পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ ২৬৭ কারণবশত মুপ্রিম কোর্টের কৌন্সেলি শ্ৰীযুত টর্টন সাহেবপ্রভৃতি তাহার নিকট আসিয়া জোবানবন্দি করাতে ঐ অভাগিনী আপন জাতি নষ্টহওনের বিষয় তাবৎ স্বীকার করে পরে তাহার ভাস্থরকে সকলে স্থগিত রাখিল এবং তৎসমভিব্যাহারে আর ২০২৫ ঘরও রহিত হইল কিছুকাল পরে ঐ স্ত্রীর মৃত্যু হইল কিন্তু তাহার আত্মীয়বর্গের তজ্জন্ত সমন্বয়াদি কিছু করেন নাই এ কারণ স্বজাতিতে চলিত ছিলেন না সংপ্রতি গত ২৮ আগ্রহায়ণ সোমবার যোড়াসাকোনিবাসি শ্ৰীযুত মধুসূদন পালের মাতার আদ্যকৃত্য হইয়াছে সিংহ বাবুর দলভুক্ত এ জন্য তদলস্থ তাবৎকে নিমন্ত্রণ করিয়াছিলেন কিন্তু দোষিদিগের নিমন্ত্রণহওয়াতে তিলি জাতির মধ্যে । শ্ৰীযুত রামকান্ত মল্লিক শ্ৰীযুত কৃষ্ণপ্রসাদ সেঠ শ্ৰীযুত বৃন্দাবন পাল শ্ৰীযুত বলরাম পাল শ্ৰীযুত গঙ্গানারায়ণ পাল শ্ৰীযুত গোবিন্দরাম পাল শ্ৰীযুত মধুসূদন শ্রমাণি শ্ৰীযুত রামজয় সেঠ শ্ৰীযুত পঞ্চানন সেট শ্ৰীযুত হলধর শ্রমাণি শ্ৰীযুত বৃন্দাবন কুণ্ড শ্ৰীযুত রামনারায়ণ কুণ্ডপ্রভৃতি নৃষ্ঠাধিক এক শত ঘর তিলি ঐ মধুসূদন পালের বাটতে গমন করেন নাই । অপর উক্ত দলস্থ ব্রাহ্মণ কায়স্থ অনেক যান নাই যদ্যপিও তাহারদিগের তাবতের নাম লেখা লিপি বাহুল্য তথাপি অগ্রগণ্য মহাশয়দিগের নাম লিখি শ্ৰীযুত হরিশ্চন্দ্র বন্দ্যোপাধ্যায় ৮মুখদেব মুখোপাধ্যায়ের পুত্ৰ শ্ৰীযুত বিশ্বনাথ মুখোপাধ্যায় শ্ৰীযুত দপনারায়ণ মুখোপাধ্যায় শ্ৰীযুত ঠাকুরদাস সিকদার শ্ৰীযুত পীতাম্বর মুখোপাধ্যায় শ্ৰীযুত মাণিক্যচন্দ্র মুখোপাধ্যায় শ্ৰীযুত হরচন্দ্র মুখোপাধ্যায় শ্ৰীযুত গোবিন্দচন্দ্র মুখোপাধ্যায় শ্ৰীযুত রামলোচন মুখোপাধ্যায় শ্ৰীযুত রাজচন্দ্র মুখোপাধ্যায় শ্ৰীযুত মধুস্থদন মুখোপাধ্যায় শ্ৰীযুত রামরত্ব মুখোপাধ্যায় শ্ৰীযুত বৃন্দাবন ঘোষাল শ্ৰীযুত জয়গোপাল ঘোষালপ্রভৃতি প্রায় ৪০।৫০ ঘর ব্রাহ্মণ ঐ সভায় গমন করেন নাই অপরঞ্চ শ্ৰীযুত বাবু রঙ্গলাল মিত্ৰ শ্ৰীযুত বাবু বিশ্বম্ভর মিত্রপ্রভৃতি কএক জনের গমন হয় নাই সিংহ বাবুরদিগের দলে কায়স্থ জাতি অল্প ৰ্তাহারদিগের নিজ কুটুম্ব শ্ৰীযুত বাৰু ভৈরবচন্দ্র ঘোষ গিয়াছিলেন কিন্তু তাহার গুরু পুরোহিতের গমন হয় নাই অধিক লিখিলে লিপি বাহুল্য হয় এক্ষণে পাঠকবর্গ বিবেচনা করিবেন সিংহ বাবু কি এই কৰ্ম্ম উত্তম করিয়াছেন আপন দলের এত লোকের অমতে কৰ্ম্ম করা কি দলপতির উচিত । ২৯ অগ্রহায়ণ ১২৩৮ সাল । • কস্তচিৎ উক্ত দলস্থব্যক্তি ত্রয়স্ত –চঞ্জিকা । ( ১৪ এপ্রিল ১৮৩২ । ৩ বৈশাখ ১২৩৯ ) লোকের উচিত যেমন বাহিরে লোকের নিকটে প্রকাশ করেন যে আপনে ধাৰ্ম্মিক ও মহাশিষ্ট এবং বিজ্ঞতাপন্ন তদ্রুপ মনের কাছেও প্রকাশ করা কেননা অন্যান্য লোক ও মন উভয়ের নিকটে সমান থাকিলে কোন উদ্বেগ থাকে না নতুবা মনের নিকটে অধাৰ্ম্মিক হইলে লোকের সাক্ষাতে সেই অধৰ্ম্মকে গোপন করিতে অনেক পরিশ্রম করিতে হয় । ইহার এই এক প্রমাণ প্রায় সকলেই জানিতেছেন অনেক ২ প্রধানেরা গোপনে পরস্ত্রীঘটিত সুখে