পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ રૂ.૧૭ এনিমিত্তে এবং শ্ৰীযুত ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ধৰ্ম্মসভাধ্যক্ষ ও খ্ৰীযুত রাজা শিবকৃষ্ণ বাহাদুরের দলাধ্যক্ষ শ্ৰীযুত শ্ৰীকান্ত তর্কপঞ্চানন ভট্টাচাৰ্য্য ইহার দুই জনে অধ্যক্ষতা করিয়া সকল দলস্থ ব্রাহ্মণ পণ্ডিত লইয়া সভা করিয়াছেন এবং হাটখোলার শ্ৰীযুত গোকুল গাঙ্গুলি মহাভারত করেন তাহার ব্রতী শ্ৰীযুত কালীনাথ মুনসির দলস্থ রামধন তর্কবাগীশ ও শিবনারায়ণ ঘোষের দলস্থ প্রাণকৃষ্ণ তর্কালঙ্কারপ্রভৃতি এবং সমাপন দিবসে ঐ দলস্থ শ্ৰীযুত রাম তর্কবাগীশ এবং শ্ৰীযুত ভবশঙ্কর বিদ্যারত্ব এবং ব্রহ্মসভার বেদপাঠক শ্ৰীযুত রামচন্দ্র বিদ্যাবাগীশ ইহঁারদিগকে পত্র দ্বারা নিমন্ত্রণ করিয়া সভা করেন তাহারদের বিদায় করিয় এবং সিংহের দলস্থ ও শিবনারায়ণ ঘোষের দলস্থ বিদায়ের পর শ্ৰীযুত শ্ৰীকান্ত তর্কপঞ্চানন ভট্টাচাৰ্য্যপ্রভৃতি শ্রবণাকৃত হইয়া বিদায় হন । ইহাতে তাহারদের কোন দোষ নাই । কারণ র্তাহারা দলাধ্যক্ষ এবং হাতিবাগানের শ্ৰীযুত কাশীনাথ তর্কালঙ্কার এবং তাহার ছাত্ৰাভিমানী নীলকমল ন্যায়ালঙ্কার ইহঁারণ ব্ৰতী থাকিয়া সকল দলের বিদায় করাইয়া পশ্চাৎ বিদায় হন তাহাতে র্তাহারদের দোষ নাই। কারণ শ্ৰীযুত তর্কালঙ্কার ভট্টাচাৰ্য্য শ্ৰীযুত রাজা রাধাকাস্ত দেবের গুরুপুত্রের অধ্যাপক । কিন্তু এই ভারতে শ্ৰীযুত গোপীনাথ তর্কালঙ্কারপ্রভৃতি কতগুলি ব্রাহ্মণ পণ্ডিত শ্ৰীযুত রামচন্দ্র বিদ্যাবাগীশপ্রভৃতির আগমন শুনিয়া বিদায় হন নাই । সম্প্রতি ৬ রাজা গোপীমোহন বাহাদুরের শ্রাদ্ধে কালীনাথ মুনসীর দলস্থ নৈহাটী সাকিমের শ্ৰীযুত কৃষ্ণমোহন বিদ্যাভূষণকে শ্ৰীযুত কাস্তিচন্দ্র সিদ্ধাস্তশেখর পত্র দিয়া সভাস্থ করেন এবং শ্ৰীযুত শতু বাচস্পতি শ্ৰীযুত রামদুলাল সরকারের শ্রীদ্ধে ঐ বিদ্যাভূষণকে নিমন্ত্রণপত্র দেন ইহাতেও তাহারদের দোষ নাই । দর্পণকার মহাশয় অতিশয় দয়ালু এবং সৰ্ব্বজন হিতৈষী একারণ লিখিতেছি দর্পণে কএকটি পক্তি অপণ করিয়া যদি তাবৎ সস্বাদপত্র সম্পাদক মহাশয়দিগের গোচর করেন তবে তাবৎ দলপতিরদের গোচর হইতে পারে। চন্দ্রিকণকণর মহাশয় চন্দ্রিকাতে ইহা দিবেন না তাহার কারণ তিনি সতীদ্বেষির সংস্রব করিবেন না এই নিয়ম আছে । কেবল বাচস্পতির খাতিরে ও বাবু রাধাকৃষ্ণ মিত্রের খাতিরে শ্ৰীযুত কালীনাথ মুনসীর দলস্থ লোক লইয়া ব্যবহার করিয়াছেন । - ( ৫ আগষ্ট ১৮৩৭ । ২২ শ্রাবণ ১২৪৪ ) শ্ৰীযুত দর্পণ প্রকাশক মহাশয়সমীপেষু —গত ২৬ আষাঢ় শনিবাসরীয় দর্পণে কস্তচিৎ দ ব ইতি স্বাক্ষরিত দল সংক্রাস্ত এক পত্র উদিত হয় । তাহার স্থূল মৰ্ম্ম এই মতিলাল বাবুর দলভুক্ত কতক গুলিন কায়স্থ দত্তদিগের আপত্তি করায় দোষী হইয়৷ রাজকর্তৃক স্থগিত হন ইত্যাদি নানা ছলে কৌশলে বিবিধ ব্যঙ্গ বিদ্রুপ লিখিয়া পত্র আলোক করেন তাহার উত্তর এক বর্ণ আমরা দি নাই । কিন্তু কোন কৌতুকদর্শী স্বল্প ভাগের কিঞ্চিদুত্তর ১ শ্রাবণে প্রদান করিয়াছেন তাহ অন্মদাদির জানত নহে V9{