পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭৪ মংবাদ গাত্রে সেনকালের কথা এ বিষয়ে গত ১৫ শ্রাবণের দর্পণে আরবার দ ব কত গুলিন কটুক্তি লিথিয়াছেন এনিমিত্ত তাহার সদুত্তর দিতে প্ৰবৰ্ত্ত হইলাম ভৃত্যতুল্য যে কৈবৰ্ত্ত দত্ত তাহারদিগের প্রভুত্ৰ আর সহ্য হয় না । সম্পাদক মহাশয় আমরা যাটি ঘর কায়স্থ মলঙ্গাগ্রামে বহুকালপৰ্য্যস্ত বাস করিতেছি অামারদিগের পল্লিমধ্যে ৬/তিলকরাম পাকড়াশির yহৃদয়রাম বন্দ্যোপাধ্যায় ও ৬/কালীচরণ হালদার এই তিন জন দলপতি ছিলেন আমরাও ঐ তিন দলভূক্ত ছিলাম এইক্ষণেও কিয়দংশ ঐ বন্দ্যোপাধ্যায়ের পৌত্র শ্ৰীযুক্ত বাৰু নীলকমল বন্দ্যোপাধ্যায়ের দল ভূক্ত আছি । হালদার ও পাকড়াশির বংশ ধ্বংশ হলে বাবু বিশ্বনাথ মতিলাল যে দল করেন তন্মধ্যেও আমরা অনেকেই প্রবিষ্ট হইয়াছি । মলঙ্গা ডিঙ্গাভাঙ্গা জানবাজার বহুবাজার নেবুতলা শাখারি টোলার মধ্যে কায়স্থ দলপতি নাই আমরা ব্রাহ্মণের ভূত্য চিরকাল ব্রাহ্মণের দলভুক্ত আছি । কায়স্থ দলপতি আমারদিগের পূৰ্ব্বে স্বীকার ছিল না। সংপ্রতি রাজা গোপীমোহন দেব বাহাদুরের আদ্য শ্রীদ্ধোপলক্ষে যৎকালীন সমুদায় দল ঐক্য হয় তৎকালীন আমরাও আমারদিগের স্ব২ দলপতির দলসহ রাজবাটীতে সভাস্থ হইয়াছিলাম এবং জলপানের দিবসে অক্রুর সারেঙ্গের সস্তানদিগের সহিত একত্র আহারাদি করিয়াছি এই অপরাধে যদ্যপি লেখক আমারদিগের দোষী করিয়া থাকেন এমত হয় তবে রাধাকান্ত দেব ও কালাচাদ দত্ত এই দুই গোষ্ঠীপতিও দোষী হইয়াছেন । উচিত চরণ ভায়ার ইহারদিগের সমন্বয় করিয়া জাতি দিউন । আমারদিগের দোষে তাহারদিগের পিতৃশ্ৰাদ্ধ পগু হইয়াছে ধৰ্ম্ম সভাসম্পাদক মহাশয় পক্ষপাতশূন্ত হইয়। ভায়াকে ব্যবস্থা দেউন তাহার পিতৃ লোককে ত্রাণ করুন অামারদিগের জাতি কুলের দায়ে ভূখুরপোকে দায়গ্রস্ত হইতে হইবেক না । লেখক যে দোষী অপবাদ অামারদিগের প্রতি দিয়াছেন একথা আমরা স্বীকার করিলাম যেহেতুক কএক ঘর কৈবৰ্ত্ত আপাতত নগরে আসিয়া কায়স্থ হওয়াতে সুতরাং পরম্পর সম্বন্ধে সংস্পর্শ দোষ স্পশিয়াছে তাহার বিস্তারিত নিম্ন ভাগে লিখিতেছি দলপতি মহাশয়েরা জাতি নির্ণয় করিয়া লইবেন । বদ্ধমান জিলার অন্তঃপাতি সোনা টিকলি গ্রামে বিজয়রাম কলেনামক এক ব্যক্তি । কৈবৰ্ত্ত ছিল তাহার পাচ পুত্র । জ্যেষ্ঠ দুলাল সদার ধুনাকিত্ত্বির দোকানদার। মধ্যম সদাশিব তোলদার। তৃতীয় কান্ত মাড় চতুর্থ কন্দপদাস পঞ্চম কষ্ঠিরাম খুস্কি। এই পঞ্চজনের অংশ বংশ সংক্ষেপে প্রকাশ করিতেছি দলপতি মহাশয়েরা বিবেচনা করিবেন । তৃতীয় । কাস্তমাড় এই বংশে /প্রতিরাম মাড় ও ৮রাজচন্দ্র দাস ও শ্ৰীযুত বাৰু উমাচরণ দাসপ্রভৃতি অতিধনৰান ব্যক্তি সকল জন্মিয়াছেন ইহারা অতিধাৰ্ম্মিক ও পুণ্যশীল যেহেতু আপন জাতি কুল ত্যাগ করেন নাই মনে করিলে অনায়াসে চরণ বাবুর অপেক্ষা ভাল গোষ্ঠীপতি হইতে পারিতেন । ;