পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬০ চনংবাদপত্রে মোকালের কথা গুণাগুণ পুরাণে প্রকাশ আছে সে কি উকীলের ঠাকুরালি কি ঠাকুরেরদিগের ঠাকুরালি ইহা বিবেচনা না করিয়া কেবলি কুকথা বলিয়া চিত্তে কালি দিতে ক্ষমতাপন্ন হইয়াছেন। সকল অনুঢ়া প্রৌঢ় পতিহীনার প্রতি যে বিধি বিধি নানাবিধ ধৰ্ম্মশাস্ত্রে বিধান করিয়াছেন তাহা প্রবিধান না করিয়া বধিরের মত অব্যবস্থা করিয়া দুরবস্থায় রাখিয়াছেন যেমন চন্দ্রমী রাহগ্ৰস্ত তেমনি নিগুঢ়ধৰ্ম্মের অবস্থা করিয়াছেন। পরস্তু রাজ্যাধিপতিকে অধাৰ্ম্মিক অবিচারক বলিয়া নানাবিধ ভৎসনাকরণে কি তাৎপৰ্য্য। রাজ্যাধিপতি তোমারদিগের সাধারণ ধৰ্ম্ম ধাৰ্য্য করিয়া স্থবিচাৰ্য্যমতে আজ করেন যেহেতুক বাঙ্গলা ধৰ্ম্মশাস্ত্রে এমত আছে যে স্ত্রীলোক পতি পরিত্যাগ করিয়া উপপতি লইয়া জবন ভূপতির হজুরে হাজির হয় তাহার আরজেতে জাতিতে কি অধিকার থাকে । তিনি পুনরায় পতিগৃহে প্রবেশ করিলেই দেশ বিদেশে অশেষ লোককে জবনজাতি প্রাপ্ত করান। যেহেতুক আপনার ধৰ্ম্ম ভাবিয়া কহেন যে পাপান্ন গ্রহণ করিলেই জাতিচু্যত হইতে হয় তজ্জন্যই দেশাধিপতি সেইমত আজ্ঞা করেন যে হে পুরুষ তুমি ক্ষান্ত হও তোমাকে ও চাহে না । সে যাহা হউক বাদানুবাদে বিরহযন্ত্রণা নির্বাহ হইতে পারে না । আমরা অকুলে পড়িয়া আকুলা হইয়া পুনঃ২ প্রণতিপূৰ্ব্বক ভূপতিকে নিবেদন করিতেছি আমারদিগের যাতনা নিবারণের ব্যবস্থা আমারদিগের নিগুঢ় ধৰ্ম্মশাস্ত্রে যাহা অাছে তাহা ইঙ্গিতে ভঙ্গীতে অনুগ্রহ প্রকাশ করিয়া এ দুঃখহইতে রক্ষা করেন তাহা হইলে প্রাণরক্ষা হয় এবং বিপক্ষের কুবাক্যে চক্ষের জলে ভাসিতে হয় না বিশেষতঃ দেশাধিপতির প্রধান ধৰ্ম্ম ংস্থাপন হয়। কাসাং শাস্তিপুরনিবাস্তনেক বিরহিণীনাং । ( ১ ফেব্রুয়ারি ১৮৪০ । ২০ মাঘ ১২৪৬ ) শ্ৰীযুত দর্পণ প্রকাশক মহাশয় সমীপেষু —আমরা কতক গুলিন বঙ্গ দেশস্থ হিন্দু জমিদারের ও ধনির কুলবালা দুৰ্ব্বলা বহুকালাবধি আন্তরিক অসহিষ্ণু যন্ত্রণা ভোগ করতঃ অতি ব্যাকুলা হইয়া মহাশয়ের নিকটে আপন২ অবস্থার কিঞ্চিদ্বিবরণ লিখিতেছি যাহাতে ইঙ্গলগু বাসিনী অামারদিগের মহারাণীর এবং কলিকাতাস্থ স্থপ্রেম কৌন্সেলিগণের কর্ণগোচর হইয়া আমরা যে দুঃখার্ণবে মগ্ন হইয়া ত্ৰাহি২ করিতেছি তাহা হইতে পরিত্রাণের কোন সদুপায় । হয় এমত মনোযোগ করেন । প্রথম । আমারদিগের দায়ভাগ আদিগ্রন্থে পিতৃধনে কন্যার অংশ না থাকাতে বর্তমান রাজগণের সুতরাং কন্যার অংশ একেবারে লোপ করিয়াছেন কিন্তু এই নির্দয় নিৰ্ম্মায়িক ব্যবস্থা প্রচলিত থাকাতে আমারদিগের নৃপতি অবশুই ভূরি২ পাপের ভাগী হইতেছেন তদ্বিস্তারিত নিম্নে লিখিতেছি। পূৰ্ব্বকালে আমারদিগের যখন কোন রাজকন্যা কি খনির কন্যারা পাত্রস্থ হইতেন তখন কস্তার পিতা যৌতুক স্বরূপ আপন২ কন্যাকে এত ধন রত্ন ও গ্রামাদি দিতেম যে পরমসুখে কাল যাপন হইত বরং কেহ২ রাজ্যের ও ধনের অৰ্ধেকাংশ