পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जञtख - - や。 ২৭৯ বিষয় বক্তব্য নহে। প্রাণ হানির বিষয় ঐ উৎসবের সময়ে, এবং তাহ সমাপনের পরদিবসে গোষ্ঠ বিহার যাত্রা দর্শনার্থ এতদেশীয় আবাল বৃদ্ধ বনিত বিশেষতঃ অধিকাংশই স্ত্রীলোক এক২ থান পারাবারের পানসিতে সমাবেশের অধিক দ্বিগুণ ত্রিগুণ নাবিকের লইয়া পার করে । তাহাতে প্রতিবৎসরেই দুই তিন খান পানসি মগ্ন হইয়া অনেকের প্রাণ হানি হয় । অতএব ইহার অধিক অনিষ্ট আর কি আছে পরন্তু এই মহানিষ্টের মধ্যে ধন ক্ষয়ের বিষয় শ্ৰীযুত সম্বাদ পত্র সম্পাদক গ্রগণ্য মহাশয়েরদিগের সম্বাদ পত্রে বিশেষ আন্দোলন হওয়াতে শ্ৰীযুত বিচারকর্তারদের দৃকপাত হইয়া এই বৎসরে প্রায় রহিত হইয়াছে। প্রাণহানির বিষয়ও আপনারদের সম্বাদ পত্রের শ্ৰীবৃদ্ধিতে নিবৃত্ত হইবে এমত দৃঢ় তর ভরসা আছে। যেহেতুক আপনারা যখন যে বিষয় ধরেন তাহা তখনই হউক বা কিছু বিলম্বে হউক লিখিতে ২ প্রায় শেয় করিয়াই থাকেন ।...কেষাঞ্চিং জুয়ারি পুত্রাপহৃত সাৰ্ব্বস্বনাং । আমোদ-প্রমোদ ( ১৭ সেপ্টেম্বর ১৮৩১ । ২ আশ্বিন ১২৩৮ ) এতদেশীয় নৰ্ত্তনাগার ।--কিয়ং কালাবধি কলিকাতাস্থ এতদ্দেশীয়েরদের মধ্যে এক নৰ্ত্তনাগার গ্রন্থননিমিত্ত আন্দোলন হইতেছে । তদৰ্থ বাবু প্রসন্নকুমার ঠাকুরের অঙ্গুরোধে এতদেশীয় শিষ্ট বিশিষ্ট মহাশয়েরদের গত রবিবারে এক বৈঠক হয় এবং তৎসময়ে আঙ্গুষ্ঠানিক কৰ্ম্মসকল নিৰ্ব্বাহকরণার্থ নীচে লিখিতব্য মহাশয়ের কমিটিস্বরূপ নিযুক্ত হইলেন শ্ৰীযুত বাৰু প্রসন্নকুমার ঠাকুর ও শ্ৰীযুত বাবু শ্ৰীকৃষ্ণ সিংহ ও শ্ৰীযুত বাবু কৃষ্ণচন্দ্র দত্ত ও শ্ৰীযুত বাৰু গঙ্গানারায়ণ সেন ও শ্ৰীযুত বাৰু মাধবচন্দ্র মন্ত্রীক ও শ্ৰীযুত বাবু হরচন্দ্র ঘোষ। ঐ নৰ্ত্তনশালা ইঙ্গলওঁীয়েরদের রীত্যনুসারে প্রস্তুত হইবেক এবং তন্মধ্যে যে সকল নাটকের ক্রীড়া হইবে সে সকলি ইঙ্গলগুীয় ভাষায় । ( ৭ জাকুয়ারি ১৮৩২ ৷ ২৪ পৌষ ১২৩৮ ) হিন্দু নাট্যশালা –হরকরা পত্রের দ্বারা অবগত হওয়া গেল যে পূৰ্ব্ব২ বুধবারে হিন্দুর নাট্যশালায় নাট্য ব্যাপার আরম্ভ হয় এবং এতদেশীয় লোকেরদের বিদ্যাধ্যাপনবিষয়োৎসুক এক মহাশয়কতৃক রচিত অকুষ্ঠানপত্রের পাঠ হইল । * তৎপরে শ্ৰীযুত ডাক্তর উইলসন সাহেবকতৃক সংস্কৃত রামচরিত্রবিষয়ক ইঙ্গরেজীতে ভাষান্তরীকৃত সুসজ্জ যাত্রাকুষ্ঠায়িকতৃক উচ্চারিত হইল। এতাদৃশ অন্যান্য কাব্যও তৎসময়ে পঠিত হইল পরিশেষে জুলিয়শ সিজরনামক এক কাব্যের শেষ প্রকরণ পাঠ হইল ।