পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

यक्षt७॥ ২৫৭ হয় নাই । এইক্ষণে পুরুষেরদিগের ধৰ্ম্মবিরুদ্ধ হয় না । কেবল স্ত্রীলোকের মুখ সম্ভোগ নিষেধার্থে কি ধৰ্ম্মশাস্ত্র ও পুরাণ তন্ত্র স্বজন হইয়াছিল । আমরা আমারদিগের শাস্ত্র অবলম্বন করিয়া সাধ্যমতে আছি তথাচ আমারদিগের বেশভূষা ও আকাঙ্ক্ষীয় উত্তম আহারীয় দ্রব্যাদি ও পতিসংসর্গ বর্জিত হইয়া অহরহ: অসহ বিরহবেদনায় বাহ্যজ্ঞান রহিত হইয়া কি নিমিত্তে কালযাপন করিতে হয় । ইহার তাৎপৰ্য্য কিছুই বুঝিতে পারি নাই । যাহা হউক অবলার অবল মনোব্যথা শমতাকরণের কৰ্ত্তা পতিঅভাবে ভূপতি । অতএব নিবেদন এইক্ষণে ধাৰ্ম্মিক রাজা ইঙ্গরেজ বাহাদুর নানাবিধ ধৰ্ম্ম সংস্থাপন করিতেছেন । আমারদিগের ধৰ্ম্ম শাস্ত্রে এই যাতনা নিবারণের উপায় আছে তাহা প্রাচীন পুরাণ ও শাস্ত্রে দৃষ্টিপূর্বক ও প্রধান২ পণ্ডিত মহাশয়ের দ্বারা অবগত হইয়া শুদ্ধ সদ্বিচার করিয়া অনুগ্রহপূর্বক আইন অনুসারে প্রকাশ করেন । কিম্বা বিশিষ্ট কুলোদ্ভব মহাশয়েরদিগের উপস্ত্রী সহিত সম্ভোগ রহিত করেন । তাহা হইলে আমারদিগের ধৰ্ম্ম বলবৎ হয় এবং রাজার প্রধান ধৰ্ম্ম সংস্থাপন হয় । কেননা স্ত্রীলোক ব্যভিচারী কেবল পুরুষের দ্বারা যদ্যপি পুরুষসকল উপস্ত্রী বর্জিত হন তবে স্ত্রীলোক কুলটা হইতে পারে না । স্বভাবে ধৰ্ম্মে ধৰ্ম্ম রক্ষা করেন। কাচিৎ শাস্তিপুরনিবাসিনী । ( ২১ মার্চ ১৮৩৫ ন চৈত্র ১২৪১ ) শ্ৰীযুত দর্পণ প্রকাশক মহাশয় বরাবরেষু। শাস্তিপুর নিবাসি স্ত্রীগণ আপনারদের দুঃখ প্রকাশার্থ অগ্রসর হইয়াছেন শ্রবণ করিয়া আমরা পরমসন্তুষ্ট হইলাম । তাহারা এইক্ষণে যে পথ অবলম্বন করিয়াছেন তাহ অবলম্বন করিতে আমারদেরও বহুকাল ষত্ব ছিল । কিন্তু সহকারী না থাকাতে ভয়প্রযুক্ত আমরা অগ্রসর হইতে পারি নাই এইক্ষণে সেই ভয় দূর হইল অতএব আপনারদের সঙ্গে দুঃখসম্বেদক রোদন করিতে আমরা মিলি । প্রথমতঃ আমারদের পিত্রাদি ও ভ্রাতৃবর্গের নিকটে জ্ঞাপন করিতেছি কিন্তু দেখা যাউক তাহাতে কি ফল হয় । ১ । হে পিতঃ ও ভ্রাতরঃ সভ্যদেশীয় স্ত্রীগণের যেমন বিদ্যাধ্যয়ন হয় তদ্রুপ আমারদের কি নিমিত্ত না হয়। আপনারা কি ইহা বুঝেন যে বিদ্যাধ্যয়ন করিলেই সাংসারিক নীতি ও ধৰ্ম্ম প্রতিপালন হইতে পারে না । ২ । অন্যান্য দেশীয় স্ত্রীলোকেরা যেমন স্বচ্ছন্দে সকল লোকের সঙ্গে আলাপাদি করে আমারদিগকে তদ্রুপ করিতে কেন না দেন । কি আমারদের স্বভাবপ্রযুক্ত কি আমারদের দেশে কোন বাধা আছে যে এমত ব্যবহার করা হইতে পারে না । ফলতঃ প্রথমতঃ আপনার অবিবেচনাপূর্বক এই ব্যবহারে আসক্ত আছেন এইক্ষণে তাহ পরিত্যাগ করিতে অসমর্থ। ৩ । বলদ ও অচেতন দ্রব্যাদির ন্যায় আমারদিগকে কি নিমিত্ত হস্তান্তর করিয়া ‘දාදා