পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨dાના ছংবাদপত্রে-মেকালের কথা আপনারা নির্দয়াচরণ করিতেছেন আমরা কি আপনারাই বিবেচনাপূর্বক স্বামী মনোনীত করিতে পারি না । আপনার কহেন যে আমারদের কুলধৰ্ম্ম ও সন্ত্রম বজায় রাখিতে হইবে এই নিমিত্ত কোন বিবেচনা করিয়া যাহারদের সঙ্গে আমারদের কখন কিছু জানা শুনা নাই এবং বিদ্যা কি রূপ কি ধনাদি কিছু নাই এমত পোড়া কপালিয়ারদের সঙ্গে কেবল ছাইর কুলের নিমিত্ত আমারদের বিবাহ দিতেছেন এবং যখন অতি বালিকা অর্থাৎ ৪৷৫১১৷১২ বর্ষবয়স্ক এমত অজ্ঞানাবস্থায় অামারদিগকে দান করিতেছেন সংসারের মধ্যে প্রবেশের কি এই উচিত সময় । ইহাতে কি কুফল হইতেছে তাহাও আপনার বিলক্ষণ জ্ঞাত আছেন । আমরা তাহার বিস্তার বৃত্তান্ত প্রকাশ করিয়া লোকের ঘৃণা জন্মাইব না যে ব্যাপারেতে আমারদের স্থখ দুঃখের ক্ষতি বৃদ্ধি সেই কৰ্ম্মেতে যদি আমারদিগকে বিবেচনা করিতে ভার দিতেন তবে কি তাহাতে আপনারদের কুলের সন্ত্রম ও আমারদের স্থখের হানি হইত । ফলতঃ প্রার্থনা যে এই বিষয়ে আপনারা কেবল সাধারণ কতৃত্ব করেন আমারদের প্রক্তি মনোনীত করণের ভার থাকে । ৪ । হে পিতঃ ও ভ্রাতরঃ আপনারা কেহ২ টাকা লইয়া আমারদিগকে বিবাহ দিতেছেন তাহাতে যাহারা মূল্য অধিক ডাকেন তাহারাই আমারদের স্বামী হন এবং আমরা তাহারদের ক্রীত সম্পত্তির মধ্যে গণ্য হই । তাহাতে যে টাকা পাওয়া যায় তাহা যদি আমারদিগকে স্ত্রীধন বলিয়া দেওয়া যাইত তবে সে স্বতন্ত্র কথা ছিল কিন্তু সেই সকল টাকা লইয়া আপনার নিজ ব্যয় করিতেছেন । অতএব ইহাতে আমারদিগকে জীবদ্দশাতে বিক্রয় করা হইতেছে। যদি আমারদের দেশের শাসনকৰ্ত্তা এই ঘৃণ্যব্যাপারে সহিষ্ণুতা করেন তবে পাপভাগী হইবেন কিন্তু পরমেশ্বর যে কত কাল সহিবেন তাহ কহা যায় না তিনি আপনারদের অপরাধ মার্জন করুন । ৫ । র্যাহারদের অনেক ভাৰ্য্যা আছে তাহারদের সঙ্গে কেন অামারদের বিবাহ দিতেছেন । র্যাহার অনেক ভাৰ্য্যা তিনি প্রত্যেক ভাৰ্য্যা লইয়া সাংসারিক যেমন রীতি ও কৰ্ত্তব্য তাহা কিরূপে করিতে পারেন । ৬ । ভাৰ্য্যার মৃত্যুর পরে স্বামী পুনৰ্ব্বিবাহ করিতে পারে তবে কেন স্ত্রী স্বামির মৃত্যুর পরে বিবাহ করিতে না পারে । পুরুষের যেমন বিবাহ করিতে অনুরাগ তেমন কি ! স্ত্রীর নাই । এই স্বাভাবিক বিরুদ্ধ নিয়মেতে কি দুষ্টতার দমন হয় । হে প্রিয় পিতঃ ও ভ্রাতৃগণ এই সকল বিষয়ে মনোমধ্যে যথার্থ বিচার করিয়া কহুন দেখি যে আমারদিগকে আপনারা কিরূপ দুঃখিনী ও গোলামের ন্যায় অপমানিত দেখিতেছেন --১৫ মার্চ ১৮৩৫ । চুচুড়ানিবাসি স্ত্রীগণস্ত । -- ( ১৮ এপ্রিল ১৮৩৫ ৬ লৈশাখ ১২৪২ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় সমীপেষু । আমারদিগের এই কএক পংক্তি মহাশয়ের দপশৈকদেশে স্থানদানে প্রৌঢ় অনুঢ়া পত্তিহীন বিরহিণীরদিগের মনের ব্যথা অনেক