পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ ২৩৯ নানা বিষয়ে মন্ত্রিবর্গের অমনোযোগে দোর্দণ্ড প্রতাপান্বিত রাজা প্রজাপলিনার্থ রাজধানীতে বিরাজ করিতেছেন ইহা দেদীপ্যমান তথাচ রাজ্যে অরাজকতুল্য বোধ হইতেছে যেহেতুক অরাজকে স্ত্রী স্বামির বশীভূত থাকে না পুত্র পিতৃ আজ্ঞা লঙ্ঘন করে ধাৰ্ম্মিকের সস্তান কুল ধৰ্ম্ম ত্যাগে রত হয় সবল দুৰ্ব্বলকে প্রহার করে দস্থ্যভয়ে সকলে ভৗত হয় মিথ্যা প্রবঞ্চনার অত্যন্ত বাহুল্য হয় ধনি সকল নিধন হইয়া যায় অল্পচিন্তায় লোক সৰ্ব্বদা হাহাকার রব করে ইত্যাদি বিবিধ বিপদ অরাজকে হইয়া থাকে এক্ষণে প্রায় তাহাই ঘটিতেছে উক্ত ব্যাপারের অনেক বিষয় প্রত্যক্ষ হইতেছে সংপ্রতি মদীয় অবস্থা অবগত করাই তাহাতেই অনেক সপ্রমাণ হইবেক । আমি আপন পুত্রকে ইঙ্গরেজী বিদ্যা ভ্যাসার্থ হিন্দু কলেজে সমর্পণ করিয়াছিলাম ঐ সন্তান চতুর্থ শ্রেণী:পৰ্য্যন্ত পাঠ সমাপ্ত করিলে পর আমার বোধ হইল ইঙ্গরেজী বিদ্যায় কিঞ্চিৎ ব্যুৎপত্তি হইয়াছে এজন্য ঐ কলেজে যাইতে নিষেধ করিলাম যেহেতুক শুনিয়াছি কলেজের উচ্চ শ্রেণীতে পাঠ করিলে সে বালক নাস্তিক হয় এই শঙ্কায় পাঠ রহিত করাইবাতে বালক বিদ্যার্থী হইয়া নানা স্থানে গমন করত কোন মিসিনরির সহিত সাক্ষাং হইবাতে তিনি মির্জাপুরের স্কুলে তাহাকে কএক মাস ইঙ্গরেজী বিদ্যাভ্যাস করাইয়াছিলেন আমার জ্ঞান বালক কলিকাতায় মাতুলালয়ে থাকে কোনস্থানে বিদ্যাভ্যাস করে তাহার বিশেষ কিছুই জ্ঞাত ছিলাম না আট মাস তথায় পাঠ হইলে শুনিলাম মিসিনরি স্কুলে বিদ্যাভ্যাস করিয়া থাকে তৎপরে BBBB BBBB BBB BBB BBBB B BBBB BB BBB BBBD BB BBBS নামক পাতিফিরিঙ্গি এক জন গত স্নানযাত্রার দিবসে আমার বনহুগলির বাটীতে যাইয়া eG GDB BBBBBBB BBBBB DD BBBS BBBS BBBBB BBBBB BBBDD BBB শিক্ষকের বশীভূত হইয়। তৎসমভিব্যাহারে গেলে তৎকালে আমার গৃহে পুরুষমাত্র ছিল না কিন্তু যখন কলিকাতাভিমুখে বগী চালাইতে লাগিল তখন বালক চীৎকার ধ্বনি করিয়া গ্রামের লোককে কহিল তোমরা আমার পিতাকে সম্বাদ দিবা আমাকে কেষ্ট বান্দা ধরিয়া লইয়া যায় তৎপরে কএক দিবস আমি তত্ত্বকরত ঐ পাঠশালায় আছে জানিতে পারিয়া বাটীমধ্যে প্রবিষ্টহওনের চেষ্টা করিলাম কোনমতে প্রবিষ্ট হইতে পারিলাম না পরে পোলীসে নালিস করিলাম মাজিস্কেটসাহেবও তাঁহাতে মনোযোগ করিলেন না ফলতঃ আমার বালককে ছাড়িয়া দিতে হুকুম দিলেন না ঐ বালক মিসিনরিরদিগকে গৃহে আটক থাকাতে সুতরাং কিছুকাল পরেই অখাদ্য খাইবেক অন্মদাদির অনুপাস্য উপাসনা করিবেক ইহাতে আমার জাতি প্রাণ হানি হইল অতএব যে রাজার অধিকারে জাতি প্ৰাণ ধৰ্ম্ম মান সকল যায় সেখানে বাস করিয়া অবশুই কহিতে হয় অরাজক হইয়াছে । এতদৰ্থ অস্মদেশীয় হিন্দু ধৰ্ম্মশীল ব্যক্তিদিগকে জ্ঞাপন করিতেছি মিসিনরি এতন্নগরমধ্যে অত্যন্ত বলবান হইয়াছে ইহারা পূৰ্ব্বে কেবল রাস্তায় ঘাটে কেশব পাঠে লোক জমায়ুত করিত তাহাতে তাহারদিগের অভিলাষ পূর্ণ হয় নাই এক্ষণে বলপ্রকাশপূৰ্ব্বক বালক