পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫৪ সংবাদ পত্রে সেনকালের কথা হইতেছে। যদি ধৰ্ম্মাবতার শ্ৰীলশ্ৰযুত লার্ড অকলও গবর্নর জেনরল বাহাদুর কৃপাবলোকন পূর্বক কোন নূতন চার্টর করেন তবে ভূরি২ স্ত্রীলোকের জাতি ও ধৰ্ম্ম রক্ষা পাইয় তাহার পুত্র পৌত্রাদিদিগের আশীৰ্ব্বাদে নিযুক্ত থাকেন বিশেষতঃ প্রজার পাপ যথাশাস্ত্র রাজার হইতে পারে। এবং এই বিষয়ের নিমিত্ত ৮ রামমোহন রায়ের একান্ত মানস ছিল তঁহার ইউরোপে গমনেতে নিতান্ত ভরসা ছিল যে এসকল বিষয় শ্ৰীলশ্ৰীযুত বাদশাহের হজুরে প্রস্তাব করিবেন কিন্তু এদেশের দুর্ভাগ্যবশতঃ শীঘ্র তিনি ইহলোক ত্যাগ করিলেন । সম্পাদক মহাশয় কুলীন ব্রাহ্মণের রীতি নীতি কিঞ্চিৎ এই যে প্রায় তাবৎ কন্যারি ১৫৷২০২৫৷৩০ বৎসরে বিবাহ হইয়া থাকে কোন স্ত্রী ভৰ্ত্তার পিতামহীর বয়সী হন সে যে হউক। কন্যাগণের জনক একটি কুলীন আনিয়া আপনার বংশের মধ্যে যার যত কন্যা থাকে এককালে তাহাকেই সম্প্রদান করিয়া দেন তাহাতেও কুলীন মহাশয়দিগের আশা পূর্ণ না হইয়া মত্ত হস্তির ন্যায় দিগ বিজয়ী হইয়া নানা স্থানে এইরূপ বিবাহ করিয়া ফেরেন । ৫৭ বৎসরের মধ্যেও স্বীর মুখাবলোকন করেন না যদিও ভাগ্য বশতঃ কস্মিন কালে আগমন করেন তৎকালে স্ত্রী বা তজ্জনক জনমীর নিকটে দস্থ্যর ন্যায় টাকা না লইয়া গৃহমধ্যে প্রবেশ করেন না । সম্পাদক মহাশয় বিবেচনা করুন যে ঐ হতভাগা স্ত্রীরদিগের কিপর্য্যস্ত ক্লেশ ও মনস্তাপ বিশেষ কুলীন মহাশয়রা দর্প পূৰ্ব্বক গল্প করিয়া থাকেন যে আমারদিগের সহস্র বিবাহ করণেরো বিধি আছে। পরস্তু নলডাঙ্গা নিবাসি কোন ভদ্র এতদ্রুপ কুলীনের কন্যাদ্বয়ের যৎপরোনাস্তি অপকীৰ্ত্তি বিবরণ প্রকাশ করিতে অক্ষম হইলাম অতএব সম্পাদক মহাশয় ব্রাহ্মণের অনিষ্ট নিবারণার্থ প্রার্থনা এই যে ধৰ্ম্মাবতার শ্ৰীলশ্ৰীযুত গবর্নর জেনরল বাহাদুর এমত কোন নিয়ম নিৰ্দ্ধার্যা করেন যে কোন ব্রাহ্মণ কল্প ক্রয় বিক্রয় করিতে এবং প্রত্যেক ব্যক্তি এক২ বিবাহের অধিক করিতে না পারেন ইহা হইলে শ্ৰীলশ্ৰীযুতের কীৰ্ত্তি চন্দ্র সূর্য্যের চিরকাল দেদীপ্যমান থাকে ইতি । কস্তচিৎ পাবনাজিলার দর্পণ পাঠকস্ত । ( ৭ ডিসেম্বর ১৮৩৯ । ২৩ অগ্রহায়ণ ১২৪৬ ) বালি —সম্বাদপত্রে লেখে কিয়দিবস হইল বালি গ্রামনিবাসি গোবিন্দচন্দ্র নামক একজন কুলীন ব্রাহ্মণ একশত পত্নীকে বিধবা করিয়া লোকাস্তরগত হইয়াছেন । ( ১৭ জুন ১৮৩৭ । ৫ আষাঢ় ১২৪৪ ) শ্ৰীযুত জ্ঞানান্বেষণসম্পাদক মহাশয়েষ্ণু --অন্যদেশীয় লোকেরদের বিদ্যা বুদ্ধি বল কৌশলাদি অনেক সম্পত্তি আছে তাহারা এই সকল নানা বিষয়ে অহঙ্কার করিতে পারেন এতদ্ধেশীয় লোকেরদের উক্ত সম্পত্তি নাই কেবল জাতি লইয়া ইহারদিগের অহঙ্কার কিন্তু বিবেচনা করিলে এইক্ষণে তাহাও গিয়াছে । সম্পাদক মহাশয় এ দেশের কুলীন