে বয়োজ্যেষ্ঠ বলিতে হইবে । জমিদারদের সমাজ জমিদারদের স্বার্থরক্ষার জন্যই স্থাপিত হয় । সমাজ-বিভাগের ৪০৯-১৪ পৃষ্ঠা স্বাস্থ্য-বিষয়ক । এই অংশে এ-দেশে মহামারী, ওলাউঠা প্রভৃতির প্রাদুর্ভাব সম্বন্ধীয় সংবাদ আছে । সমাজ-বিভাগের অবশিষ্ট অংশ ব্যক্তিগত সংবাদ । এই অংশকে আবার চারিটি ভাগে বিভক্ত করা হইয়াছে । প্রথম ভাগে দেশের বহু সন্ত্রান্ত লোক সম্বন্ধে বহু তথ্য পাওয়া যাইবে, দ্বিতীয় ভাগে শুধু রাজা রামমোহন রায় সম্বন্ধীয় তথ্য, তৃতীয় ভাগে তাহার পালিত-পুত্র-রূপে পরিচিত রাজারাম রায় ও চতুর্থ ভাগে তাহার বিলাত-যাত্রার সঙ্গী রামরত্ব মুখোপাধ্যায়সম্পকিত কতকগুলি সংবাদ সন্নিবেশিত হইয়াছে । এই অংশে যাহাদের কার্য্যকলাপ বা মৃত্যু-সম্বন্ধে সংবাদ দেওয়া হইয়াছে, তাহারা সকলেই সে-যুগের ধনী ও সন্ত্রান্ত ব্যক্তি ছিলেন । কিন্তু দু-এক জন ছাড়া ইহাদের কাহারও বাংলা দেশ ও বাঙালী জাতির ইতিহাসে স্থান আছে এ-কথা বলা চলে না। স্বতরাং এই অংশে যে-সকল তথ্য পাওয়া যাইবে, তাহার বেশী মূল্য সেকালের সন্ত্রাস্ত লোকের জীবন-যাত্রার চিত্র হিসাবে,---কোন ব্যক্তি-বিশেষের জীবনীর উপাদান হিসাবে নয় । বাংলা দেশের সামাজিক ইতিহাসের উপকরণ হিসাবে এগুলি খুবই মূল্যবান । এই সকল সংবাদের মধ্যে কয়েকটি বিশেষ উল্লেখযোগ্য । ৪৩৬-৪৪ পৃষ্ঠায় বৰ্দ্ধমানের বিখ্যাত জাল প্রতাপচাপ সম্বন্ধে সংবাদ আছে । ৪৪৪ পৃষ্ঠায় দক্ষিণানন্দন ( দক্ষিণারঞ্জন ) মুখোপাধ্যায় সম্বন্ধে একটি অতিশয় কৌতুহলোদ্দীপক সংবাদ আছে । ডিরোজিওর শিষ্য দক্ষিণানন্দন এককালে হিন্দুদ্বেষী 'জ্ঞানান্বেষণ’ পত্রিকার সম্পাদক ছিলেন এবং নাস্তিক বলিয়া তাহার ঘ