পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अवांछ २w s ব্যক্তিরা অত্যন্তামোদী হইয়াছেন । ব্রিটন দেশজাত অামারদের ভ্রাতৃবর্গেরা যেরূপ সভ্যতা প্রাপ্ত হইয়াছেন হিন্দুগণও তদ্রুপ সভ্যতা ষে এইক্ষণে প্রাপ্ত হন ইহা আমরা শ্লাঘা করিয়া মানি। ইঙ্গলওঁীয়েরদের মধ্যে শ্রেষ্ঠাভিমানি ব্যক্তিরা কহিয়া থাকেন যে তাহারা যাদুশ সভ্য তাদৃশ কখন হিন্দুরা হইতে পারিবেন না অর্থাং ইঙ্গল গু দেশজাত তাবল্লোকের মনোমধ্যে যে গুণ স্থাপিত হইয়াছে তাদৃশ গুণ কদাচ হিন্দুরদের মধ্যে নাই কিন্তু এ কেবল হাস্যাম্পদ কথা যেহেতুক অতিশয় দ্রুম্বদশি ব্যক্তিরাও দেখিতেছেন যে ঈশ্বর পক্ষপাতী নহেন । যদি ইহাতে ঐ শ্রেষ্ঠাভিমানির ক্ষণস্ত না হন তবে হিন্দুর নাট্যশালা এবং হিন্দুর ঐচ্ছিক যাত্রাকারিরা কিরূপে তত্তৎকৰ্ম্ম সম্পন্ন করিবেন তাহা দৃষ্টি করুন । অল্প কালের মধ্যে বুঝি হিন্দু ঐচ্ছিক যাত্রাকারির চৌরঙ্গীর ঐচ্ছিক যাত্রাকারিরদের তুল্য হইবেন । যদ্যপি কেহ জিজ্ঞাসা করেন যে চন্দ্রিক ও রত্নাকর সম্পাদকের হিন্দু হইয়া হিন্দুরদের নাট্যশালা এবং ঐচ্ছিক যাত্রা করেরদের বিশেষতঃ ঐ নাট্যশালা সংস্থাপকেরদের অতি অপভাষা ও তিরস্কার দ্বারা তুচ্ছ করেন তাহার উত্তর অতিসহজ । প্রকৃত নাট্যের ব্যাপারে তাহারদের কিছুমাত্র রসবোধ মাই তাহারদের বুদ্ধি অল্প কেবল গালাগালি দিতে সমর্থ সেই বিদ্যায় নিপুণ ঐ অযুক্তধর্শ্বি অথচ স্বীয় মতমাত্রে আসক্ত সম্পাদকের নাট্য পদার্থ যে কি ইহাও বোধ করিতে পারেন না এবং দেশের উন্নতিবিষয়ে শত্রবাচরণ করিয়া তাঙ্গারা অবোধ বালকের ন্যায় ব্যবহার করিতেছেন অতএব তাঙ্গারদের বিষয় আমার কিছু মনোযোগযোগ্য নহে । অপর ঐ হিন্দু নাট্যশালার অধ্যক্ষেরা জুলের সিজর অথবা অমর সেকসপিয়র কোন কাব্যহইতে নীত কথাদ্বারা যাত্রারম্ভ না করিয়া যে নাট্য অর্থাৎ এতদেশীয় উত্তর রামচরিত্রবিষয়ক কথা লইয়া নাট্যারম্ভ করিলেন ইহা ভ্রম হইয়াছে যদ্যপি তাহারা জলের সিজর বা সেক্সপিয়রের কথা লইয়া আরম্ভ করিতেন তবে ঐ অযুক্তধৰ্ম্মি ও স্বমতযাত্রাসক্ত সম্পাদকেরদের তিরস্কারকরণের সম্ভাবনাই ছিল না যেহেতুক তাহারা উক্ত কাব্যসকলের কিছুমাত্র জানেন না । উত্তর রামচরিত্রবিষয়ক হিন্দুরদের নাট্যশালায় যাত্রা হইবে ইহা শ্রবণে র্তাহারা রামযাত্রা জ্ঞান করিয়া নানা অকারণ কোলাহল করিতে লাগিলেন সে যাহউক অস্মদেশীয় কতৃক ক্লত নাট্যশালাদর্শনে আমরা পরমামোদী হইলাম এবং তৎসংস্থাপক মহাশয়েরদের ও ঐচ্ছিক যাত্রাকারি মহাশয়েরদের কৰ্ম্ম যে সফল হইবে এমত অামারদের ভরসা । কস্যচিৎ বুলবুলস্য । ( ১৪ জানুয়ারি ১৮৩২ । ২ মাঘ ১২৩৮ ) • , শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় সমীপেষু। শ্ৰীশ্ৰী 9 শিবনগরীতে ঐস্ত্র ৮ শারদীয় পূজাকালীন তত্রস্থ সৌখিন বাবুসকলে সক করিয়া সকের বিদ্যাস্কন্দরের মাত্রা শ্ৰীযুত ويوتا