পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

م/مو.li ۵ থ্যাতি ছিল । এই সংবাদটিতে র্তাহার পিতা তাহাকে কি ভাবে ঔষধ খাওয়াইয়া বশে আনেন তাহার সংবাদ দেওয়া হইয়াছে । তিনি পরে বর্দ্ধমানের মহারাণী বসন্তকুমারীর মোক্তার হইয়াছিলেন এবং রাণীর বিষয়-সংক্রান্ত ব্যাপারের তদ্বির করিতেন ( পূ. ৪৪৫, ৩৬৪-৬৬ )। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সে-যুগের এক জন খ্যাতনামা লেখক ও সম্পাদক । তাহার সম্বন্ধে সমসাময়িক অনেক তথ্য ৪২৩-২৪ পৃষ্ঠায় ও “সম্পাদকীয়" অংশে সঙ্কলন করিয়া দেওয়া হইয়াছে । এ-দেশের কয়েক জন সন্ত্রান্ত লোকের অবৈতনিক ম্যাজিষ্ট্রেট হইবার সংবাদ ৪৪৭ পৃষ্ঠায় আছে। দ্বারকানাথ ঠাকুর সম্বন্ধে বহু তথ্য ৪৪৭-৫০ পৃষ্ঠায় পাওয়া যাইবে । এই সকল সংবাদের মধ্যে র্তাহার স্ত্রী-বিয়োগের সংবাদও আছে । মহারাজ গোপীমোহন দেব সে-যুগের রক্ষণশীল সমাজের চুড়া-স্বরূপ ছিলেন । র্তাহার মৃত্যু-সংবাদ ৪২৭ পৃষ্ঠায় দেওয়া হইয়াছে। আরও দুই জনের মৃত্যু-সংবাদ উল্লেখযোগ্য ; একজন খড়দহের প্রাণকৃষ্ণ বিশ্বাস (পৃ. ৪৫২ ), অপর জন লালাবাবুর পুত্র জমুয়াকান্দী-নিবাসী শ্ৰীনারায়ণ সিংহ (পৃ. ৪৫৬-৫৮)। রসিককৃষ্ণ মল্লিকের ডেপুটি ম্যাজিষ্ট্রেট পদপ্রাপ্তির সংবাদ ৪৫৯ পৃষ্ঠায় পাওয়া যাইবে । ইহার পর রামমোহন রায় সম্বন্ধে বহু সংবাদ সন্নিবিষ্ট হইয়াছে । এই অংশের অধিকাংশ ংবাদই রামমোহনের বিলাতযাত্রা, বিলাত-প্রবাস ও মৃত্যু-বিষয়ক । রামমোহনের বিলাতযাত্রায় এ-দেশের কোন উপকার হইবে কি না এই আলোচনা ৪৮০ পৃষ্ঠায় উদ্ধত হইয়াছে। বিলাতে রামমোহন কিরূপ অভ্যথিত হন, সতীদাহ-নিবারণকল্পে কি করেন, দিল্লীশ্বরের দৌত্যকার্য্যে কতটা সফল হন, এ-সকল সংবাদ স্বতন্ত্রভাবে এই অংশে সঙ্কলিত হইয়াছে । রামমোহনের মৃত্যু ও র্তাহার স্মৃতি স্থায়ী করিবার প্রচেষ্টা সংক্রান্ত সংবাদ ৪৮৯-৯৪ পৃষ্ঠায় উদ্ধত হইয়াছে। এই অংশে রামমোহনের জীবন ও কাৰ্য্যকলাপ সম্বন্ধে বহু তথ্য সঙ্কলিত হইয়াছে। রামমোহন-সম্পর্কিত সংবাদের পর ৫০৩-৫০৫ পৃষ্ঠায় রাজারাম সম্বন্ধে কতকগুলি বৃত্তান্ত উদ্ধত হইয়াছে। রাজারাম যে রামমোহন রায়ের মুসলমান-প্রণয়িনীর গর্ভজাত সস্তান, তাহা মনে করিবার সঙ্গত কারণ আছে । গ্রন্থের পরিশিষ্টে “দ্বিজরাজের পেদোক্তি” নামে একটি ব্যঙ্গ কবিতায় ( পৃ. ৬৭২-৭৬ ) এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত আছে । “সম্পাদকীয়” অংশে রামমোহনের সহিত রাজারামের সম্পর্ক সম্বন্ধে বিস্তুত আলোচনা আছে । রামরত্ব মুখোপাধ্যায় সম্বন্ধে কয়েকটি সংবাদ দিয়া সমাজ-বিভাগ শেষ করা হইয়াছে। এই রামরত্ব মুখোপাধ্যায় রামমোহনের সঙ্গে বিলাত গিয়াছিলেন। th 8 এই সঙ্কলনের চতুর্থ বিভাগে ধৰ্ম্ম-সম্বন্ধীয় সংবাদ বিন্যস্ত হইয়াছে। এই বিভাগটি ছয়টি অংশে বিভক্ত,—(১) ধৰ্ম্মকৃত্য, (২) ধৰ্ম্মব্যবস্থা, (৩) ধৰ্ম্মস্থান, (৪) ধৰ্ম্মসভা, (৫) ব্রহ্মসভা ও (৬) বিবিধ। প্রথম ভাগে নানা পূজাপাৰ্ব্বণ, তুলাদান, শ্রাদ্ধ, বিবাহ ও সহমরণ সম্বন্ধে