পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जञtख ૨86 দিয়াছেন পরে ঐ অভাগ৷ কন্যারদিগের পিতৃ মাতৃ অথবা ভ্ৰাতৃ প্রভৃতির ঐ কন্যার ধড়ে প্রাণ থাকিতেই তত্তৎসম্বাদ প্রাপ্ত হইয়া উপযুক্ত সময়ে উক্ত কুলীন মহাশয়দিগকে অর্থ দানদ্বারা এবং নানা স্তব বিনয়দ্বারা সন্তুষ্ট করিয়া চিকিৎসাদিদ্বারা উক্ত কন্যারদিগের প্রাণরক্ষা করিয়াছেন কিন্তু যে স্থলে উপযুক্তসময়ে উক্ত কুলীন পাত্ৰস্থা কন্যাসন্তানদিগের তত্ত্বাবধারণ তত্তং পিতৃ বা ভ্রাতৃপ্রভৃতিদ্বারা না হয় সে স্থলে ঐ অভাগ৷ কন্যাসন্তানাদির জীবনাবসানহওনের প্রতি কোন সন্দেহ থাকে না যেহেতুক কুলীন মহাশয়েরা আপন২ স্ট্রীপুত্রদিগের প্রতিপালন করাকে এমত কুকৰ্ম্ম জানেন যে র্তাহারদিগের পীড়িতাবস্থাতে ও তাহারদিগের চিকিৎসাবিষয়ে কোন চেষ্টা করেন না এবং এতদ্রুপ চেষ্টাকে আপন২ কৌলীন্যের হানি কারক জানেন * * * । ( ১৯ ফেব্রুয়ারি ১৮৩১ । ৯ ফাল্গুন ১২৩৭ ) [ গত সপ্তাহে প্রকাশিত প্রেরিত পত্রের শেষ । ] কুলীন মহাশয়দিগের দৌরাত্ম্যে এবং অহিত্যচরণপ্রযুক্ত এতদেশীয় যোত্রহীন শ্রোত্রিয় বা কুলশ্রাস্ত বংশজ ব্রাহ্মণের যে কি পৰ্য্যস্ত দুঃখসাগরে নিমগ্ন তাহ লিখিয়া শেষ করিতে পারি নাই সে সমস্ত কথা মনে উপস্থিত হইলে কেবল নয়নবারিধারা অনিবাৰ্য্যরূপে পতিত হয় কুলীন মহাশয়ের পূর্বের লিখিত সমস্ত অহিতাচরণ করিয়াও সাধারণের নিকট দোষী নহেন যেহেতুক তাহার কুলীন কিন্তু অনা লোকেরা যদি ঐ প্রকারে দোষবিশিষ্ট হন এবং সে বিষয় বিচারকর্তার নিকট উপস্থিত হয় তবে তাহারা সাধারণ দক্ষ্যর ন্যায় দগুনীয় হইতে পারেন উক্ত কুলীনদিগের পূর্বপুরুষের বংশাবলিজ্ঞাত স্তুতিপাটক ঘটকনামে খ্যাত কতকগুলিন ব্রাহ্মণ আছেন তাহারা যাচ এণ করত ইতস্ততঃ ভ্রমণ করেন । এবং সমস্ত বিশিষ্ট লোকের নিকটহইতে কিঞ্চিৎ২ গ্রহণ করিয়া থাকেন কিন্তু যখন কোন ভদ্রলোকের কন্যার বিবাহোপস্থিত হয় তৎকালে যদি উক্ত ঘটকেরা ঐ বিবাহের সম্বাদ জানিতে পারেন তবে বিবাহের নিণীত রাত্রিতে তাহারা আপন২ দলবল সমভিব্যাহারে উক্ত কন্যাকৰ্ত্তার বাটীতে আসিয়া উপনিত হন এবং যত ঘটক ঐ রাত্রিতে আসিয়া উপস্থিত হন সকলকে যথাযোগ্য আহার এবং অর্থদানদ্বারা তুষ্ট করা কন্যাকৰ্ত্তার অতিকর্তব্য কৰ্ম্ম হয় অর্থাৎ কন্যাকৰ্ত্ত আপন২ দ্রব্যাদি বিক্রয় করিয়া অথবা বন্ধক রাখিয়াও সমাগত ঘটকইত্যাদিকে যথাসাপা তুষ্ট করিয়া থাকেন এরূপে অনেকের ধনক্ষয় হইয়াছে এবং হইতেছে অনেককাল পূৰ্ব্ব কলিকাতানিবাসি এক জন অতি সম্রাস্ত লোক আপন কন্যার বিবাহামোদে আমোদিত হইয়া প্রায় এক লক্ষ টাকা ব্যয় করিয়া একেবারে নিৰ্দ্ধন হইলেন এবং তৎপরে তাহার মনে এতদ্রুপ বিবেক উপস্থিত হইল যে তিনি আপন ভদ্রাসন বাট এবং অবশিষ্ট অন্যান্য সমস্ত দ্রব্য আপন কুলীন জামাতার হস্তে সমপণ করিয়া এককালে এ দেশ ত্যাগ করিয়া অতিদূর দেশে গিয়া দরিদ্রলোকের ন্যায় বাস করিলেন