পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S్చరిw মংখাদ পত্রে সেনকালের কথা করিতেছেন অতএব আমারদের বাঙ্গালী বাবুরদের গুণের কথা কত কব ইতি । কস্যচিৎ কালীকিঙ্করস্ত -সং প্রং । ( ১৬ জুলাই ১৮৩১ । ১ শ্রাবণ ১২৩৮ ) হিন্দুকালেজ —মেষ্টর ডেমক্সের [ D'Anselme ] সাহেব যিনি অতিখ্যাত্যাপন্ন বিদ্বান এবং প্রায় আরম্ভাবধি প্রধান শিক্ষকরূপে নিযুক্ত থাকিয়া শিক্ষকদিগের স্বরাতিক্রমে বিদ্যা প্রদান করিয়াছেন এক্ষণে র্তাহার পরিবর্তে মেষ্টর ইম্পিলিট্‌ [ Mr. Speed ] সাহেবকে মেম্বর মহাশয়রা নিযুক্ত করিয়াছেন। অপর চতুর্থ ক্লাসের নিমিত্ত মেষ্টর গ্রেব সাহেব নিযুক্ত হইয়াছেন । অপর শ্ৰীযুত মেম্বর মহাশয়দিগের প্রতি আমারদিগের নিবেদন এইমত আজ্ঞা তাবৎ ক্লাস মেষ্টর এবং পণ্ডিত মহাশয়ুদিগের প্রতি দেন যে ষ্টিন্দু কলেজের ছাত্রেরা ফিরিঙ্গির মত পরিচ্ছদ না করিতে পায় যথা ফিরিঙ্গি জুতাপায় সবচুল মাথায় খালি অtঙ্গরাখা গায় মালা নাই গলায় নেচরের গুণে সৃষ্টি স্থিতি প্রলয় হয় এবং দাড়িয়ে প্রস্রাব করে ইত্যাদি পরিবর্তে মাথা কামায় ফিরিঙ্গি জুতা পায় মা দিতে পায় উড়ানি কিম্ব একলাই দেয় গায় মালা দেয় গলায় অস্পৃশ্য দ্রব্য না খায় তিলকসেবা করে ত্রিকচ্ছ কর্যে ধুতী পরে ঈশ্বরের গুণানুকীৰ্ত্তনে সৰ্ব্বদা রত হয় কাছা খুলে প্রস্রাব ত্যাগ কর্যে জল লয় ইহা হইলে আপাততো হিন্দুর ছেলেদিগের হিন্দুর মত দেখায় নতুবা মহিষটান ফিরিঙ্গির ছেলেদের ন্যায় পথে২ বেড়ায় দেখে বিশিষ্ট শিষ্ট লোকের অঙ্গ জলে যায় অতএব মেম্বর মহাশয়র অনুগ্রহপূর্বক উক্ত কুরীতির পরিবর্তে স্থনীতিগুলীন সংস্থাপন করিলে বড় ভাল হয় যদ্যপি ইহাতে কোন অপাত্র ছাত্র আপনকারদিগের সুরীতির শাসন উল্লঙ্ঘন করে তবে তৎক্ষণাৎ সেই বালকের নাম কেটে কালেজহইতে বাহির করিয়া দেন এক্ট এইরূপ দৃঢ়তর হুকুম ক্লাস মেষ্টরদিগের প্রতি নিয়োগ করিয়া দেখুন দেখি কিপর্য্যস্ত কালেজের শ্ৰীবৃদ্ধি হয় আপনারাও যেমন কায়িক শ্রম স্বীকার করিয়া বালকদিগের বিদ্যা প্রদান করিতেছেন আমরাও সেই বালকদিগের ঐহিক ও পারত্রিক নিস্তার নিমিত্ত চেষ্টা করিতেছি এবং তজ্জন্য যে সদুপায় প্রকাশ করিলাম তাহাতে মেম্বর মহাশয়ের রাগভাগ ত্যাগ করিয়া স্বরীতির সারভাগ গ্রহণ করিতে আজ্ঞা হইবেক –সং প্রং ( সংবাদ প্রভাকর } ( ৬ জুলাই ১৮৩৩ । ২৪ আষাঢ় ১২৪০ ) পূজনীয় শ্ৰীযুত চন্দ্রিকণপ্রকাশক মহাশয় । প্রণতিপূর্বকং নিবেদনমিদং । আমি শুনিয়াছিলাম ইঙ্গলগুধিপতির রাজ্যাধিকারে অবিচার হয় না পরে আমার জ্ঞানোদয়াবধি যে২ বিষয় অনুভূত আছি ভদ্বারাও বোধ জন্মিয়াছিল রাজার স্বজাতি মন্ত্রিবর্গও রাজতুল্য স্থবিচারক বটেন কিন্তু সংপ্ৰতি কএক বৎসরাবধি