পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जश्रtख ২৬৯ হইয়াছে কিন্তু লোকের নিকট প্রকাশ করিতে লজ্জা হয় উত্তর এমত লজাকে সৰ্ব্বথা পরিত্যাগ করা কৰ্ত্তব্য যদ্বারা মন সৰ্ব্বদ উদ্বিগ্ন ও অজ্ঞানাবৃত হয় মন উদ্বিগ্ন হইবার কারণ এই যে ঐ দোষ কি জানি প্রকাশ হয় এ জন্যে প্রায় সন্ধানে থাকেন যাহাতে প্রকাশ না পায় সুতরাং ঐ ভাবনাতেই কাল যায় ইহাতে মনের স্থৈৰ্য্য কদাপি হয় না। অজ্ঞানাবৃত থাকিবার কারণ এই যে ঐ দুষ্কৰ্ম্ম প্রকাশ করিলে যদ্যপি ভ্রাস্তিক্রমে হইয়া থাকে তবে জ্ঞানি লোকেরা সদুপদেশ প্রদান করেন যে ঐ কৰ্ম্ম পাপজনক অতএব ইহা কদাপি কৰ্ত্তব্য নহে এইপ্রকার ক্রমে উপদেশ পাইয় আপনার মনে ধিক্কার জ্ঞান হয় যে জ্ঞানি লোকের নিবারণ করিতেছেন অতএব এমত মন্দ কৰ্ম্মে প্রবৃত্তি রাখা আমার কৰ্ত্তব্য নহে স্থতরাং মনের মধ্যে এইরূপ আলোচনা করিলেই দুষ্কৰ্ম্মহইতে বিরত হইয়া সংকৰ্ম্মে জ্ঞানের উদ্রেক হয় । যদি কহেন ঐ দুষ্কৰ্ম্ম আপনি প্রকাশ না করিলেও জ্ঞানি লোকেরা অন্তের উপলক্ষে কেন সদুপদেশ না করেন। উত্তর প্রায় পণ্ডিতেরা ধনহীনপ্রযুক্ত ভাগ্যবস্তের অধীন ও থোষামোদকারক আর জ্ঞানেরে পরিপাক হয় নাই যদি বা কাহারো কিঞ্চিৎ২ জ্ঞান হইয়াছে তাহারাও বাবুরদিগের উপরে পড়ে এমত কথা কহিতে অপারগ হন কারণ বাবুরদের অভিপ্রায়ের বিরুদ্ধ কহিলে রাগাম্বিত হইয়া মন্দ করিবার সম্ভাবনা অতএব জানিলেও ক্ষাস্ত হইতে হয় কিন্তু বাবুর ঐ সকল কথা প্রকাশ করিলে তাহারদিগের রাগ হইবার সম্ভাবনা থাকে না স্বতরাং উপদেশ যাহা ভাল জানেন তাহা করিতে পারেন অতএব বাহিরে যেপ্রেকার ব্যবহার করেন মনের সহিত ঐরুপ ব্যবহার করিলেই সৰ্ব্বসাধারণের উপকার হয় ইতি । জ্ঞাং নাং ( ২৮ ফেব্রুয়ারি ১৮৩৫ । ১৮ ফাল্গুন ১২৪১ ) ..চন্দ্ৰিকাপত্র হিন্দুর এডবোকেট ইহার বন্ধু হিন্দু ধৰ্ম্মিষ্ঠ মাত্র জানিবেন । যদিও কএক মাস অন্যান্য কএকটা সমাচারের কাগজ এতদেশীয় ভাষায় প্রকাশ হইয়াছিল তাহারা সতীদ্বেষী বটে সেসকল হিন্দুর কাগজ নহে তৎপ্রমাণ কৌমুদী কাগজ মৃত রামমোহন রায়ের বঙ্গদূত শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুরের সুধাকর ঠাকুর বাবুদিগের অধীনে ছিল তাহার কএক জন সতীদ্বেষী অতএব তাহাতে সপ্রমাণ হয় না যে এতদ্দেশীয় কাগজ ঐক্য করতে শ্ৰীশ্ৰীযুত জানিলেন অধিকাংশ লোক সতীর বিপক্ষ। যদি হিন্দুদিগের আর কাগজ থাকিত অথবা ইজরেজী সমাচার পত্রপ্রকাশকের অপক্ষপাতী হইতেন তবে শ্ৰীশ্ৰীযুত কি বিলাতৰাসি মহাশয়র জানিতে পারিভেন ষে হিন্দু সকল কি প্রকার মনঃপীড়ায় পীড়িত হইয়াছেন। ইঙ্গরেজী কাগজপ্রকাশকেরা যদি পক্ষপাতরহিত এমত অভিমান করেন তাহা করিতে পারেন না কেন না শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর ইংলিসমেন কাগজের প্রোপ্রাইটর হইয়াছেন এবং হিরাল্ডনামক কাগজ সর্জনকৰ্ত্ত তিনি এইক্ষণে তাহা বাঙ্গাল হরকরার মধ্যে প্রবিষ্ট অপর ইণ্ডিয়াগেজেটনামক পত্র এবং সে